ETV Bharat / state

রামনবমীর মিছিলে অনুমতি, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে বলল হাইকোর্ট - Ram Navami - RAM NAVAMI

Ram Navami: বিশ্বহিন্দু পরিষদের রামনবমীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ এর জন্য পুলিশ প্রশাসনকে যথাযথ সুরক্ষা ব্যবস্থার আয়োজন করতে বলা হয়েছে ৷ প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 2:33 PM IST

Updated : Apr 15, 2024, 4:24 PM IST

কলকাতা 15 এপ্রিল: প্রতিটি মানুষের নিজের মত বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনুষ্ঠান করার ও তাতে যোগ দেওয়ার অধিকার রয়েছে ৷ তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না ৷ প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে মিছিল করতে দিতে হবে ৷ হাওড়ায় বিশ্বহিন্দু পরিষদের রামনবমীর অনুমতি সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ আগামী 17 এপ্রিল রামনবমীর অনুমতি যেমন আদালত দিয়েছে ৷ তেমনি পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে না পারলে, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

তবে, হাওড়া পুলিশ প্রশাসনের রামনবমীর উদযাপনের অনুমতি না-দেওয়ার বিষয়টিতে কিছুটা হলেও ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট ৷ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, কারও ধর্মীয় আচার-আচরণে বাধা দেওয়ার অধিকার প্রশাসন বা সরকারের নেই ৷ রামনবমীর শোভাযাত্রায় বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর নির্দেশ বলেন, "মাত্র 200 লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে, তাহলে কিছু বলার নেই ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিচ্ছি ৷"

তবে রাজ্যের বক্তব্য, "রাজ্য সরকার শুধু হাওড়ায় 17টি শোভাযাত্রার অনুমতি দিয়েছে ৷ এবছর আমাদের এত ফোর্স নেই ৷ তাই এই র‍্যালি বন্ধ করার আবেদন করা হচ্ছে ৷" আর তা না হলে, শোভাযাত্রার পথ ও তাতে অংশ নেওয়া লোকজনের সংখ্যা আরোও কমানোর কথা বলা হয় রাজ্যের তরফে ৷ কারণ, রাজ্যের দাবি অনুযায়ী গতবছর এই শোভাযাত্রায় 10-12 হাজার লোক ছিল ৷ সেখানে মারাত্মক গোলমাল হওয়ায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় ৷ এমনকি সেই ঘটনায় এনআইএ তদন্ত চলছে ৷

কিন্তু, রাজ্যের দাবি মানতে নারাজ আদালত ৷ বিচারপতি জানান, গতবারের মতো 10-12 হাজার লোক নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে না ৷ আয়োজকরা এবার 200 লোক নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে ৷ তাই এখানে আর রুট বদল বা লোক কমানোর মতো শর্ত দিতে নারাজ আদালত ৷ বিচারপতি সেনগুপ্ত তাঁর নির্দেশে বলেন, "দু’শো লোক নিয়েই শোভাযাত্রা যাতে নিশ্চিত করা যায়, তা আগাম ঘোষণা করতে বলা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদকে ৷ প্রয়োজনে লিফলেট বিলি করে, তা মানুষকে জানাতে হবে ৷"

উল্লেখ্য, এর আগে একই শোভাযাত্রায় অঞ্জনি পুত্র সেনা নামের একটি সংগঠন যুক্ত থাকতো ৷ মামলাকারীদের আইনজীবীর দাবি, এবার ওই সংগঠনের শোভাযাত্রা পরের রবিবার করা হবে ৷ এর আগে গত শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত শ্রীরামপুরের জি টি রোডে রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিয়েছিলেন ৷ তবে, সেখানেও লোকসংখ্যা কমিয়ে শোভাযাত্রা করার অনুমতি দিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. '19 তারিখে ভোট, 17 তারিখ ওরা অশান্তি ছড়াবে', পুরুলিয়া থেকে বিস্ফোরক মমতা
  2. শান্তিপূর্ণভাবে পালিত হোক রাম নবমী, আর্জি নিয়ে কমিশনে নাগরিক সমাজ
  3. রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, সেজে উঠেছে অযোধ্যা

