ETV Bharat / state

কল্যাণী এইমসে’র মুকুটে নয়া পালক, চালু কার্ডিয়াক ক্যাথ ল্যাব ও হার্ট লাং যন্ত্র - AIIMS KALYANI

পরিষেবা আরও বাড়ল কল্যাণী এইমসে ৷ এবার হাসপাতালের টার্গেট 41টি বিভাগ চালু করা ।

AIIMS Kalyani
এইমস কল্যাণীর মাথায় নয়া পালক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 6:18 PM IST

Updated : Oct 29, 2024, 6:40 PM IST

কল্যাণী, 29 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল উদ্বোধনের পরেই এইমস কল্যাণীর মাথায় নয়া পালক ৷ আজ থেকে চালু হল কার্ডিয়াক ক্যাথ ল্যাব ও হার্ট লাং যন্ত্র ৷ একই সঙ্গে হাসপাতালে চালু হল প্রধানমন্ত্রী জন ঔষধি পরিষেবা ৷

এইমস কল্যাণী আগে চালু হলেও ছিল না কার্ডিয়াক বিভাগের ক্যাথ ল্যাবের পরিষেবা । যেটা চালু হওয়ায় 39টি বিভাগ হল কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৷ এখন হাসপাতালের টার্গেট 41টি বিভাগ চালু করা । এইমস কর্তৃপক্ষ আশাবাদী, বাকি দু’টি বিভাগও আগামীতে চালু হবে । এর আগে একাধিক বিভাগের চিকিৎসা পরিষেবা চালু হয়েছিল হাসপাতালে ।

প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য-সহ বাংলাদেশ থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য এই প্রতিষ্ঠানে ভিড় জমান । স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় হাসপাতালে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ছিল রাজ্যবাসী । ফলে নতুন করে গুরুত্বপূর্ণ আরও দু’টি বিভাগ চালু হওয়ায় আরও অনেকে উপকৃত হবেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অম্বিকা রায়, বঙ্কিম ঘোষ, অসীম সরকার, অসীম বিশ্বাস, স্বপন মজুমদার, সুব্রত ঠাকুর, পার্থ সারথী চট্টোপাধ্যায় ৷ ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও । এছাড়া ছিলেন এইমস কল্যাণীর চিকিৎসক, ফ্যাকাল্টি সহ ছাত্র-ছাত্রীরা ।

এদিন ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি নবম আয়ুর্বেদ দিবস এবং হিন্দু দেবতা ধন্বন্তরীর জন্মবার্ষিকী উপলক্ষে 12,850 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প চালু করেন ৷ মোদি বলেন, 70 বছর বা তার বেশি বয়সের মানুষকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনা হবে ।

আরও পড়ুন:

'দিল্লি-পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমা চাইছি', প্রধানমন্ত্রী মোদি

কল্যাণী, 29 অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল উদ্বোধনের পরেই এইমস কল্যাণীর মাথায় নয়া পালক ৷ আজ থেকে চালু হল কার্ডিয়াক ক্যাথ ল্যাব ও হার্ট লাং যন্ত্র ৷ একই সঙ্গে হাসপাতালে চালু হল প্রধানমন্ত্রী জন ঔষধি পরিষেবা ৷

এইমস কল্যাণী আগে চালু হলেও ছিল না কার্ডিয়াক বিভাগের ক্যাথ ল্যাবের পরিষেবা । যেটা চালু হওয়ায় 39টি বিভাগ হল কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৷ এখন হাসপাতালের টার্গেট 41টি বিভাগ চালু করা । এইমস কর্তৃপক্ষ আশাবাদী, বাকি দু’টি বিভাগও আগামীতে চালু হবে । এর আগে একাধিক বিভাগের চিকিৎসা পরিষেবা চালু হয়েছিল হাসপাতালে ।

প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য-সহ বাংলাদেশ থেকেও বহু মানুষ চিকিৎসার জন্য এই প্রতিষ্ঠানে ভিড় জমান । স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় হাসপাতালে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ছিল রাজ্যবাসী । ফলে নতুন করে গুরুত্বপূর্ণ আরও দু’টি বিভাগ চালু হওয়ায় আরও অনেকে উপকৃত হবেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অম্বিকা রায়, বঙ্কিম ঘোষ, অসীম সরকার, অসীম বিশ্বাস, স্বপন মজুমদার, সুব্রত ঠাকুর, পার্থ সারথী চট্টোপাধ্যায় ৷ ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও । এছাড়া ছিলেন এইমস কল্যাণীর চিকিৎসক, ফ্যাকাল্টি সহ ছাত্র-ছাত্রীরা ।

এদিন ভার্চুয়াল উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদি নবম আয়ুর্বেদ দিবস এবং হিন্দু দেবতা ধন্বন্তরীর জন্মবার্ষিকী উপলক্ষে 12,850 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প চালু করেন ৷ মোদি বলেন, 70 বছর বা তার বেশি বয়সের মানুষকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় আনা হবে ।

আরও পড়ুন:

'দিল্লি-পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমা চাইছি', প্রধানমন্ত্রী মোদি

Last Updated : Oct 29, 2024, 6:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.