কলকাতা, 22 মার্চ: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিল না হাইকোর্ট। আইনজীবী
প্রতাপচন্দ্র দে অমৃতা সিনহার স্বামী। একটি ফৌজদারি মামলার সূত্রে সিআইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করে। এরপর বিধানগর আদালতে তাঁর গলার স্বর মেলানোর জন্য কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়েছিল সিআইডি। কিন্তু বিধাননগর আদালত অনুমতি না-দেওয়ায় সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সেই মামলার শুনানিতে অনুমতি দিল না হাইকোর্টও ৷
এর আগে বিধাননগর আদালতে প্রতাপচন্দ্র দে'র আইনজীবী জানান, তিনি এই মামলায় একজন সাক্ষী। তাঁর নাম এফআইআরে নেই। তারপরও তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন কী ? পাশাপাশি আইনজীবী জানান, একটি সম্পত্তি সংক্রান্ত বিবাদে যারা জড়িত তারা নিজেরা মিটিয়ে নিলে প্রতাপচন্দ্র দে'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। এরপরই বিধাননগর আদালত সিআইডির সেই আবেদন খারিজ করে দেয় ৷
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে এরপর হাইকোর্টে যায় রাজ্য ৷ শুক্রবার সেই মামলার শুনানিতে বিচারপতি শুভেন্দু সামন্তের বেঞ্চও প্রতাপচন্দ্র দে'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিল না ৷ জুন মাসে ফের মামলার শুনানি হবে। একই সঙ্গে, সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। এদিন আদালতে প্রবীণ আইনজীবী প্রতাপচন্দ্র দে'র তরফে অন্য আসনে বসা আইনজীবীরা জানান, সল্টলেকের একটি সম্পত্তি সংক্রান্ত বিবাদের মামলায় তিনি আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি প্রভাব খাটিয়ে মামলাটিকে প্রভাবিত করেছেন।
আইনজীবী সওয়ালে জানান, তার বিপক্ষে সিআইডির হাতে নাকি একাধিক কল রেকর্ড রয়েছে। কিন্তু প্রতাপ দে এই মামলায় আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার সঙ্গে যারা মূল মামলাকারী তাদের কোনও যোগ নেই। আসলে তাঁকে হেনস্থা করার জন্যই বার বার তাঁকে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে বলেও সওয়াল করেন তাঁর আইনজীবী। একই সঙ্গে, হাইকোর্টে প্রতাপ দে'র আইনজীবী জানান, তাঁকে ভাবানী ভবনে নিয়ে গিয়ে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়েছিল। আসলে তাঁকে হেনস্থা করার প্রচেষ্টা হচ্ছে বলেও সওয়াল করেন তাঁর আইনজীবী। সওয়াল-জবাব শেষে এরপরই এদিন বিচারপতি শুভেন্দু সামন্ত সিআইডির আর্জি খারিজ করে দিয়েছেন। ফলে আপাতত বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে না সিআইডি।
আরও পড়ুন
সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় এনওসি'তে কেন দেরি ? মুখ্যসচিবকে নোটিশ হাইকোর্ট
54 ঘণ্টা পরেও জারি আয়কর হানা, ভাইয়ের বাড়িতে তল্লাশিতে ষড়যন্ত্র দেখছেন অরূপ