কলকাতা, 15 মার্চ: দাড়িভিটকাণ্ডে আদালত অবমাননায় রাজ্যের বিরুদ্ধে রুল ইস্যু করল কলকাতা হাইকোর্ট । আদালতে সশরীরে হাজিরা দিতে হবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডিকে । পাঁচ এপ্রিল তাঁদের হাজিরা দিতে হবে আদালতে ।
উত্তর দিনাজপুরের দাড়িভিটে পুলিশের গুলিতে দুই যুবকের মৃত্যুর অভিযোগে এনআইএ তদন্তের নির্দেশ 10 মাস পরেও কার্যকর হয়নি । এতদিনেও সেই নথি সিআইডি জাতীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে না দেওয়ায় হাইকোর্টের প্রবল ক্ষোভের মুখে পড়ল রাজ্যের স্বরাষ্ট্র দফতর । একইসঙ্গে, ওই ঘটনায় নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও পালন করেনি রাজ্য । সেই কারণে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-র বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করল হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, আগামী শুনানিতে ওই অফিসারদের হাজির হয়ে জানাতে হবে, কেন তাঁদের বিরুদ্ধে হাইকোর্ট পদক্ষেপ করবে না । পাঁচ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ।
গত বছরে মে মাসে দাড়িভিটের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত । দাড়িভিট কাণ্ডে ক্ষতিপূরণ পায়নি মৃতের পরিবার ৷ পাশাপাশি এনআইএ-কে হস্তান্তর করা হয়নি মামলার তদন্ত সংক্রান্ত নথি । এতেই রাজ্য সরকারের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা । রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি সিআইডি-কে সরাসরি হাজিরা দিয়ে আদালতকে জানাতে হবে যে, আদালতের নির্দেশ তারা কেন মানেনি ।
উল্লেখ্য, 2018 সালের 20 সেপ্টেম্বর বাংলা বিষয়ের শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে । উর্দু নয়, বাংলা বিষয়ক শিক্ষক চাই, এই দাবিতে বিক্ষোভ ও আন্দোলন চলে । তারই মাঝে দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ হয় । সেই মামলায় 2023 সালের মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । পাশাপাশি ক্ষতিপূরণের অংক ঠিক করে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ প্রায় এগারো মাস হয়ে গেলেও মানা হয়নি আদালতের সেই নির্দেশ ।
আরও পড়ুন: