ETV Bharat / state

বিশ্ববিদ্যালয় থেকে 'উধাও' 120 জন পরীক্ষার্থীর বাংলা খাতা!

স্নাতকোত্তর পরীক্ষার উত্তরপত্র হারিয়ে যাওয়ার অভিযোগ ৷ 120 জন পড়ুয়ার বাংলার উত্তরপত্র উধাও হয়ে গিয়েছে বলে খবর বিশ্ববিদ্যালয় সূত্রে ৷

CALCUTTA UNIVERSITY
কলকাতা বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2024, 4:03 PM IST

কলকাতা, 1 নভেম্বর: অবাক ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, 120 জন ছাত্রছাত্রীর বাংলার উত্তরপত্র খোয়া গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই নিয়ে তৎপরতা শুরু করেছে । স্বভাবতই চিন্তায় পড়েছেন অসংখ্য ছাত্রছাত্রী। কী হবে, কোন পদ্ধতিতে মূল্যায়ন এগোবে, সেই নিয়েই চিন্তায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের 19টি কলেজে বাংলা স্নাতকোত্তর বিভাগে পড়ানো হয়। এবছর এপ্রিল মাসেই তাঁদের সেমিস্টারের হয়ে গিয়েছে। তাদের মধ্যে তিনটি কলেজ থেকে হারিয়ে গিয়েছে 120 পড়ুয়ার খাতা। এই তিনটি কলেজের প্রিন্সিপালকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে দাবি, যে 120 জনের বাংলা খাতা হারিয়ে গিয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশই দক্ষিণ 24 পরগনার কলেজের ছাত্রছাত্রী ৷ কীভাবে খাতা হারিয়ে গেল তা খতিয়ে দেখতে বলেছেন অন্তর্বর্তী উপাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সেখানে দু'টি বিষয় উঠে এসেছে। যদি উত্তরপত্র না-পাওয়া যায় তাহলে দু'টো পথ পড়ুয়াদের জন্য খোলা রাখার পরিকল্পনা নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তার মধ্যে একটি হল নতুন করে পড়ুয়ারা পরীক্ষায় বসবেন। অন্যদিকে, আরেকটি হল তাঁদেরর মোট বিষয়গুলির মধ্যে সবথেকে বেশি যে সাবজেক্টে নম্বর পেয়েছে সেটাই বাংলার নম্বর হিসেবে সমানভাবে ধার্য করা হবে। যদিও এই পরিকল্পনায় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছয়নি কর্তৃপক্ষ। অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তর সঙ্গে কথা বলার চেষ্টা করে ইটিভি ভারত। কিন্তু তিনি ফোন ধরেননি।

কলকাতা, 1 নভেম্বর: অবাক ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, 120 জন ছাত্রছাত্রীর বাংলার উত্তরপত্র খোয়া গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এই নিয়ে তৎপরতা শুরু করেছে । স্বভাবতই চিন্তায় পড়েছেন অসংখ্য ছাত্রছাত্রী। কী হবে, কোন পদ্ধতিতে মূল্যায়ন এগোবে, সেই নিয়েই চিন্তায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের 19টি কলেজে বাংলা স্নাতকোত্তর বিভাগে পড়ানো হয়। এবছর এপ্রিল মাসেই তাঁদের সেমিস্টারের হয়ে গিয়েছে। তাদের মধ্যে তিনটি কলেজ থেকে হারিয়ে গিয়েছে 120 পড়ুয়ার খাতা। এই তিনটি কলেজের প্রিন্সিপালকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে দাবি, যে 120 জনের বাংলা খাতা হারিয়ে গিয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশই দক্ষিণ 24 পরগনার কলেজের ছাত্রছাত্রী ৷ কীভাবে খাতা হারিয়ে গেল তা খতিয়ে দেখতে বলেছেন অন্তর্বর্তী উপাচার্য। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। সেখানে দু'টি বিষয় উঠে এসেছে। যদি উত্তরপত্র না-পাওয়া যায় তাহলে দু'টো পথ পড়ুয়াদের জন্য খোলা রাখার পরিকল্পনা নিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তার মধ্যে একটি হল নতুন করে পড়ুয়ারা পরীক্ষায় বসবেন। অন্যদিকে, আরেকটি হল তাঁদেরর মোট বিষয়গুলির মধ্যে সবথেকে বেশি যে সাবজেক্টে নম্বর পেয়েছে সেটাই বাংলার নম্বর হিসেবে সমানভাবে ধার্য করা হবে। যদিও এই পরিকল্পনায় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছয়নি কর্তৃপক্ষ। অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্তর সঙ্গে কথা বলার চেষ্টা করে ইটিভি ভারত। কিন্তু তিনি ফোন ধরেননি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.