ETV Bharat / state

মহিলা সংরক্ষিত ট্রেনে পুরুষ যাত্রীরা উঠলে কঠোর ব্যবস্থা, রেলকে কড়া নির্দেশ হাইকোর্টের - Cal HC on Ladies Special Train

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 3:51 PM IST

Calcutta High Court: অনেক ব্যবস্থা নিলেও মহিলা স্পেশাল ট্রেনে পুরুষদের ওঠা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারেনি রেল ৷ তবে হাল ছাড়লে চলবে না ৷ রেলকে এই বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷

Cal HC on Matribhumi Local
মাতৃভূমি লোকাল নিয়ে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ (নিজস্ব ছবি)

কলকাতা, 4 জুলাই: মহিলাদের জন্য সংরক্ষিত মাতৃভূমি লোকাল ট্রেনের কামরাগুলোতে পুরুষরাও প্রায় নিয়মিত যাত্রা করছেন ৷ এই অভিযোগ বহুদিনের । রেলের তরফে পদক্ষেপ নেওয়া হলেও তাতে সমস্যা পুরোপুরি আটকানো সম্ভব হয়নি। এবার রেলকে আরও কঠোর হতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশ, এ ব্যাপারে রেলকে আরও সচেষ্ট হতে হবে ৷

মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন ছাড়াও অন্যান্য মেল বা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরাতেও সংরক্ষণ ছাড়া ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের। আদালতের আরও নির্দেশ, এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য: মামলাকারী পিয়েতা ভট্টাচার্যের আইনজীবী তমাল সিংহ রায় জানান, তাঁর মক্কেল একজন আইনজীবী। তিনি প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। রেলের মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষের যাতায়াতের ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে । কারণ পুরুষ যাত্রীদের দ্বারা মহিলারা দুর্ব্যবহারের সম্মুখীন হয়। এছাড়াও মেল ও এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় সংশ্লিষ্ট টিকিট ছাড়াই অবাঞ্ছিত যাত্রী বা নিত্যযাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতের অসুবিধা সৃষ্টি হয়। এইভাবে যাত্রা করা 1989 সালের রেলওয়ে আইনের 162 ধারার পরিপন্থী। এই মর্মে রেলকে আবেদনকারী বহুবার চিঠিও দিয়েছেন ।

রেলের আইনজীবীর বক্তব্য: 2024 সালে জুন মাস পর্যন্ত 3477 জনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে।

কলকাতা, 4 জুলাই: মহিলাদের জন্য সংরক্ষিত মাতৃভূমি লোকাল ট্রেনের কামরাগুলোতে পুরুষরাও প্রায় নিয়মিত যাত্রা করছেন ৷ এই অভিযোগ বহুদিনের । রেলের তরফে পদক্ষেপ নেওয়া হলেও তাতে সমস্যা পুরোপুরি আটকানো সম্ভব হয়নি। এবার রেলকে আরও কঠোর হতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির নির্দেশ, এ ব্যাপারে রেলকে আরও সচেষ্ট হতে হবে ৷

মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন ছাড়াও অন্যান্য মেল বা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরাতেও সংরক্ষণ ছাড়া ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের। আদালতের আরও নির্দেশ, এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে ।

মামলাকারীর আইনজীবীর বক্তব্য: মামলাকারী পিয়েতা ভট্টাচার্যের আইনজীবী তমাল সিংহ রায় জানান, তাঁর মক্কেল একজন আইনজীবী। তিনি প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। রেলের মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষের যাতায়াতের ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে । কারণ পুরুষ যাত্রীদের দ্বারা মহিলারা দুর্ব্যবহারের সম্মুখীন হয়। এছাড়াও মেল ও এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় সংশ্লিষ্ট টিকিট ছাড়াই অবাঞ্ছিত যাত্রী বা নিত্যযাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতের অসুবিধা সৃষ্টি হয়। এইভাবে যাত্রা করা 1989 সালের রেলওয়ে আইনের 162 ধারার পরিপন্থী। এই মর্মে রেলকে আবেদনকারী বহুবার চিঠিও দিয়েছেন ।

রেলের আইনজীবীর বক্তব্য: 2024 সালে জুন মাস পর্যন্ত 3477 জনকে গ্রেফতার করা হয়েছে । এছাড়াও মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.