ETV Bharat / state

বিয়ের 5 মাস আগেই স্বপ্নের সলিল সমাধি ! জাহাজডুবিতে নিখোঁজ বারাসতের যুবক - Youth Missing Cargo Ship Capsizes - YOUTH MISSING CARGO SHIP CAPSIZES

Cargo ship Capsizes in the Bay of Bengal: 24 অগস্ট বঙ্গোপসাগরে জাহাজডুবির ঘটনায় এখনও নিখোঁজ বারাসতের রাহুল রায় ৷ আগামী বছর ফেব্রুয়ারিতে তাঁর বিয়ে ৷ ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছে বারাসতের রায় পরিবার ৷

Cargo ship Capsizes in the Bay of Bengal
জাহাজডুবিতে নিখোঁজ বারাসতের যুবক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 8:24 AM IST

বারাসত, 30 অগস্ট: বিয়ের আর মাত্র 5 মাস বাকি। তার আগেই কি স্বপ্নের সলিল সমাধি ! উদ্বেগে দিন কাটছে বারাসতের হৃদয়পুরের শান্তিনগরের রায় পরিবারের ৷ কলকাতার খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজডুবি হয় ৷ 26 অগস্ট সন্ধ্যায় সেই খবর এসে পৌঁছয় ওই জাহাজে কেবিন ক্রু রাহুল রায়ের বাবা সুবোধ কুমার রায়ের কাছে ৷ তারপর থেকে আর কোনও খোঁজ পাননি ছেলের। উদ্বেগের প্রহর গুনছে রায় পরিবার ৷

বারাসত পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বাড়ি রাহুলের ৷ বাবা সুবোধ রায়, জীবন বীমা সংস্থায় কর্মরত ৷ মা রত্না রায় গৃহবধু ৷ রায় দম্পতির দুই ছেলের মধ্যে বড় রাহুল ৷ কয়েক বছর আগে রাহুল কলকাতার খিদিরপুরের বেসরকারি সংস্থা আইটিটি শিপিং কোম্পানিতে মার্চেন্ট নেভি চাকরিতে যোগ দেন ৷ গত জুন মাসে খিদিরপুর বন্দর থেকেই ওই সংস্থার এমভি আইটিটি পুমা নামের জাহাজে পাড়ি দেন ৷ পণ্যবাহী ওই জাহাজ আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেয় ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 24 অগষ্ট জাহাজের অবস্থান ছিল হলদিয়া বন্দর থেকে 90 নটিক্যাল মাইল দূরত্বের বঙ্গোপসাগরে । ওই দিনেই নিম্নচাপের জেরে প্রকৃতি দুর্যোগের মুখে পড়ে রাহুলদের জাহাজটি ৷ ক্যাপ্টেন ও ক্রু মেম্বার মিলিয়ে জাহাজে ছিলেন মোট 14 জন। প্রাকৃতিক দূর্যোগে সমুদ্র উত্তাল হয়ে ওঠে ৷ সমুদ্রের জলের চাপে জাহাজ ফুটো হয়ে জল ঢুকে যায় ৷ লাইফ জ্যাকেট পড়ে জাহাজ থেকে ছোট লাইফ বোটে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান জাহাজের 11 জন কর্মী। তাঁদের কয়েকজনকে লাইফ বোটে নামতে সাহায্যও করেছিলেন রাহুল। শেষে রাহুল-সহ বাকি তিন জন ওই লাইফ বোটে নামার চেষ্টা করেন ৷ কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউয়ে পড়ে যান তাঁরা ৷ গত 25 অগষ্ট জাহাজ ডুবির সংবাদ পান রাহুলের পরিবারের লোকজন। ওই বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করলে পরিবার জানতে পারেন উদ্ধার কাজ চলছে ৷ কিন্তু ঘটনার পর থেকে পাঁচ দিন কেটে গেলেও রাহুলের কোনও সন্ধান মেলেনি। উদ্বেগে দিন কাটছে পরিবারের।

পরিবার সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে ঠিক হয়েছিল রাহুলের । বড় ছেলের বিয়ের যাবতীয় আয়োজনও শেষ। কিন্তু তার আগে জাহাজ ডুবিতে ছেলের খোঁজ না-মেলায় উদ্বিঘ্ন পরিবারের লোকজন। রাহুলের বাবা সুবোধ রায় বলেন,"জাহাজ ছাড়ার আগে সার্ভে করা হয়েছিল।সার্ভের পর দেওয়া হয়েছিল ফিট সার্টিফিকেটও। কিন্তু তারপরেও জাহাজডুবির ঘটনা ঘটে গেল ৷ পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি, ওই জাহাজটি অনেক পুরোনো ৷ টাকা দিয়ে ফিট সার্ভে রিপোর্ট করা হয়েছিল ৷ সেকারণেই এই দুর্ঘটনা ঘটল। পাঁচদিন পরেও রাহুলের কোনও খোঁজ আমরা পাইনি ৷ ফলে আতঙ্কের প্রহর নিয়েই আমাদের দিন কাটছে ৷"

