ETV Bharat / state

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীতে ফের ডাকল সিবিআই - দেবরাজ চক্রবর্তী

CBI Summons on Teacher Recruitment Scam: কলকাতা পৌরনিগমের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও বিধাননগর পৌরনিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই ৷ এর আগেও তাঁদের ডাকা হয়েছিল ৷

Etv Bharat
নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাপ্পাদিত্য দাশগুপ্ত ও দেবরাজ চক্রবর্তীতে ফের সিবিআই তলব
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 12:21 PM IST

Updated : Jan 25, 2024, 2:08 PM IST

কলকাতা, 25 জানুয়ারি: শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় গায়িকা অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগর পৌরনিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করল সিবিআই । পাশাপাশি ওই একই ঘটনায় তলব করা হয়েছে কলকাতা পৌরনিগমের 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে । সময়মতো বেলা 11টা নাগাদ দু'জনেই নিজাম প্যালেস পৌঁছন হাজিরা দিতে । তাঁরা দু'জনেই সিবিআইকে তদন্তে সহযোগিতা করবেন বলে জানান এদিন ৷ বাপ্পাদিত্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন ।

জানা গিয়েছে, বাপ্পাদিত্য এবং দেবরাজ দু'জনকেই এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । কিন্তু তদন্তে বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷ ফলে বৃহস্পতিবার এই দুই তৃণমূল নেতাকে আবারও কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

এর আগে বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বৈষ্ণবঘাটার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এখান থেকে দুটি মোবাইল ফোন-সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছিল । পাশাপাশি উত্তর কলকাতা এবং উত্তর 24 পরগনায় অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূলের নেতা দেবরাজ চক্রবর্তী বিভিন্ন বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

ইতিমধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একটি বিশেষ রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সংশ্লিষ্ট রিপোর্টে নাম রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীর । শেষ খবর পাওয়া পর্যন্ত বাপ্পাদিত্য দাশগুপ্তর সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন :

  1. রাজারহাট থেকে দেবরাজকে নিয়ে অন্যত্র তল্লাশিতে গেল সিবিআই
  2. পৌরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআই হানা অদিতি মুন্সীর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি
    সিবিআই তল্লাশিতে কাউন্সিলর বাপ্পাদিত্যের বাড়ি থেকে উদ্ধার মোবাইল-সহ একাধিক নথি

কলকাতা, 25 জানুয়ারি: শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় গায়িকা অদিতি মুন্সির স্বামী তথা বিধাননগর পৌরনিগমের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ফের তলব করল সিবিআই । পাশাপাশি ওই একই ঘটনায় তলব করা হয়েছে কলকাতা পৌরনিগমের 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে । সময়মতো বেলা 11টা নাগাদ দু'জনেই নিজাম প্যালেস পৌঁছন হাজিরা দিতে । তাঁরা দু'জনেই সিবিআইকে তদন্তে সহযোগিতা করবেন বলে জানান এদিন ৷ বাপ্পাদিত্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন ।

জানা গিয়েছে, বাপ্পাদিত্য এবং দেবরাজ দু'জনকেই এর আগেও জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা । কিন্তু তদন্তে বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷ ফলে বৃহস্পতিবার এই দুই তৃণমূল নেতাকে আবারও কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

এর আগে বাপ্পাদিত্য দাশগুপ্তের পাটুলির বৈষ্ণবঘাটার বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । এখান থেকে দুটি মোবাইল ফোন-সহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছিল । পাশাপাশি উত্তর কলকাতা এবং উত্তর 24 পরগনায় অদিতি মুন্সির স্বামী তথা তৃণমূলের নেতা দেবরাজ চক্রবর্তী বিভিন্ন বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

ইতিমধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একটি বিশেষ রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । সংশ্লিষ্ট রিপোর্টে নাম রয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীর । শেষ খবর পাওয়া পর্যন্ত বাপ্পাদিত্য দাশগুপ্তর সঙ্গে কথা বলছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ।

আরও পড়ুন :

  1. রাজারহাট থেকে দেবরাজকে নিয়ে অন্যত্র তল্লাশিতে গেল সিবিআই
  2. পৌরসভা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআই হানা অদিতি মুন্সীর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি
    সিবিআই তল্লাশিতে কাউন্সিলর বাপ্পাদিত্যের বাড়ি থেকে উদ্ধার মোবাইল-সহ একাধিক নথি
Last Updated : Jan 25, 2024, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.