ETV Bharat / state

দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননা, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এডিজি সিআইডিকে তলব হাইকোর্টের - Daribhit firing and death case

Calcutta High Court summons CS, HS and ADG-CID: দাড়িভিটে গুলিকাণ্ডে আদালতের নির্দেশ না মানায় রাজ্য সরকারের উপর বেজায় চটলেন বিচারপতি ৷ এই ঘটনায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডিকে তলব করেছে কলকাতা হাইকোর্ট ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 3:02 PM IST

কলকাতা, 15 মার্চ: দাড়িভিটকাণ্ডে আদালত অবমাননায় রাজ্যের বিরুদ্ধে রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট । আদালতে সশরীরে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডিকে । পাঁচ এপ্রিল তাঁদের হাজিরা দিতে হবে আদালতে ।

উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ 10 মাস পরেও কার্যকর হয়নি । এতদিনেও সেই নথি সিআইডি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে না দেওয়ায় হাইকোর্টের প্রবল ক্ষোভের মুখে পড়ল রাজ্যের স্বরাষ্ট্র দফতর । একইসঙ্গে, ওই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও পালন করেনি রাজ্য । সেই কারণে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করল হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী শুনানিতে ওই অফিসারদের হাজির হয়ে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না । পাঁচ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ।

গত বছরে মে মাসে দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত । দাড়িভিট কাণ্ডে ক্ষতিপূরণ পায়নি মৃতের পরিবার ৷ পাশাপাশি এনআইএ-কে হস্তান্তর করা হয়নি মামলার তদন্ত সংক্রান্ত নথি । এতেই রাজ্য সরকারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা । রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-কে সরাসরি হাজিরা দিয়ে আদালতকে জানাতে হবে যে, আদালতের নির্দেশ তারা কেন মানেনি ।

উল্লেখ্য, 2018 সালের 20 সেপ্টেম্বর বাংলা বিষয়ের শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে । উর্দু নয়, বাংলা বিষয়ক শিক্ষক চাই, এই দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলে । তারই মাঝে দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ হয় । সেই মামলায় 2023 সালের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । পাশাপাশি ক্ষতিপূরণের অংক ঠিক করে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ প্রায় এগারো মাস হয়ে গেলেও মানা হয়নি আদালতের সেই নির্দেশ ।

আরও পড়ুন:

  1. দাড়িভিটে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে পুলিশকে সতর্ক থাকার হুঁশিয়ারি দেবশ্রী চৌধুরীর
  2. 'এবার প্রকৃত দোষীরা শাস্তি পাবে', দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তে বললেন আন্দোলনকারী
  3. দাড়িভিটে নিহত ছাত্রর পোস্টার ছেড়ার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধে

কলকাতা, 15 মার্চ: দাড়িভিটকাণ্ডে আদালত অবমাননায় রাজ্যের বিরুদ্ধে রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট । আদালতে সশরীরে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডিকে । পাঁচ এপ্রিল তাঁদের হাজিরা দিতে হবে আদালতে ।

উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ 10 মাস পরেও কার্যকর হয়নি । এতদিনেও সেই নথি সিআইডি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে না দেওয়ায় হাইকোর্টের প্রবল ক্ষোভের মুখে পড়ল রাজ্যের স্বরাষ্ট্র দফতর । একইসঙ্গে, ওই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও পালন করেনি রাজ্য । সেই কারণে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করল হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী শুনানিতে ওই অফিসারদের হাজির হয়ে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না । পাঁচ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ।

গত বছরে মে মাসে দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত । দাড়িভিট কাণ্ডে ক্ষতিপূরণ পায়নি মৃতের পরিবার ৷ পাশাপাশি এনআইএ-কে হস্তান্তর করা হয়নি মামলার তদন্ত সংক্রান্ত নথি । এতেই রাজ্য সরকারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা । রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-কে সরাসরি হাজিরা দিয়ে আদালতকে জানাতে হবে যে, আদালতের নির্দেশ তারা কেন মানেনি ।

উল্লেখ্য, 2018 সালের 20 সেপ্টেম্বর বাংলা বিষয়ের শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে । উর্দু নয়, বাংলা বিষয়ক শিক্ষক চাই, এই দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলে । তারই মাঝে দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ হয় । সেই মামলায় 2023 সালের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । পাশাপাশি ক্ষতিপূরণের অংক ঠিক করে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ প্রায় এগারো মাস হয়ে গেলেও মানা হয়নি আদালতের সেই নির্দেশ ।

আরও পড়ুন:

  1. দাড়িভিটে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে পুলিশকে সতর্ক থাকার হুঁশিয়ারি দেবশ্রী চৌধুরীর
  2. 'এবার প্রকৃত দোষীরা শাস্তি পাবে', দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্তে বললেন আন্দোলনকারী
  3. দাড়িভিটে নিহত ছাত্রর পোস্টার ছেড়ার অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.