ETV Bharat / state

মদন তামাং খুনের মামলায় বিমল গুরুংকে যুক্ত করতে নির্দেশ হাইকোর্টের - Madan Tamang Murder Case - MADAN TAMANG MURDER CASE

Madan Tamang Murder Case: মদন তামাং খুনের মামলায় খারিজ হল কলকাতার নগর ও দায়রা আদালতের নির্দেশ ৷ সিবিআই তদন্ত ও চার্জশিটে বিমল গুরুংয়ের নামে ফের একবার যুক্ত করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ সিবিআই ও মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাংয়ের আবেদনে এই নির্দেশ দিয়েছে আদালত ৷

Calcutta High Court directs to party Bimal Gurung in Madan Tamang Murder Case
মদন তামাং খুনের মামলায় বিমল গুরুংকে যুক্ত করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 13, 2024, 7:59 PM IST

কলকাতা, 13 জুন: মদন তামাং খুনের মামলায় ফের একবার গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের নাম যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ 2017 সালে নগর ও দায়রা আদালত সিবিআই চার্জশিট থেকে গুরুংয়ের নাম বাদ দিতে নির্দেশ দিয়েছিল ৷ বৃহস্পতিবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চ ৷

2010 সালের 21 মে দার্জিলিংয়ের ক্লাব সাইট রোডে সকালে জনসভা করতে গিয়ে প্রকাশ্যে খুন হয়েছিলেন গোর্খা লিগ সভাপতি মদন তামাং ৷ যে ঘটনা বাংলা তথা পাহাড়ের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল ৷ প্রথমে সেই মামলায় সিআইডি তদন্ত করছিল ৷ সিআইডি-র তদন্ত শেষে পেশ করা চার্জশিটে বিমল গুরুংয়ের নাম ছিল না ৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত শুরু করে ৷ কিন্তু, সেখানেও সিবিআইয়ের পেশ করা চার্জশিটে গুরুংয়ের নাম যুক্ত করা হয়নি ৷

মদন তামাং খুনের মামলায় বিমল গুরুংকে যুক্ত করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ (ইটিভি ভারত)

এরপরেই মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং কলকাতা হাইকোর্ট মামলা করেন ৷ সেখানে পুনরায় মামলার শুনানির আবেদন জানান তিনি ৷ যদিও, ততদিনে নগর ও দায়রা আদালতে সিবিআইয়ের পেশ করা চার্জশিটের শুনানি শুরু হয়ে গিয়েছিল ৷ কিন্তু, কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি না হওয়ায়, ভারতী তামাং সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷ সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দেয় ৷ আর এইবার সিবিআই তদন্তে বিমল গুরুংয়ের নাম উঠে আসে ৷ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও পাওয়া গিয়েছে বলে জানা যায় ৷ সেই মতো সিবিআই চার্জশিটে বিমল গুরুংয়ের নাম যুক্ত হয় ৷

এদিকে বিমল গুরুংয়ের আইনজীবীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সিবিআই তদন্তে, বিমল গুরুংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ৷ নিম্ন আদালত 2017 সালে সিবিআইয়ের পেশ করা দ্বিতীয়বারের চার্জশিট থেকে বিমল গুরুংয়ের নাম বাদ দিতে বলে ৷ যার বিরুদ্ধে কলকাতা আদালতের দ্বারস্থ হয় সিবিআই ও ভারতী তামাং ৷ সেই মামলায় এদিন বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চ নগর ও দায়রা আদালতের নির্দেশ খারিজ করে দিয়েছে ৷ সিবিআই আইনজীবীর পেশ করা তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে ফের বিমল গুরুংয়ের নাম মদন তামাং খুনের মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত ৷

কলকাতা, 13 জুন: মদন তামাং খুনের মামলায় ফের একবার গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের নাম যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ 2017 সালে নগর ও দায়রা আদালত সিবিআই চার্জশিট থেকে গুরুংয়ের নাম বাদ দিতে নির্দেশ দিয়েছিল ৷ বৃহস্পতিবার সেই নির্দেশ খারিজ করে দিয়েছে বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চ ৷

2010 সালের 21 মে দার্জিলিংয়ের ক্লাব সাইট রোডে সকালে জনসভা করতে গিয়ে প্রকাশ্যে খুন হয়েছিলেন গোর্খা লিগ সভাপতি মদন তামাং ৷ যে ঘটনা বাংলা তথা পাহাড়ের রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল ৷ প্রথমে সেই মামলায় সিআইডি তদন্ত করছিল ৷ সিআইডি-র তদন্ত শেষে পেশ করা চার্জশিটে বিমল গুরুংয়ের নাম ছিল না ৷ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই তদন্ত শুরু করে ৷ কিন্তু, সেখানেও সিবিআইয়ের পেশ করা চার্জশিটে গুরুংয়ের নাম যুক্ত করা হয়নি ৷

মদন তামাং খুনের মামলায় বিমল গুরুংকে যুক্ত করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের ৷ (ইটিভি ভারত)

এরপরেই মদন তামাংয়ের স্ত্রী ভারতী তামাং কলকাতা হাইকোর্ট মামলা করেন ৷ সেখানে পুনরায় মামলার শুনানির আবেদন জানান তিনি ৷ যদিও, ততদিনে নগর ও দায়রা আদালতে সিবিআইয়ের পেশ করা চার্জশিটের শুনানি শুরু হয়ে গিয়েছিল ৷ কিন্তু, কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি না হওয়ায়, ভারতী তামাং সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷ সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সিবিআইকে নতুন করে তদন্তের নির্দেশ দেয় ৷ আর এইবার সিবিআই তদন্তে বিমল গুরুংয়ের নাম উঠে আসে ৷ গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও পাওয়া গিয়েছে বলে জানা যায় ৷ সেই মতো সিবিআই চার্জশিটে বিমল গুরুংয়ের নাম যুক্ত হয় ৷

এদিকে বিমল গুরুংয়ের আইনজীবীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সিবিআই তদন্তে, বিমল গুরুংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ৷ নিম্ন আদালত 2017 সালে সিবিআইয়ের পেশ করা দ্বিতীয়বারের চার্জশিট থেকে বিমল গুরুংয়ের নাম বাদ দিতে বলে ৷ যার বিরুদ্ধে কলকাতা আদালতের দ্বারস্থ হয় সিবিআই ও ভারতী তামাং ৷ সেই মামলায় এদিন বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চ নগর ও দায়রা আদালতের নির্দেশ খারিজ করে দিয়েছে ৷ সিবিআই আইনজীবীর পেশ করা তথ্যপ্রমাণের উপর ভিত্তি করে ফের বিমল গুরুংয়ের নাম মদন তামাং খুনের মামলায় যুক্ত করতে নির্দেশ দিয়েছে আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.