ETV Bharat / state

ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতারি সিবিআইয়ের, হেফাজতে 3 শাহজাহান ঘনিষ্ঠ - 3 in CBI custody for attack on ED

Sandeshkhali incident: দু'মাসের বেশি সময় পর অবশেষ ইডির উপর হামলার ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই ৷ সোমবার সন্ধ্যায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতার সিবিআইয়ের
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 9:08 PM IST

কলকাতা, 11 মার্চ: গত পাঁচ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় এই প্রথম 3 জনকে গ্রেফতার করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আখুঞ্জি, দিদার বক্স ও জিয়াউর মোল্লাকে। দীর্ঘক্ষণ ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

গতকাল অর্থাৎ রবিবারই নোটিশ দিয়ে জিয়াউল মোল্লা-সহ এই তিনজনকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ নির্ধারিত সময় মতো তাঁরা উপস্থিত হন ৷ বেলা 12 টা থেকে 12.30 মধ্যে নিজাম প্যালেসে ঢুকে যান জিয়াউল মোল্লা, ফারুক আখুঞ্জি এবং দিদার বক্স মোল্লা ৷ এরপর শাহজাহান ঘনিষ্ঠ এই তিনজনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ সেখানে তাঁদের বয়ানে একাধিক গরমিল পাওয়া যায় ৷ তারপরেই ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতার করে সিবিআই ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিদার বক্স শাহজাহানের কোটি কোটি টাকার সাম্রাজ্যের দেখাশোনা করতেন ৷ ফলে দিদার বক্সকে নিজেদের হেফাজতে নিয়ে তৃণমূলের এই প্রাক্তন নেতার কালো টাকার উৎস এবং কোন কোন প্রভাবশালীদের সঙ্গে লেনদেন হত সেই সম্পর্কে স্পষ্ট চিত্র পাবেন বলে অনুমান তদন্তকারীদের ৷ জিয়াসুদ্দিনের আইনজীবী এদিন সন্ধ্যায় জানিয়েছেন, তিনি সিবিআইয়ের কাছে থেকে খবর পেয়েছেন যে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে ।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে মার খান ইডির পাঁচ আধিকারিক। তাঁদের মধ্যে তিন আধিকারিককে হাসপাতালেও ভরতি করতে হয়। ইডি অভিযোগ করে, শুধু মারধরই নয়, তাঁদের আধিকারিকদের কাছে থাকা মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে নেমে সোমবার প্রথমবার শাহজাহানের ঘনিষ্ঠ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে সোমাবর দেশের শীর্ষ আদালতও জানিয়েছে মারধরের ঘটনার তদন্ত করবে সিবিআই। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

1. শাহজাহানের গ্রেফতারিতে দেরি কেন ? সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য, বহাল সিবিআই তদন্ত

2. ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই, খতিয়ে দেখল হামলার ভিডিয়ো ফুটেজ

3. কুন্তল-নীলাদ্রির জামিন মামলায় ইডি-সিবিআইকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

কলকাতা, 11 মার্চ: গত পাঁচ জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় এই প্রথম 3 জনকে গ্রেফতার করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আখুঞ্জি, দিদার বক্স ও জিয়াউর মোল্লাকে। দীর্ঘক্ষণ ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

গতকাল অর্থাৎ রবিবারই নোটিশ দিয়ে জিয়াউল মোল্লা-সহ এই তিনজনকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ নির্ধারিত সময় মতো তাঁরা উপস্থিত হন ৷ বেলা 12 টা থেকে 12.30 মধ্যে নিজাম প্যালেসে ঢুকে যান জিয়াউল মোল্লা, ফারুক আখুঞ্জি এবং দিদার বক্স মোল্লা ৷ এরপর শাহজাহান ঘনিষ্ঠ এই তিনজনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ সেখানে তাঁদের বয়ানে একাধিক গরমিল পাওয়া যায় ৷ তারপরেই ইডির উপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতার করে সিবিআই ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিদার বক্স শাহজাহানের কোটি কোটি টাকার সাম্রাজ্যের দেখাশোনা করতেন ৷ ফলে দিদার বক্সকে নিজেদের হেফাজতে নিয়ে তৃণমূলের এই প্রাক্তন নেতার কালো টাকার উৎস এবং কোন কোন প্রভাবশালীদের সঙ্গে লেনদেন হত সেই সম্পর্কে স্পষ্ট চিত্র পাবেন বলে অনুমান তদন্তকারীদের ৷ জিয়াসুদ্দিনের আইনজীবী এদিন সন্ধ্যায় জানিয়েছেন, তিনি সিবিআইয়ের কাছে থেকে খবর পেয়েছেন যে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হয়েছে ।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে শাহজাহানের অনুগামীদের হাতে মার খান ইডির পাঁচ আধিকারিক। তাঁদের মধ্যে তিন আধিকারিককে হাসপাতালেও ভরতি করতে হয়। ইডি অভিযোগ করে, শুধু মারধরই নয়, তাঁদের আধিকারিকদের কাছে থাকা মোবাইল, ল্যাপটপ এবং নগদ টাকাও কেড়ে নেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপর হামলার অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। তদন্তে নেমে সোমবার প্রথমবার শাহজাহানের ঘনিষ্ঠ কয়েক জনকে জিজ্ঞাসাবাদের পরেই গ্রেফতার করে সিবিআই। অন্যদিকে সোমাবর দেশের শীর্ষ আদালতও জানিয়েছে মারধরের ঘটনার তদন্ত করবে সিবিআই। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন

1. শাহজাহানের গ্রেফতারিতে দেরি কেন ? সুপ্রিম প্রশ্নের মুখে রাজ্য, বহাল সিবিআই তদন্ত

2. ইডির উপর হামলার তদন্তে ফের সন্দেশখালিতে সিবিআই, খতিয়ে দেখল হামলার ভিডিয়ো ফুটেজ

3. কুন্তল-নীলাদ্রির জামিন মামলায় ইডি-সিবিআইকে তীব্র ভর্ৎসনা বিচারপতির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.