ETV Bharat / state

বাংলাদেশে সনাতনীদের উপর হামলার প্রতিবাদ, জনসভায় অনুমতি হাইকোর্টের - PUBLIC MEETING OVER BANGLADESH

বিজেপির শাখা সংঠনের প্রতিবাদ সভায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ রানি রাসমণি রোডের পাশে 'ভবানীপুর ক্লাব ময়দানে' জনসভার অনুমতি ৷

PUBLIC MEETING OVER BANGLADESH
বাংলাদেশ ইস্যুতে জনসভার অনুমতি কলকাতা হাইকোর্টের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2024, 5:03 PM IST

কলকাতা 29 নভেম্বর: রানি রাসমণি রোড এলাকায় বিজেপির শাখা সংগঠনের প্রতিবাদ সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ বাংলাদেশে সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে এই জনসভা ৷ আজ বেলা 2টো থেকে সন্ধে 6টার মধ্যে 'ভবানীপুর ক্লাব ময়দানে' এই জনসভা করার অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ ৷ এই জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন ৷

মামলাকারী সুনীল হর্ষ বিজেপির একটি শাখা সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে ৷ প্রথমে কলকাতা পুলিশের কাছে প্রতিবাদ সভার অনুমতি চাওয়া হয় ৷ কিন্তু, পুলিশ সভার অনুমতি না-দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুনীল হর্ষ নামে ওই ব্যক্তি ৷ তবে, প্রতিবাদ সভার অনুমতির ক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 'ভবানীপুর ক্লাব ময়দানে' বেলা 2টো থেকে সন্ধে 6টার মধ্যে জনসভা করা যাবে ৷ মঞ্চের মাপ দৈর্ঘ্য ও প্রস্থে 24/12 বা 30 ফুটের বেশি যেন না-হয় ৷ সভাস্থলের আয়তনের থেকে বেশি ভিড় যাতে জমা না-হয়, তারও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

আজ শুনানিতে মামলাকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, বৃহস্পতিবার একই জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠন 50 হাজার জমায়েত নিয়ে সভা করেছিল ৷ সেই সময় কলকাতা পুলিশ অনুমতি দিয়েছে ৷ কিন্তু, তাঁদের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে ৷ অন্ততপক্ষে 3 হাজার লোক নিয়ে সভার অনুমতি চেয়েছে মামলাকারী সংগঠন ৷

একইভাবে বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ধরনার অনুমতি চেয়ে আরও আবেদন জমা পড়েছে কলকাতা হাইকোর্টে ৷ এক্ষেত্রে রানি রাসমণি অ্যাভিনিউয়ের ময়দান টেন্টের জায়গায় ধরনা করার অনুমতি চেয়েছে 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন ৷

কলকাতা পুলিশের অনুমতি না-থাকায় সংগঠনের সভাপতি স্বপন দাশগুপ্ত মামলা দায়ের করার অনুমতি চান ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সংগঠনকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ আগামী মঙ্গলবার বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ধরনায় বসার আবেদন করা হয়েছে ৷ সেই মতো সোমবার এই মামলার শুনানি হবে ৷

কলকাতা 29 নভেম্বর: রানি রাসমণি রোড এলাকায় বিজেপির শাখা সংগঠনের প্রতিবাদ সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ৷ বাংলাদেশে সনাতনী সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে এই জনসভা ৷ আজ বেলা 2টো থেকে সন্ধে 6টার মধ্যে 'ভবানীপুর ক্লাব ময়দানে' এই জনসভা করার অনুমতি দিয়েছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ ৷ এই জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন ৷

মামলাকারী সুনীল হর্ষ বিজেপির একটি শাখা সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে ৷ প্রথমে কলকাতা পুলিশের কাছে প্রতিবাদ সভার অনুমতি চাওয়া হয় ৷ কিন্তু, পুলিশ সভার অনুমতি না-দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সুনীল হর্ষ নামে ওই ব্যক্তি ৷ তবে, প্রতিবাদ সভার অনুমতির ক্ষেত্রে বেশকিছু শর্ত আরোপ করা হয়েছে ৷ সেখানে বলা হয়েছে, 'ভবানীপুর ক্লাব ময়দানে' বেলা 2টো থেকে সন্ধে 6টার মধ্যে জনসভা করা যাবে ৷ মঞ্চের মাপ দৈর্ঘ্য ও প্রস্থে 24/12 বা 30 ফুটের বেশি যেন না-হয় ৷ সভাস্থলের আয়তনের থেকে বেশি ভিড় যাতে জমা না-হয়, তারও নির্দেশ দিয়েছেন বিচারপতি ৷

আজ শুনানিতে মামলাকারীর আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় তাঁর সওয়ালে বলেন, বৃহস্পতিবার একই জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠন 50 হাজার জমায়েত নিয়ে সভা করেছিল ৷ সেই সময় কলকাতা পুলিশ অনুমতি দিয়েছে ৷ কিন্তু, তাঁদের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে ৷ অন্ততপক্ষে 3 হাজার লোক নিয়ে সভার অনুমতি চেয়েছে মামলাকারী সংগঠন ৷

একইভাবে বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময়কৃষ্ণ দাস প্রভুর গ্রেফতারি ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ধরনার অনুমতি চেয়ে আরও আবেদন জমা পড়েছে কলকাতা হাইকোর্টে ৷ এক্ষেত্রে রানি রাসমণি অ্যাভিনিউয়ের ময়দান টেন্টের জায়গায় ধরনা করার অনুমতি চেয়েছে 'খোলা হাওয়া' নামে একটি সংগঠন ৷

কলকাতা পুলিশের অনুমতি না-থাকায় সংগঠনের সভাপতি স্বপন দাশগুপ্ত মামলা দায়ের করার অনুমতি চান ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সংগঠনকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন ৷ আগামী মঙ্গলবার বেলা 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ধরনায় বসার আবেদন করা হয়েছে ৷ সেই মতো সোমবার এই মামলার শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.