কুলতলী, 7 অক্টোবর: কুলতলীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে ৷ রাজ্যের পুলিশ প্রশাসনের নিষ্ক্রীয়তার অভিযোগে সরব হয়েছেন এলাকার সাধারণ মানুষ ৷ আরজি কর ঘটনার রেশ কাটার আগেই ফের আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে রাজ্যে ৷ এই পরিস্থিতিতে নির্যাতিতা নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা ৷
রবিবার দুপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান কলকাতার হাইকোর্ট এবং বারুইপুর আদালতের আইনজীবীরা ৷ পরিবারের সদস্যদের সব রকম আইনি সাহায্যের আশ্বাস দেন তাঁরা ৷ সেই সঙ্গে, আরও বেশ কিছু বিষয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কয়েক ঘণ্টা কথা বলেন তাঁরা ৷ এই নারকীয় ঘটনার প্রধান অভিযুক্তের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সেই প্রসঙ্গেও আলোচনা করেন আইনজীবীরা ৷
উল্লেখ্য, শনিবার বারুইপুর আদালতে জয়নগরের প্রধান অভিযুক্তকে পেশ করা হলে, আদালতের কোনও আইনজীবী তার পক্ষে সওয়াল করেননি ৷ এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর রাজ্যের আইনজীবী অ্যাসোসিয়েশনের সম্পাদক মন্ডলীর সদস্য গৌতম চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, "এই ঘটনা খুবই নিন্দনীয় ৷ ঘটনা প্রসঙ্গে কোনও কথা বলার ভাষা নেই আমাদের । দশ বছরের ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্তর যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় আইনিভাবে আমরা সব রকম ব্যবস্থা করব ।"
তিনি আরও বলেন, "পরিবারের সঙ্গে আমরা দেখা করে কথা বলেছি ৷ আইনি সমস্ত রকম সাহায্য আমরা করব । পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে এই ঘটনায় । পরিবারের অভিযোগ পাওয়ার পর তারা তড়িঘড়ি ব্যবস্থা নিলে এই দিনটি দেখতে হতো না পরিবারের সদস্যদের । রাজ্যে আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে । রাজ্যের নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ প্রশাসন । জয়নগর কাণ্ডে নির্যাতিতার পরিবার যাতে সুবিচার পায় আমরা আইনজীবীদের পক্ষ থেকে সব রকম সাহায্য করবো ৷"