ETV Bharat / state

অভিষেকের লিপস অ্যাণ্ড বাউন্ডসের টাকার উৎস জানতে চায় হাইকোর্ট

Calcutta High Court: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের টাকার উৎস সম্পর্কে জানতে চাইলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ বুধবার একটি মামলার শুনানিতে তিনি এই প্রশ্ন করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে ৷ তাছাড়া কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেলের রিপোর্ট না আসায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ৷

Calcutta High Court
Calcutta High Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 7:30 PM IST

কলকাতা, 13 মার্চ: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের টাকার উৎস কী, জানতে চায় কলকাতা হাইকোর্ট ৷ বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ তিনি ইডির কাছে জানতে চান, "আপনারা কি টাকার সোর্স পেয়েছেন ?"

উত্তরে ইডি জানায়, "প্রতিটি বিষয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে । অনেক অ্যাটাচমেন্ট করা হয়েছে । ইডি অনেক গুরুত্বপূর্ণ নাম পেয়েছে ।" বিচারপতি প্রশ্ন করেন, ‘‘দ্রুত কি তদন্ত শেষ হবে ?’’ ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "শুরু হয়েছে স্কুল সার্ভিস থেকে, তারপর পৌরসভা, রেশনে দুর্নীতি হয়েছে । প্যান্ডোরার বাক্স । সময় লাগবে ।"

উল্লেখ্য, এর আগের শুনানিতেই ইডির তরফে জানানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে । সেগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে । এই সংক্রান্ত নথি তারা তাদের দিল্লির কেন্দ্রীয় দফতরে পাঠিয়েছে । শীঘ্রই রিপোর্ট দেওয়া হবে আদালতে । ইডিকে এর আগের শুনানিতে এই নিয়ে রিপোর্ট দিতে বলেছিল আদালত ৷ কিন্তু এ দিন ইডি আদালতে রিপোর্ট জমা দিতে পারেনি ৷ এই নিয়ে অতিরিক্ত সময় কেন, লাগছে সেটাও জানায় ইডি ৷

অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নিয়ে প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । এ দিন বিচারপতি সিনহা বলেন, "শেষবার আপনাদের অ্যাটাচমেন্ট কিছু ছিল না ! কোর্ট বলার পর করেছিলেন ? ভয়েস স্যাম্পলের রিপোর্ট কী হল ? এখনও আসেনি ? কতদিন সময় লাগবে আসতে ? দু’মাস পার হয়ে গেল । সিএফএসএল-এর সঙ্গে যোগাযোগ করুন । এগুলি খুব দরকার, যদি কিছু করতে চান । না হলে স্যাম্পল নিয়ে কী লাভ ?’’ ইডি অবশ্য পরের শুনানিতে এই বিষয়ে জানাবে বলে এ দিন আদালতে জানিয়েছে ।

বিচারপতি মামলাকারীদের কাছে জানতে চান, ডিভিশন বেঞ্চে কিছু বিচারাধীন আছে কি না । আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, হ্যাঁ রয়েছে । 2016 সালের প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন । সেটা বিচারাধীন আছে। এর পর বিচারপতি জানান, এতে তদন্তের কোনও সমস্যা হবে না ইডির ৷

উল্লেখ্য, কালীঘাটে কন্ঠস্বরের নমুনা প্রদান করা নিয়ে অনেক টালবাহানা হয় ৷ তার পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি । কিন্তু সেই রিপোর্ট এখনও আসেনি । এ নিয়েই এ দিন মৃদু ক্ষোভ ব্যক্ত করেন বিচারপতি ।

আরও পড়ুন:

  1. 'আত্মবিশ্বাসের অভাব', সিবিআই আধিকারিককে লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সব মামলা থেকে সরাল হাইকোর্ট
  2. অভিষেকের সম্পত্তি নিয়ে ইডি'র দেওয়া তথ্যে ক্ষুব্ধ হাইকোর্ট, লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চাইল আদালত
  3. লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ডাউনলোড হওয়া 16টি ফাইল দেখতে চাইল হাইকোর্ট

কলকাতা, 13 মার্চ: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের টাকার উৎস কী, জানতে চায় কলকাতা হাইকোর্ট ৷ বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই প্রশ্ন করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ৷ তিনি ইডির কাছে জানতে চান, "আপনারা কি টাকার সোর্স পেয়েছেন ?"

