ETV Bharat / state

দীর্ঘমেয়াদি অসুস্থতা, শিক্ষিকার বদলিতে অনুমতি কলকাতা হাইকোর্টের - Calcutta High Court

Calcutta High Court: দীর্ঘমেয়াদি অসুস্থতা, শিক্ষিকার বদলিতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 6 মাসের মধ্যে ওই শিক্ষিকাকে বাড়ির কাছাকাছি বদলি করতে হবে ৷ নির্দেশ বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 11:05 PM IST

কলকাতা, 28 মার্চ: দীর্ঘ মেয়াদী অসুস্থতা জনিত কারণে বদলির আবেদনে অনুমতি কলকাতা হাইকোর্টের । বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছেন ৷ কোনও শিক্ষক-শিক্ষিকা যদি দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থাকেন, এবং তাঁর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে উপযুক্ত কারণ-সহ নথি থাকে তবে বদলির ক্ষেত্রে শিক্ষা দফতর বাধা হয়ে দাঁড়াতে পারে না ৷

সেই মতোই এদিন শারীরিক ভাবে অসুস্থ হুগলির উত্তরপাড়ার এক শিক্ষিকাকে তাঁর বাড়ির কাছাকাছি স্কুলে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি শিক্ষক-শিক্ষিকা নিজেই শারীরিকভাবে অক্ষম হন, তাহলে শিক্ষা দেবেন কিভাবে ৷ আগামী 6 সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকাকে বদলির নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

এপ্রসঙ্গেই মামলাকারীর আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বলেন, "হুগলির কামারপাড়া হাইস্কুলের শিক্ষিকা বৈশাখী মুখোপাধ্যায়। 10 বছর ধরে তিনি সেখানে শিক্ষকতা করেন ৷ দীর্ঘদিন ধরে স্ত্রীরোগে ভুগছেন । সমস্ত বিষয় উল্লেখ করে স্কুল সার্ভিস কমিশনের কাছে বদলির আবেদন করেছিলেন ৷ কিন্তু কমিশন তাতে সন্মতি দেয়নি । উপরন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে ।" এরপরই কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষিকা। এদিকে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি দেখিয়ে সিঙ্গলবেঞ্চ ওই শিক্ষিকার আবেদন খারিজ করে দেয় । পরে আবারও ডিভিশন বেঞ্চে মামলা করেন শিক্ষিকা । সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

এদিন আদালতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর বক্তব্য, "ওই শিক্ষিকা হুগলির উত্তরপাড়া গার্লস হাইস্কুলে বদলির আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত ওই স্কুলে কোনও শূন্যস্থান নেই । তাই শিক্ষিকার আবেদন মঞ্জুর করা হয়নি।" পাশাপাশি ওই স্কুল না-হলেও তার পার্শ্ববর্তী কোনও স্কুলে ওই শিক্ষিকাকে বদলির আবেদন জানান শিক্ষিকার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। তাঁর দাবি, "দীর্ঘদিন অসুস্থ অবস্থায় 60 কিলোমিটার করে 120 কিলোমিটার যাতায়াত করতে হচ্ছে শিক্ষিকাকে ।" তার প্রেক্ষিতে এসএসসি-কে 6 সপ্তাহ সময় বেঁধে দিয়ে ঐ শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:

  1. 'আবেদন জানানো অর্থহীন', সন্দেশখালির ঘটনায় জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে
  2. পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ, অফিসারদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
  3. সিপিএমের পক্ষে ভোট পড়া ব্যালট পেপার রাস্তায়, হুগলির বিডিওকে হাইকোর্টে তলব বিচারপতির

কলকাতা, 28 মার্চ: দীর্ঘ মেয়াদী অসুস্থতা জনিত কারণে বদলির আবেদনে অনুমতি কলকাতা হাইকোর্টের । বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছেন ৷ কোনও শিক্ষক-শিক্ষিকা যদি দীর্ঘদিন শারীরিক ভাবে অসুস্থ থাকেন, এবং তাঁর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্টে উপযুক্ত কারণ-সহ নথি থাকে তবে বদলির ক্ষেত্রে শিক্ষা দফতর বাধা হয়ে দাঁড়াতে পারে না ৷

সেই মতোই এদিন শারীরিক ভাবে অসুস্থ হুগলির উত্তরপাড়ার এক শিক্ষিকাকে তাঁর বাড়ির কাছাকাছি স্কুলে বদলির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, যদি শিক্ষক-শিক্ষিকা নিজেই শারীরিকভাবে অক্ষম হন, তাহলে শিক্ষা দেবেন কিভাবে ৷ আগামী 6 সপ্তাহের মধ্যে ওই শিক্ষিকাকে বদলির নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

এপ্রসঙ্গেই মামলাকারীর আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বলেন, "হুগলির কামারপাড়া হাইস্কুলের শিক্ষিকা বৈশাখী মুখোপাধ্যায়। 10 বছর ধরে তিনি সেখানে শিক্ষকতা করেন ৷ দীর্ঘদিন ধরে স্ত্রীরোগে ভুগছেন । সমস্ত বিষয় উল্লেখ করে স্কুল সার্ভিস কমিশনের কাছে বদলির আবেদন করেছিলেন ৷ কিন্তু কমিশন তাতে সন্মতি দেয়নি । উপরন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে ।" এরপরই কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষিকা। এদিকে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যুক্তি দেখিয়ে সিঙ্গলবেঞ্চ ওই শিক্ষিকার আবেদন খারিজ করে দেয় । পরে আবারও ডিভিশন বেঞ্চে মামলা করেন শিক্ষিকা । সেই মামলার পরিপ্রেক্ষিতেই আজ রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷

এদিন আদালতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর বক্তব্য, "ওই শিক্ষিকা হুগলির উত্তরপাড়া গার্লস হাইস্কুলে বদলির আবেদন জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত ওই স্কুলে কোনও শূন্যস্থান নেই । তাই শিক্ষিকার আবেদন মঞ্জুর করা হয়নি।" পাশাপাশি ওই স্কুল না-হলেও তার পার্শ্ববর্তী কোনও স্কুলে ওই শিক্ষিকাকে বদলির আবেদন জানান শিক্ষিকার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী। তাঁর দাবি, "দীর্ঘদিন অসুস্থ অবস্থায় 60 কিলোমিটার করে 120 কিলোমিটার যাতায়াত করতে হচ্ছে শিক্ষিকাকে ।" তার প্রেক্ষিতে এসএসসি-কে 6 সপ্তাহ সময় বেঁধে দিয়ে ঐ শিক্ষিকাকে বদলির নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন:

  1. 'আবেদন জানানো অর্থহীন', সন্দেশখালির ঘটনায় জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে
  2. পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগ, অফিসারদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
  3. সিপিএমের পক্ষে ভোট পড়া ব্যালট পেপার রাস্তায়, হুগলির বিডিওকে হাইকোর্টে তলব বিচারপতির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.