ETV Bharat / state

দাড়িভিট ছাত্র মৃত্যুর মামলায় ক্ষতিপূরণ নিয়ে দরকষাকষি চলছে, মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির - Calcutta HC on Daribhit Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 3:28 PM IST

Updated : Jul 24, 2024, 4:09 PM IST

Calcutta HC on Daribhit Case: দাড়িভিট মামলায় ক্ষতিপূরণের টাকা নিয়ে মৃত ছাত্রদের পরিবারের আচরণ নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট ৷ ক্ষতিপূরণের টাকা নিয়ে দরকষাকষি চলছে বলে মন্তব্য করলেন প্রধান বিচারপতি ৷ সেই সঙ্গে তৃতীয়পক্ষের যোগ থাকার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷

ETV BHARAT
কলকাতা হাইকোর্ট ৷ (ফাইল চিত্র)

কলকাতা, 24 জুলাই: দাড়িভিটে পুলিশের গুলিতে ছাত্র-মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের টাকার অংক নিয়ে দরকষাকষির অভিযোগ ৷ আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে মামলাটির শুনানি ছিল ৷ যেখানে সিঙ্গল বেঞ্চের ক্ষতিপূরণের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ ৷ তবে, ইসলামপুরের দাড়িভিটের সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ৷

এদিন শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, মৃত ছাত্রের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও, তারা তা নিতে অস্বীকার করেছে ৷ মৃতের পরিবাররা সরকারের থেকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছে ৷ যা শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন, "মৃতের পরিবার ক্ষতিপূরণের টাকার পরিমাণ নিয়ে যে ভাবে দরকষাকষি করছে, মনে হচ্ছে এর পিছনে তৃতীয় কোনও পক্ষ কাজ করছে ৷ মামলাটি মৃতের পরিবার করেছে বলে আদৌ মনে হচ্ছে না ! ভালো করে শুনতে হবে এই মামলা ৷"

এরপরই ডিভিশন বেঞ্চ আপাতত সিঙ্গল বেঞ্চের ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে ৷ তবে, সিঙ্গল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ বহাল রেখেছে বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় ৷ 2018 সালের ঘটনায় পুলিশের গুলিতে 2 জন ছাত্রের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে ৷ যে ঘটনায় বিচারপতি রাজা শেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ পাশাপাশি মৃত দুই ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন তিনি ৷ তার ভিত্তিতে আবেদনে দুই পরিবারের তরফে 20 লক্ষ টাকা করে দেওয়ার দাবি জানান হয় ৷ কিন্তু, ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন বিচারপতি মান্থা ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার ৷

উল্লেখ্য, দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এনাআইএ তদন্ত ও ক্ষতিপূরণের নির্দেশ কার্যকর না করায়, রাজ্যের তিন শীর্ষকর্তার বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট ৷ তাদের ভার্চুয়ালি হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আর তারপরেই রাজ্য সরকার এনআইএ-কে তদন্তের নথি হস্তান্তর করে ৷

কলকাতা, 24 জুলাই: দাড়িভিটে পুলিশের গুলিতে ছাত্র-মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের টাকার অংক নিয়ে দরকষাকষির অভিযোগ ৷ আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে মামলাটির শুনানি ছিল ৷ যেখানে সিঙ্গল বেঞ্চের ক্ষতিপূরণের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে ডিভিশন বেঞ্চ ৷ তবে, ইসলামপুরের দাড়িভিটের সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ ৷

এদিন শুনানি পর্বে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, মৃত ছাত্রের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হলেও, তারা তা নিতে অস্বীকার করেছে ৷ মৃতের পরিবাররা সরকারের থেকে 20 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাবি করেছে ৷ যা শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন, "মৃতের পরিবার ক্ষতিপূরণের টাকার পরিমাণ নিয়ে যে ভাবে দরকষাকষি করছে, মনে হচ্ছে এর পিছনে তৃতীয় কোনও পক্ষ কাজ করছে ৷ মামলাটি মৃতের পরিবার করেছে বলে আদৌ মনে হচ্ছে না ! ভালো করে শুনতে হবে এই মামলা ৷"

এরপরই ডিভিশন বেঞ্চ আপাতত সিঙ্গল বেঞ্চের ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে ৷ তবে, সিঙ্গল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ বহাল রেখেছে বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় ৷ 2018 সালের ঘটনায় পুলিশের গুলিতে 2 জন ছাত্রের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে ৷ যে ঘটনায় বিচারপতি রাজা শেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ পাশাপাশি মৃত দুই ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন তিনি ৷ তার ভিত্তিতে আবেদনে দুই পরিবারের তরফে 20 লক্ষ টাকা করে দেওয়ার দাবি জানান হয় ৷ কিন্তু, ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনার জন্য রাজ্যের মুখ্যসচিবকে নির্দেশ দেন বিচারপতি মান্থা ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য সরকার ৷

উল্লেখ্য, দাড়িভিটে দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় এনাআইএ তদন্ত ও ক্ষতিপূরণের নির্দেশ কার্যকর না করায়, রাজ্যের তিন শীর্ষকর্তার বিরুদ্ধে রুল জারি করেছিল কলকাতা হাইকোর্ট ৷ তাদের ভার্চুয়ালি হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ আর তারপরেই রাজ্য সরকার এনআইএ-কে তদন্তের নথি হস্তান্তর করে ৷

Last Updated : Jul 24, 2024, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.