সন্দেশখালি, 27 এপ্রিল: বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পছন্দ করতেন শেখ শাহজাহান ৷ এমনটাই মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ শুক্রবার উত্তর 24 পরগনার সরবেড়িয়ায় তল্লাশি অভিযান চালায় সিবিআই ও এনএসজি-র কমান্ডোরা ৷ সেখানে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ৷ মিলেছে বোমা, বোমা বানানোর বিস্ফোরক ৷ এমনকী পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও ৷ সেগুলি ভালোভাবে পরীক্ষার পর কেন্দ্রীয় তদন্তকারীরা একপ্রকার নিশ্চিত যে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে বেশিরভাগই আমেরিকার ৷
সুদূর আমেরিকা থেকে ওই আগ্নেয়াস্ত্রগুলি সন্দেশখালিতে আনা হয়েছিল ৷ এছাড়া উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির সঙ্গে সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহানের যে সরাসরি যোগ রয়েছে তা আরও স্পষ্ট হয়েছে ৷ এই তল্লাশি অভিযানে শাহজাহানের ছবি লাগানো একটি আইকার্ড পাওয়া গিয়েছে ৷ এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, এই আগ্নেয়াস্ত্রগুলি আমেরিকা থেকে কীভাবে এবং কোন পথে সন্দেশখালিতে পৌঁছল ? তাহলে কি উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির সঙ্গে বেআইনি আন্তর্জাতিক আগ্নেয়াস্ত্র কেনাবেচা চক্রের কোনও যোগ রয়েছে ?
এছাড়া এর আগে সন্দেশখালি থেকে শাহজাহানের পাসপোর্ট উদ্ধার করেছিলেন তদন্তকারীরা ৷ ফলে বিদেশে গিয়ে শাহজাহান কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, সেই বিষয়টিও ভালোভাবে খতিয়ে দেখছেন সিবিআই গোয়েন্দারা ৷ শুক্রবার আগ্নেয়াস্ত্রের পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক বোমা ৷ সেগুলি সেখানেই নিষ্ক্রিয় করেছে এনএসজি-র কমান্ডোরা ৷
এখন প্রশ্ন উঠেছে, বোমাগুলি কী কাজে ব্যবহার করা হয় ৷ সূত্রের খবর, এর মধ্যে রয়েছে গ্রেনেড, হ্যান্ডমেড বোমা ৷ এগুলি নাশকতা বা সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হয় ৷ আগ্নেয়াস্ত্রের মধ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ বিশেষত দেখা যায় জঙ্গি সংগঠনের কাছে অর্থাৎ একে 47 বা একে-56-র মতো আগ্নেয়াস্ত্র ৷
আরও পড়ুন: