ETV Bharat / state

কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঢুকতে বাধা টিএমসিপি’র - CU VC Gherao by TMC

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 5, 2024, 8:19 PM IST

Updated : Aug 5, 2024, 11:08 PM IST

CU VC Gherao by TMC: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ৷ উপাচার্য শান্তা দত্ত পদত্যাগের পরেও সরকারি সুবিধা ভোগ করছেন বলে অভিযোগ তুলেছে টিএমসিপি-র সদস্যরা ৷ আর তারই প্রতিবাদে আজ তিনি ক্যাম্পাসে ঢুকতেই গাড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায় টিএমসিপি ৷

CU VC Gherao by TMC
কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঢুকতে বাধা টিএমসিপি’র ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 5 অগস্ট: ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিল তৃণমূল ছাত্র পরিষদ ৷ আজ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে উপাচার্য শান্তা দত্তের গাড়ির সামনে বসে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন সদস্য ৷ টিএমসিপি’র অভিযোগ, উপাচার্য পদে ইস্তফা দিয়েও সমস্ত সরকারি সুবিধা ভোগ করছেন ৷ এমনকি অবৈধভাবে একাধিক বৈঠক করছেন ৷ যদিও শান্তা দত্ত জানিয়েছেন, তিনি উপাচার্য পদে ইস্তফা দেননি ৷ শেষমেষশ ঢুকতে না পেরে অবশেষে ফিরে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঢুকতে বাধা টিএমসিপি’র ৷ (ইটিভি ভারত)

এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে উপাচার্যের গাড়ি আটকে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে ৷ ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেও গাড়ি থেকে মানতে পারেননি তিনি ৷ গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠক ছিল ৷ সেই সিন্ডিকেট বৈঠকেও বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ ৷ বৈঠকের সময় টিএমসিপি-র সদস্যরা দ্বারভাঙা বিল্ডিংয়ের প্রবেশপথে তালা দিয়ে দেয় ৷

তাদের দাবি ছিল, উপাচার্য পদত্যাগ করেছেন ৷ তাহলে কীভাবে এখনও উপাচার্যের দায়িত্ব পালন করছেন শান্তা দত্ত ? পরবর্তীতে পুলিশ এসে সেদিন রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের পিছন গেট থেকে উপাচার্যকে বের করে নিয়ে যায় ৷ পরবর্তীকালে সোমবার আবারও ঘেরাও করা হল তাঁকে ৷ এবার উপাচার্যকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি ৷ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অভিরূপ চক্রবর্তী বলেন, "আমরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে দেব না ৷ তিনি সম্পূর্ণ অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের কাজ করছেন ৷"

এনিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত বলেন, "আমি উপাচার্যের বেতন নিই না ৷ শুধুমাত্র নিজের কাজটা করে যাচ্ছি ৷ যতদিন না কোনও স্থায়ী উপাচার্য হচ্ছেন, তার আগে পর্যন্ত আমাকে আমার দায়িত্ব পালন করতে বলা হয়েছে ৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশই রয়েছে ৷ তার অর্ডার আমার হাতে আছে ৷ আমি সবকিছু জেনে বিশ্ববিদ্যালয় আসছি ৷ এখানেই বসে থাকব, যতক্ষণ না ঢুকতে দেবে ৷"

প্রসঙ্গত, ছাত্রদের এই আন্দোলনে সহমত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি প্রশ্ন তুলেছেন, পদত্যাগ করার পরেও কীভাবে নীল বাতির গাড়ি ব্যবহার করছেন শান্তা দত্ত ? এই বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চেয়েছেন ৷

কলকাতা, 5 অগস্ট: ফের কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিল তৃণমূল ছাত্র পরিষদ ৷ আজ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে উপাচার্য শান্তা দত্তের গাড়ির সামনে বসে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের বেশ কয়েকজন সদস্য ৷ টিএমসিপি’র অভিযোগ, উপাচার্য পদে ইস্তফা দিয়েও সমস্ত সরকারি সুবিধা ভোগ করছেন ৷ এমনকি অবৈধভাবে একাধিক বৈঠক করছেন ৷ যদিও শান্তা দত্ত জানিয়েছেন, তিনি উপাচার্য পদে ইস্তফা দেননি ৷ শেষমেষশ ঢুকতে না পেরে অবশেষে ফিরে গেলেন কলকাতা বিশ্ববিদ্যালয় উপাচার্য।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে ঢুকতে বাধা টিএমসিপি’র ৷ (ইটিভি ভারত)

এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতরে উপাচার্যের গাড়ি আটকে দেওয়া হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে ৷ ফলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেও গাড়ি থেকে মানতে পারেননি তিনি ৷ গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠক ছিল ৷ সেই সিন্ডিকেট বৈঠকেও বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদ ৷ বৈঠকের সময় টিএমসিপি-র সদস্যরা দ্বারভাঙা বিল্ডিংয়ের প্রবেশপথে তালা দিয়ে দেয় ৷

তাদের দাবি ছিল, উপাচার্য পদত্যাগ করেছেন ৷ তাহলে কীভাবে এখনও উপাচার্যের দায়িত্ব পালন করছেন শান্তা দত্ত ? পরবর্তীতে পুলিশ এসে সেদিন রাত বারোটায় বিশ্ববিদ্যালয়ের পিছন গেট থেকে উপাচার্যকে বের করে নিয়ে যায় ৷ পরবর্তীকালে সোমবার আবারও ঘেরাও করা হল তাঁকে ৷ এবার উপাচার্যকে গাড়ি থেকে নামতে দেওয়া হয়নি ৷ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অভিরূপ চক্রবর্তী বলেন, "আমরা উপাচার্যকে বিশ্ববিদ্যালয় প্রবেশ করতে দেব না ৷ তিনি সম্পূর্ণ অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের কাজ করছেন ৷"

এনিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত বলেন, "আমি উপাচার্যের বেতন নিই না ৷ শুধুমাত্র নিজের কাজটা করে যাচ্ছি ৷ যতদিন না কোনও স্থায়ী উপাচার্য হচ্ছেন, তার আগে পর্যন্ত আমাকে আমার দায়িত্ব পালন করতে বলা হয়েছে ৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশই রয়েছে ৷ তার অর্ডার আমার হাতে আছে ৷ আমি সবকিছু জেনে বিশ্ববিদ্যালয় আসছি ৷ এখানেই বসে থাকব, যতক্ষণ না ঢুকতে দেবে ৷"

প্রসঙ্গত, ছাত্রদের এই আন্দোলনে সহমত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি প্রশ্ন তুলেছেন, পদত্যাগ করার পরেও কীভাবে নীল বাতির গাড়ি ব্যবহার করছেন শান্তা দত্ত ? এই বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপও চেয়েছেন ৷

Last Updated : Aug 5, 2024, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.