কলকাতা, 22 মে: বিজেপির নির্বাচনী প্রচারের বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় আপাতত সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর কোনও স্থগিতাদেশ দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের মন্তব্য, ‘‘জাতীয় দল, তাদের বিজ্ঞাপনের ভাষা সংযত হবে সেটাই কাম্য । কোথাও একটা লক্ষ্মণরেখা থাকা জরুরি ।"
যদিও এদিন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে, সিঙ্গল বেঞ্চ বিজেপির কোনও বক্তব্য না-শুনেই নির্দেশ দিয়েছে । ফলে সিঙ্গল বেঞ্চকে ফের বিজেপির বক্তব্য শুনতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
এদিন শুনানিতে বিজেপির তরফে আইনজীবী জয়ন্ত মিত্র জানান, মামলাকারীর অভিযোগ বিজেপি বেশ কিছু আপত্তিকর বক্তব্য তাদের নির্বাচনী প্রচারের মাধ্যমে তুলে ধরেছেন । 4 মে, 10 মে, 12 মে বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রচার করা হয়েছে । সেই কারণে তাদের আগামী 14 জুন পর্যন্ত আদর্শ আচরণ ভঙ্গ করার অভিযোগে বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট ।
সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয় 20 মে ৷ সেদিন রাজ্যের 7টি কেন্দ্রে ভোট ছিল । হাইকোর্টের রেজ্যুলিউশন ছিল, সব পক্ষ উপস্থিত না-থাকলে আদালত যেনো কোনও নির্দেশ না দেয় । বিজেপির কোনও আইনজীবী হাজির না-থাকা সত্ত্বেও নির্দেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ । ফলে জয়ন্ত মিত্রর সওয়ালের সময়ই প্রধান বিচারপতি বলেন, ‘‘বিজ্ঞাপনের ভাষার ক্ষেত্রে কোথাও একটা লক্ষ্মণরেখা থাকা জরুরি । তবে আমরা হস্তক্ষেপ করছি না । সিঙ্গল বেঞ্চই ফের মামলা শুনবে ।’’
আরও পড়ুন: