কলকাতা, 29 জানুয়ারি: 23 সপ্তাহের অন্তঃসত্ত্বা যুবতির গর্ভপাতের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ সোমবার যুবতির ভবিষ্য়তের কথা ভেবে এই নির্দেশ দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ছিল ৷ তার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন যুবতি ৷ 21 সপ্তাহের মাথায় বিষয়টি জানতে পারেন তিনি ৷ অভিযুক্ত যুবক বর্তমানে নিম্ন আদালত থেকে জামিনে মুক্ত ।
এমআর বাঙুর হাসপাতালের মহিলা বিভাগের 2 বিশেষজ্ঞ চিকিৎসক ও একজন শিশু বিভাগের চিকিৎসকের একটি মেডিক্যাল বোর্ড গঠন করে ওই যুবতির গর্ভপাত করার নির্দেশ দেন বিচারপতি । পাশাপাশি যুবতির শারীরিক কোনও সমস্যা যাতে না হয় তাও নিশ্চিত করবেন চিকিৎসকরা । ওই যুবতি কেমন রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তা জানিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ।
আদালত সূত্রে জানা গিয়েছে, 2018 সালে যুবক ও যুবতির পরিচয় হয় । কিছুদিনের মধ্যেই বন্ধুত্ব থেকে তা প্রেমের সম্পর্কে পরিণত হয় ৷ 2023 সালের 28 জুলাই যুবক বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়ে যান যুবতি ৷ এরপর থেকে লাগাতার সহবাসের ফলে যুবতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে । এদিকে যুবক আগের সমস্ত সম্পর্ক অস্বীকার করে বিয়ে করতে পিছপা হয় ৷
যুবতির বাবা কৃষক ৷ এই পরিস্থিতিতে নিজের কোনও রোজগার না থাকায় যুবতি গর্ভপাতের সিদ্ধান্ত নেন । পরিবারের পক্ষেও তাঁর গর্ভস্থ সন্তানকে রক্ষা করার বিষয়ে টাকা দিয়ে সহযোগিতা করার লোক সেই অর্থে কেউ নেই । গত 8 ডিসেম্বর গর্ভপাত করানোর অনুমতি চেয়ে যুবতি জেলা মুখ্য বিচারকের কাছে আবেদন জানান । কিন্তু এক্তিয়ার না থাকায় তিনি সম্মতি দেননি ।
এই বিষয়ে মামলাকারীর আইনজীবী গৌতম দে জানান, কলকাতার গল্ফগ্রিন এলাকার 27 বছরের যুবতিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এলাকারই এক যুবক । 21 সপ্তাহের মাথায় চলতি বছরের গত 18 জানুয়ারি যুবতি জানতে পারেন তিনি গর্ভবতী । তারপরই জেলা আদালতের দ্বারস্থ হন ৷ তারপর তা হাইকোর্টে আসতেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য গর্ভপাতের নির্দেশ দেন ৷
আরও পড়ুন :