আর কয়েক মাস পরেই বিয়ের পিঁড়িতে বসার কথা রাহুলের ৷ আয়োজনও চলছিল জোরকদমে। কিন্তু তার আগেই জাহাজডুবির ঘটনায় সবকিছু যেন উলটপালট হয়ে গিয়েছে ৷ ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছে রায় পরিবার।

বারাসত, 30 অগস্ট: বিয়ের আর মাত্র 5 মাস বাকি। তার আগেই কি স্বপ্নের সলিল সমাধি ! উদ্বেগে দিন কাটছে বারাসতের হৃদয়পুরের শান্তিনগরের রায় পরিবারের ৷ কলকাতার খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজডুবি হয় ৷ 26 অগস্ট সন্ধ্যায় সেই খবর এসে পৌঁছয় ওই জাহাজে কেবিন ক্রু রাহুল রায়ের বাবা সুবোধ কুমার রায়ের কাছে ৷ তারপর থেকে আর কোনও খোঁজ পাননি ছেলের। উদ্বেগের প্রহর গুনছে রায় পরিবার ৷

বারাসত পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বাড়ি রাহুলের ৷ বাবা সুবোধ রায়, জীবন বীমা সংস্থায় কর্মরত ৷ মা রত্না রায় গৃহবধু ৷ রায় দম্পতির দুই ছেলের মধ্যে বড় রাহুল ৷ কয়েক বছর আগে রাহুল কলকাতার খিদিরপুরের বেসরকারি সংস্থা আইটিটি শিপিং কোম্পানিতে মার্চেন্ট নেভি চাকরিতে যোগ দেন ৷ গত জুন মাসে খিদিরপুর বন্দর থেকেই ওই সংস্থার এমভি আইটিটি পুমা নামের জাহাজে পাড়ি দেন ৷ পণ্যবাহী ওই জাহাজ আন্দামানের পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা দেয় ৷

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 24 অগষ্ট জাহাজের অবস্থান ছিল হলদিয়া বন্দর থেকে 90 নটিক্যাল মাইল দূরত্বের বঙ্গোপসাগরে । ওই দিনেই নিম্নচাপের জেরে প্রকৃতি দুর্যোগের মুখে পড়ে রাহুলদের জাহাজটি ৷ ক্যাপ্টেন ও ক্রু মেম্বার মিলিয়ে জাহাজে ছিলেন মোট 14 জন। প্রাকৃতিক দূর্যোগে সমুদ্র উত্তাল হয়ে ওঠে ৷ সমুদ্রের জলের চাপে জাহাজ ফুটো হয়ে জল ঢুকে যায় ৷ লাইফ জ্যাকেট পড়ে জাহাজ থেকে ছোট লাইফ বোটে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান জাহাজের 11 জন কর্মী। তাঁদের কয়েকজনকে লাইফ বোটে নামতে সাহায্যও করেছিলেন রাহুল। শেষে রাহুল-সহ বাকি তিন জন ওই লাইফ বোটে নামার চেষ্টা করেন ৷ কিন্তু উত্তাল সমুদ্রের ঢেউয়ে পড়ে যান তাঁরা ৷ গত 25 অগষ্ট জাহাজ ডুবির সংবাদ পান রাহুলের পরিবারের লোকজন। ওই বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করলে পরিবার জানতে পারেন উদ্ধার কাজ চলছে ৷ কিন্তু ঘটনার পর থেকে পাঁচ দিন কেটে গেলেও রাহুলের কোনও সন্ধান মেলেনি। উদ্বেগে দিন কাটছে পরিবারের।

পরিবার সূত্রে খবর, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে ঠিক হয়েছিল রাহুলের । বড় ছেলের বিয়ের যাবতীয় আয়োজনও শেষ। কিন্তু তার আগে জাহাজ ডুবিতে ছেলের খোঁজ না-মেলায় উদ্বিঘ্ন পরিবারের লোকজন। রাহুলের বাবা সুবোধ রায় বলেন,"জাহাজ ছাড়ার আগে সার্ভে করা হয়েছিল।সার্ভের পর দেওয়া হয়েছিল ফিট সার্টিফিকেটও। কিন্তু তারপরেও জাহাজডুবির ঘটনা ঘটে গেল ৷ পরে আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি, ওই জাহাজটি অনেক পুরোনো ৷ টাকা দিয়ে ফিট সার্ভে রিপোর্ট করা হয়েছিল ৷ সেকারণেই এই দুর্ঘটনা ঘটল। পাঁচদিন পরেও রাহুলের কোনও খোঁজ আমরা পাইনি ৷ ফলে আতঙ্কের প্রহর নিয়েই আমাদের দিন কাটছে ৷"

আর কয়েক মাস পরেই বিয়ের পিঁড়িতে বসার কথা রাহুলের ৷ আয়োজনও চলছিল জোরকদমে। কিন্তু তার আগেই জাহাজডুবির ঘটনায় সবকিছু যেন উলটপালট হয়ে গিয়েছে ৷ ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় প্রহর গুনছে রায় পরিবার।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.