ETV Bharat / state

বয়ানে অসংগতি, আজ ফের তলব আরজি করের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকে - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

CBI Again Summons Dr. Sanjay Vasishta: আরজি কর-কাণ্ডে অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকে ফের তলব করল সিবিআই ৷ সূত্রের খবর, আজই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ প্রথমবারের জিজ্ঞাসাবাদে চিকিৎসক সঞ্জয় বশিষ্ঠের বয়ানে একাধিক অসংগতি ধরা পড়েছে ৷

CBI Again Summons Dr. Sanjay Vasishta
সঞ্জয় বশিষ্ঠকে আজ আবারও সিজিও কমপ্লেক্সে তলব সিবিআইয়ের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 16, 2024, 2:23 PM IST

Updated : Aug 16, 2024, 6:48 PM IST

কলকাতা, 16 অগস্ট: আরজি কর-কাণ্ডে ফের তলব হাসপাতালের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকে ৷ আজ সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে তাঁকে ৷ সিবিআই সূত্রে খবর, তাঁকে প্রথমদিনের জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতি পেয়েছেন তদন্তকারী সিটের আধিকারিকরা ৷ ফলে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, সঞ্জয় বশিষ্ঠকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ তাঁর প্রথম দিনের বয়ানের সঙ্গে, গতকাল জিজ্ঞাসাবাদ করা হাসপাতালের পাঁচজন চিকিৎসকের বয়ানে বেশকিছু অসংগতি রয়েছে ৷ তাই আজ তাঁকে সিজিও কমপ্লেক্সে ফের জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তারপরে আগের বয়ানের সঙ্গে আজকের জিজ্ঞাসাবাদে সঞ্জয় বশিষ্ঠের বক্তব্যকে মিলিয়ে দেখা হবে ৷ সিবিআই সূত্রে খবর, সঞ্জয় বশিষ্ঠ কোনও একটি বিষয়কে আড়াল করার চেষ্টা করছেন ৷ আর এই আড়াল করার পিছনে, একাধিক প্রভাবশালীর যোগ খুঁজে পাচ্ছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল ৷

উল্লেখ্য, আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নেমে গতকাল হাসপাতালের 5 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ এছাড়াও, ঘটনায় এফআইআর দায়ের হওয়া টালা থানার অফিসার ইনচার্জকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ইতিমধ্যে, একাধিকবার তদন্তকারীরা আরজি করের সেমিনার হলে তদন্তের জন্য গিয়েছেন ৷ পাশাপাশি, আজ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ফের আরজি করে যেতে পারে সিবিআই ৷ মূলত, 15 অগস্ট মধ্যরাতে হাসপাতালের জরুরি বিভাগ-সহ 18টি ওয়ার্ডে ভাঙচুরের ঘটনায় যে মামলা দায়ের হয়েছে, সেই মামলায় সিবিআই-কে ঘটনাস্থল পরিদর্শন করে আগামী বুধবার রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্ট ৷

অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ সিবিআই সূত্রের খবর, ধৃত সঞ্জয় রায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে মুখ খুলছে না ৷ তবে, বৃহস্পতিবারের পর আজ ফের চারজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই ৷

কলকাতা, 16 অগস্ট: আরজি কর-কাণ্ডে ফের তলব হাসপাতালের অপসারিত সুপার সঞ্জয় বশিষ্ঠকে ৷ আজ সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে তাঁকে ৷ সিবিআই সূত্রে খবর, তাঁকে প্রথমদিনের জিজ্ঞাসাবাদে একাধিক অসংগতি পেয়েছেন তদন্তকারী সিটের আধিকারিকরা ৷ ফলে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷

সিবিআই সূত্রে খবর, সঞ্জয় বশিষ্ঠকে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ তাঁর প্রথম দিনের বয়ানের সঙ্গে, গতকাল জিজ্ঞাসাবাদ করা হাসপাতালের পাঁচজন চিকিৎসকের বয়ানে বেশকিছু অসংগতি রয়েছে ৷ তাই আজ তাঁকে সিজিও কমপ্লেক্সে ফের জিজ্ঞাসাবাদ করা হবে ৷ তারপরে আগের বয়ানের সঙ্গে আজকের জিজ্ঞাসাবাদে সঞ্জয় বশিষ্ঠের বক্তব্যকে মিলিয়ে দেখা হবে ৷ সিবিআই সূত্রে খবর, সঞ্জয় বশিষ্ঠ কোনও একটি বিষয়কে আড়াল করার চেষ্টা করছেন ৷ আর এই আড়াল করার পিছনে, একাধিক প্রভাবশালীর যোগ খুঁজে পাচ্ছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল ৷

উল্লেখ্য, আরজি করের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নেমে গতকাল হাসপাতালের 5 জন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই ৷ এছাড়াও, ঘটনায় এফআইআর দায়ের হওয়া টালা থানার অফিসার ইনচার্জকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় ৷ ইতিমধ্যে, একাধিকবার তদন্তকারীরা আরজি করের সেমিনার হলে তদন্তের জন্য গিয়েছেন ৷ পাশাপাশি, আজ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর ফের আরজি করে যেতে পারে সিবিআই ৷ মূলত, 15 অগস্ট মধ্যরাতে হাসপাতালের জরুরি বিভাগ-সহ 18টি ওয়ার্ডে ভাঙচুরের ঘটনায় যে মামলা দায়ের হয়েছে, সেই মামলায় সিবিআই-কে ঘটনাস্থল পরিদর্শন করে আগামী বুধবার রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্ট ৷

অন্যদিকে, এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হওয়া অভিযুক্ত সঞ্জয় রায়কে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে ৷ সিবিআই সূত্রের খবর, ধৃত সঞ্জয় রায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে মুখ খুলছে না ৷ তবে, বৃহস্পতিবারের পর আজ ফের চারজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিবিআই ৷

Last Updated : Aug 16, 2024, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.