উত্তরে ইডি জানায়, "প্রতিটি বিষয় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছে । অনেক অ্যাটাচমেন্ট করা হয়েছে । ইডি অনেক গুরুত্বপূর্ণ নাম পেয়েছে ।" বিচারপতি প্রশ্ন করেন, ‘‘দ্রুত কি তদন্ত শেষ হবে ?’’ ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "শুরু হয়েছে স্কুল সার্ভিস থেকে, তারপর পৌরসভা, রেশনে দুর্নীতি হয়েছে । প্যান্ডোরার বাক্স । সময় লাগবে ।"

উল্লেখ্য, এর আগের শুনানিতেই ইডির তরফে জানানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির আরও সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে । সেগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে । এই সংক্রান্ত নথি তারা তাদের দিল্লির কেন্দ্রীয় দফতরে পাঠিয়েছে । শীঘ্রই রিপোর্ট দেওয়া হবে আদালতে । ইডিকে এর আগের শুনানিতে এই নিয়ে রিপোর্ট দিতে বলেছিল আদালত ৷ কিন্তু এ দিন ইডি আদালতে রিপোর্ট জমা দিতে পারেনি ৷ এই নিয়ে অতিরিক্ত সময় কেন, লাগছে সেটাও জানায় ইডি ৷

অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল নিয়ে প্রশ্ন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । এ দিন বিচারপতি সিনহা বলেন, "শেষবার আপনাদের অ্যাটাচমেন্ট কিছু ছিল না ! কোর্ট বলার পর করেছিলেন ? ভয়েস স্যাম্পলের রিপোর্ট কী হল ? এখনও আসেনি ? কতদিন সময় লাগবে আসতে ? দু’মাস পার হয়ে গেল । সিএফএসএল-এর সঙ্গে যোগাযোগ করুন । এগুলি খুব দরকার, যদি কিছু করতে চান । না হলে স্যাম্পল নিয়ে কী লাভ ?’’ ইডি অবশ্য পরের শুনানিতে এই বিষয়ে জানাবে বলে এ দিন আদালতে জানিয়েছে ।

বিচারপতি মামলাকারীদের কাছে জানতে চান, ডিভিশন বেঞ্চে কিছু বিচারাধীন আছে কি না । আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত জানান, হ্যাঁ রয়েছে । 2016 সালের প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন । সেটা বিচারাধীন আছে। এর পর বিচারপতি জানান, এতে তদন্তের কোনও সমস্যা হবে না ইডির ৷

উল্লেখ্য, কালীঘাটে কন্ঠস্বরের নমুনা প্রদান করা নিয়ে অনেক টালবাহানা হয় ৷ তার পর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে ইডি । কিন্তু সেই রিপোর্ট এখনও আসেনি । এ নিয়েই এ দিন মৃদু ক্ষোভ ব্যক্ত করেন বিচারপতি ।

আরও পড়ুন:

  1. 'আত্মবিশ্বাসের অভাব', সিবিআই আধিকারিককে লিপস অ্যান্ড বাউন্ডস-সহ রাজ্যের সব মামলা থেকে সরাল হাইকোর্ট
  2. অভিষেকের সম্পত্তি নিয়ে ইডি'র দেওয়া তথ্যে ক্ষুব্ধ হাইকোর্ট, লতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চাইল আদালত
  3. লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ডাউনলোড হওয়া 16টি ফাইল দেখতে চাইল হাইকোর্ট
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.