ETV Bharat / state

অভিষেক-কন্যাকে কুমন্তব্য: ধৃতদের হেফাজতে মারধরের মামলায় সিবিআই দিল হাইকোর্ট

অভিষেকের মেয়েকে কুরুচিপূর্ণ মন্তব্য সংক্রান্ত মামলায় ধৃত দু’জনে হেফাজতে মারধরের অভিযোগ ৷ সেই অভিযোগের তদন্তভার সিবিআই-কে দিল কলকাতা হাইকোর্ট ৷

Calcutta High Court Orders CBI Probe in Custodial Torture
অভিষেক-কন্যাকে কুমন্তব্য: ধৃতদের হেফাজতে মারধরের মামলায় সিবিআই দিল হাইকোর্ট (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 1:25 PM IST

কলকাতা, 8 অক্টোবর: রাজ্যে আরও একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার আদালত এই নির্দেশ দিয়েছে ৷

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ৷ সেই মন্তব্যের সমর্থন করায় দুই তরুণীকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ, পুলিশি হেফাজতে মারধর করা হয় ওই দু’জনকে ৷

সেই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ সেই মামলাতেই মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি জানিয়েছেন, যেভাবে নিজেদের হেফাজতে তরুণীদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাতে তাদের উপর আর ভরসা রাখা যায় না । তাই তদন্তের দায়িত্ব দেওয়া হল সিবিআইকে । আগামী 15 নভেম্বর সিবিআই-কে তদন্তে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে ।

এ দিন রায়দান হলেও মামলার শুনানি হয় গতকাল, সোমবার৷ শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি ভরদ্বাজ ৷ তার পর মঙ্গলবার তিনি এই মামলার রায় দিলেন ৷ উল্লেখ্য, যে দু’জনকে হেফাজতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাঁরা বিজেপির কর্মী বলে পরিচিত ৷

গত 1 অক্টোবর মামলার শুনানিতে জানিয়েছিলেন যে পুলিশ হেফাজত থেকে বিচারবিভাগীয় হেফাজতে যাওয়ার সময়ই নির্যাতনের বিষয়টি সামনে আসে ৷ জেল হেফাজতে মেডিক্যাল চেকআপের সময় তাঁরা বিষয়টি উল্লেখ করেন ৷ সেদিন জেল কর্তৃপক্ষের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি ভরদ্বাজ ৷ পরে সেই রিপোর্ট জমা পড়ে ৷ তার পরই এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন তিনি ৷

তবে এই মামলায় রাজ্য সরকারও প্রশ্নের মুখে পড়েছিল ৷ চলতি মাসের এক তারিখের শুনানিতে বিচারপতি বলেছিলেন, ‘‘মামলা একটা, অথচ বিভিন্ন জেলার একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে ! এটা কি করা যায় ?’’ কারণ, সেদিন মামলাকারীদের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের করা হয়েছে ।

কলকাতা, 8 অক্টোবর: রাজ্যে আরও একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ মঙ্গলবার আদালত এই নির্দেশ দিয়েছে ৷

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে ৷ সেই মন্তব্যের সমর্থন করায় দুই তরুণীকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ, পুলিশি হেফাজতে মারধর করা হয় ওই দু’জনকে ৷

সেই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ সেই মামলাতেই মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ৷ এই নির্দেশ দিতে গিয়ে বিচারপতি জানিয়েছেন, যেভাবে নিজেদের হেফাজতে তরুণীদের মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাতে তাদের উপর আর ভরসা রাখা যায় না । তাই তদন্তের দায়িত্ব দেওয়া হল সিবিআইকে । আগামী 15 নভেম্বর সিবিআই-কে তদন্তে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে ।

এ দিন রায়দান হলেও মামলার শুনানি হয় গতকাল, সোমবার৷ শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি ভরদ্বাজ ৷ তার পর মঙ্গলবার তিনি এই মামলার রায় দিলেন ৷ উল্লেখ্য, যে দু’জনকে হেফাজতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে, তাঁরা বিজেপির কর্মী বলে পরিচিত ৷

গত 1 অক্টোবর মামলার শুনানিতে জানিয়েছিলেন যে পুলিশ হেফাজত থেকে বিচারবিভাগীয় হেফাজতে যাওয়ার সময়ই নির্যাতনের বিষয়টি সামনে আসে ৷ জেল হেফাজতে মেডিক্যাল চেকআপের সময় তাঁরা বিষয়টি উল্লেখ করেন ৷ সেদিন জেল কর্তৃপক্ষের কাছ থেকে এই নিয়ে রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি ভরদ্বাজ ৷ পরে সেই রিপোর্ট জমা পড়ে ৷ তার পরই এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেন তিনি ৷

তবে এই মামলায় রাজ্য সরকারও প্রশ্নের মুখে পড়েছিল ৷ চলতি মাসের এক তারিখের শুনানিতে বিচারপতি বলেছিলেন, ‘‘মামলা একটা, অথচ বিভিন্ন জেলার একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে ! এটা কি করা যায় ?’’ কারণ, সেদিন মামলাকারীদের আইনজীবী আদালতে দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.