কলকাতা, 30 অগস্ট: আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে এবং তাঁর সুবিচারের দাবিতে আগামী 3 সেপ্টেম্বর বুদ্ধিজীবীদের একাংশকে মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, 'কালচারাল অ্যান্ড লিটারারি' সংগঠনের আবেদন মেনে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রাস্তায় হবে মিছিল ।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এদিন বলেন, পুলিশ মিছিলের সময় নিয়ে মিছিলকারীদের সঙ্গে আলোচনা করবে । সেদিন পুলিশকে দেখতে হবে ট্র্যাফিক ও নিরাপত্তা ব্যবস্থা । বিচারপতির নির্দেশ, মিছিলের সময়সীমা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে পুলিশ ।
আবেদনকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামতে চায় বুদ্ধিজীবীদের একাংশ ও সাধারণ মানুষ । রবীন্দ্রসদন থেকে হাজরা মোড় পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করতে চায় তারা । সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত মানুষরা এই মিছিলে থাকবেন । এর আগে একাধিক এই ধরনের মিছিলের অনুমোদন চাইতে অনেককেই আদালতের দ্বারস্থ হতে হয়েছে । বিকেল তিনটা থেকে আটটা পর্যন্ত মিছিল করতে চেয়ে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের কাছে আবেদন করা হয় । কিন্তু তিনি কোনও উত্তর দেননি ।"
একথা শুনে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই সংগঠন যে রাস্তায় এবং যে সময়ে মিছিল করতে চাইছে সেটা অফিস টাইম । তাই অফিস টাইম এড়িয়ে মিছিল করলে আমরা অনুমোদন দিতে পারব ।" রাজ্যের তরফে একথা শোনার পর বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, "অফিস টাইমে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে রাস্তা দিয়ে কি মিছিল করতে দেওয়া যায় না ?" বিচারপতির এই প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবী জানান, তাঁর কাছে এই বিষয়ে কোনও অনুমতি নেই ।
বিচারপতি অমৃতা সিনহা এ বিষয়ে দু'পক্ষেরই বক্তব্য শোনেন ৷ সওয়াল জবাব শেষে তিনি মিছিলটি করার অনুমতি দিয়েছেন 'কালচারাল অ্যান্ড লিটারারি' সংগঠনকে । বিচারপতি বলেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রাস্তায় হবে মিছিল । পুলিশ মিছিলের সময়ের ব্যাপারে আলোচনা করে নেবে মিছিলকারীদের সঙ্গে । মিছিলের সময় শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের কাঁধেই থাকবে বলে মনে করিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ৷