কলকাতা 15 এপ্রিল: প্রতিটি মানুষের নিজের মত বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অনুষ্ঠান করার ও তাতে যোগ দেওয়ার অধিকার রয়েছে ৷ তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না ৷ প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে মিছিল করতে দিতে হবে ৷ হাওড়ায় বিশ্বহিন্দু পরিষদের রামনবমীর অনুমতি সংক্রান্ত মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত ৷ আগামী 17 এপ্রিল রামনবমীর অনুমতি যেমন আদালত দিয়েছে ৷ তেমনি পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে না পারলে, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

তবে, হাওড়া পুলিশ প্রশাসনের রামনবমীর উদযাপনের অনুমতি না-দেওয়ার বিষয়টিতে কিছুটা হলেও ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট ৷ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, কারও ধর্মীয় আচার-আচরণে বাধা দেওয়ার অধিকার প্রশাসন বা সরকারের নেই ৷ রামনবমীর শোভাযাত্রায় বিচারপতি জয় সেনগুপ্ত তাঁর নির্দেশ বলেন, "মাত্র 200 লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে, তাহলে কিছু বলার নেই ৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিচ্ছি ৷"

তবে রাজ্যের বক্তব্য, "রাজ্য সরকার শুধু হাওড়ায় 17টি শোভাযাত্রার অনুমতি দিয়েছে ৷ এবছর আমাদের এত ফোর্স নেই ৷ তাই এই র‍্যালি বন্ধ করার আবেদন করা হচ্ছে ৷" আর তা না হলে, শোভাযাত্রার পথ ও তাতে অংশ নেওয়া লোকজনের সংখ্যা আরোও কমানোর কথা বলা হয় রাজ্যের তরফে ৷ কারণ, রাজ্যের দাবি অনুযায়ী গতবছর এই শোভাযাত্রায় 10-12 হাজার লোক ছিল ৷ সেখানে মারাত্মক গোলমাল হওয়ায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় ৷ এমনকি সেই ঘটনায় এনআইএ তদন্ত চলছে ৷

কিন্তু, রাজ্যের দাবি মানতে নারাজ আদালত ৷ বিচারপতি জানান, গতবারের মতো 10-12 হাজার লোক নিয়ে শোভাযাত্রা করা হচ্ছে না ৷ আয়োজকরা এবার 200 লোক নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে ৷ তাই এখানে আর রুট বদল বা লোক কমানোর মতো শর্ত দিতে নারাজ আদালত ৷ বিচারপতি সেনগুপ্ত তাঁর নির্দেশে বলেন, "দু’শো লোক নিয়েই শোভাযাত্রা যাতে নিশ্চিত করা যায়, তা আগাম ঘোষণা করতে বলা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদকে ৷ প্রয়োজনে লিফলেট বিলি করে, তা মানুষকে জানাতে হবে ৷"

উল্লেখ্য, এর আগে একই শোভাযাত্রায় অঞ্জনি পুত্র সেনা নামের একটি সংগঠন যুক্ত থাকতো ৷ মামলাকারীদের আইনজীবীর দাবি, এবার ওই সংগঠনের শোভাযাত্রা পরের রবিবার করা হবে ৷ এর আগে গত শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত শ্রীরামপুরের জি টি রোডে রামনবমীর শোভাযাত্রার অনুমতি দিয়েছিলেন ৷ তবে, সেখানেও লোকসংখ্যা কমিয়ে শোভাযাত্রা করার অনুমতি দিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. '19 তারিখে ভোট, 17 তারিখ ওরা অশান্তি ছড়াবে', পুরুলিয়া থেকে বিস্ফোরক মমতা
  2. শান্তিপূর্ণভাবে পালিত হোক রাম নবমী, আর্জি নিয়ে কমিশনে নাগরিক সমাজ
  3. রাম মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী, সেজে উঠেছে অযোধ্যা
Last Updated : Apr 15, 2024, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.