কলকাতা, 23 ফেব্রুয়ারি: তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট ৷ আজ এই আবেদন মঞ্জর করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ।
ভাঙড়ের তৃণমূল নেতা রাজু নস্করের খুনের ঘটনায় অভিযোগ রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে । 16/6/23 তারিখে খুন হন রাজু । এফআইআরে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে এক নম্বরে । সেই মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন নওশাদ । এ দিন সেই মামলার শুনানিতে আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ।
আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য যে নোটিশ দেওয়া হয়েছিল, তার উত্তর দিয়েছেন তিনি । সেই জন্য আদালতের ডিভিশন বেঞ্চের বক্তব্য, তাঁর বিরুদ্ধে আপাতত কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না । তিনি নির্বাচনের প্রচারের কাজে অংশ নিতে পারবেন ।
উল্লেখ্য, ভাঙড় 2 ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর অভিযোগ করেছিলেন যে, গত বছর স্থানীয় বাসিন্দাদের নিয়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তিনি এবং তাঁর শ্বশুর রাজু নস্কর ৷ সেই সময় নওশাদের নেতৃত্বে আইএসএফ কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি ৷ ঋত্বিক জানান, তিনি পালাতে পারলেও তাঁর শ্বশুরকে সে দিন পিটিয়ে মেরে ফেলা হয় ৷ আর এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন নওশাদ সিদ্দিকী ৷ এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়েছিল ৷
আরও পড়ুন: