কলকাতা, 3 মে: কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙতে পুলিশকে স্পেশাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। 'আরেকটা গার্ডেনরিচ হতে দেওয়া যায় না', টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়ে মন্তব্য প্রধান বিচারপতির। শুক্রবার বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় পুরসভার রিপোর্ট দেখার পর এমনটা জানান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷
পুরসভার তরফে দেওয়া রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন জায়গার বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। 10টি বেআইনি নির্মাণ শনাক্ত করা হয়েছে ৷ সেই অনুযায়ী কাজ হয়েছে। পাশাপাশি রিপোর্টে আরও জানানো হয়, হাইকোর্টের নির্দেশের পর পুরসভার তরফে বেশ কিছু বাড়িতে নোটিশ দিতে গেলে বাসিন্দারা তা খালি করতে রাজি নয়। সেই কারণে বাড়ি ভেঙে ফেলতে সমস্যা হচ্ছে।
এরই পরিপ্রেক্ষীতে প্রধান বিচারপতি বলেন,"টাস্ক ফোর্স গড়তে বলা হয়েছে। পুলিশ টাস্ক ফোর্স গড়ে পুরসভার সঙ্গে কাজে সাহায্য করবে। জায়গা খালি করতে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। 15 জুনের মধ্যে খালি করতে হবে। যদি না-মানা হয়,বাধাদানকারীদের বিরুদ্ধে পুলিশ ফৌজদারি মামলা শুরু করবে।"
উল্লেখ্য, এর আগে রাজ্যের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানিয়েছিলেন, গার্ডেনরিচের বেআইনি নির্মাণ বন্ধ করতে রাজনৈতিক সদিচ্ছা না-থাকলে শুধু সরকারি বিধি নিষেধ তৈরি করে কিছু হবে না। আগে রাজনৈতিক সদিচ্ছা আছে কি না, সেটা দেখুন ৷ যে সব এলাকায় দিনের পর দিন বেআইনি নির্মাণ হচ্ছে সেখানকার জনপ্রতিনিধি কিছুই জানেন না, এটা হতে পারে না। এমন প্রতিনিধিদের পদে থাকার কোনও অধিকার নেই। শুধু সরকারি অফিসারদের দোষ দিয়ে বা তাঁদের শাস্তি দিয়ে এই সমস্যার কোনও সমাধান নেই। রাজনীতিকদের আগে সৎভাবে বেআইনি নির্মাণ বন্ধ করার ইচ্ছে দেখাতে হবে।
প্রসঙ্গত, মার্চের মাঝামাঝি সময়ে গার্ডেনরিচে তাসের ঘরের মতো ভেঙে পড়ে একটি নির্মীয়মাণ বহুতল ৷ ধ্বংসস্তুপে চাপা পড়ে প্রাণ হারান অনেকে ৷ আবার অনেকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রাণ হারান ৷ পরে জানা যায়, ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলটি অবৈধ ছিল ৷ এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন ৷ জল গড়ায় আদালত পর্যন্ত ৷ তারপরেই শহরতলির অনান্য বেআইনি নির্মাণ সংস্থা ভেঙে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট ৷
আরও পড়ুন
1. বেআইনি নির্মাণ বন্ধ করতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন, বললেন হাইকোর্টের প্রধান বিচারপতি
2. বেআইনি নির্মাণ ঠেকাতে কড়া দাওয়াই কলকাতা পৌরনিগমের, চিঠিতে নয়া নির্দেশ পৌর কমিশনারের
3. গার্ডেনরিচ কাণ্ড, অভিযুক্ত তিন ইঞ্জিনিয়ারকে সাময়িক অব্যাহতি