ETV Bharat / state

রেখা পাত্রর পাঁচ সঙ্গীর জামিন, সন্দেশখালিতে প্রবেশে 'না' - Relief for Rekha Patra

author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 10:00 PM IST

Cal HC Grants Bail to Five associates of Rekha Patra: নির্বাচনের একদিন আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর পাঁচ সঙ্গীকে জামিন দিল কলকাতা হাইকোর্ট ৷ তবে আপাতত সন্দেশখালিতে প্রবেশ করতে পারবেন না এই পাঁচজন। কিন্তু ভোট দিতে সেখানে যেতে পারবেন রেখা পাত্রর পাঁচ সঙ্গী ।

Cal HC Grants Bail to Five associates of Rekha Patra
কলকাতা হাইকোর্ট

কলকাতা, 30 মে: লোকসভা নির্বাচনের আগে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রর পাঁচ সঙ্গীকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার জামিন মঞ্জুর করে আদালত। অজিত সর্দার, গীতা বড়, সুদেব দে (মানিক), সুখপ্রকাশ মণ্ডল এবং উৎপল মাইতির জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেয়েছেন রেখার ওই পাঁচ সঙ্গী।জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না এই পাঁচজন। শুধুমাত্র 1 জুন ভোট দিতে যেতে পারবেন। 12 জুন হাইকোর্টের নিয়মিত বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে।

আবেদনকারীদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে বলেন, "সন্দেশখালি কাণ্ডের বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে রেখা এবং তাঁর সঙ্গীদের। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে । তাঁদের প্রতিদিন নতুন মামলা দেওয়া হচ্ছে। আর খাতায় কলমে 'শোন অ্যারেস্ট' দেখিয়ে হেফাজতের দিন বাড়াচ্ছে পুলিশ। সেই সমস্ত মামলায় সবার জামিনের আবেদন জানানো হয় । ইচ্ছাকৃতভাবে ভোটের আগে রেখার নির্বাচনী সঙ্গীদের গ্রেফতার করা হয়ছে।"

এর পালটা রাজ্যের আইনজীবী বলেন, "মামলার অভিযোগে নাম রয়েছে একাধিক ব্যক্তির। অনেকে গ্রেফতার হয়েছেন । আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি । আমাদের কোনও বিশেষ উদ্দেশ্য নেই। তবে কয়েকটি অভিযোগ খুব গুরুত্বপূর্ণ ৷ পুলিশের একটি স্বতঃপ্রণোদিত মামলা আছে। এসপি অফিসের সামনে ধরনায় অশান্তির ঘটনায় রেখা পাত্র-সহ একাধিক জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ।"

এই মামলাগুলির মধ্যে একটি মামলার ক্ষেত্রে বিচারপতি সেনগুপ্ত রেখা পাত্রকে রক্ষাকবচ দিয়েছিলেন। সেই কারণে এখনই রেখা পাত্রকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা যায়নি বলে দাবি সরকারি আইনজীবীর ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ দু'পক্ষের বক্তব্য শোনার পর শর্তসাপেক্ষে সবার জামিন মঞ্জুর করেছে।

কলকাতা, 30 মে: লোকসভা নির্বাচনের আগে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রর পাঁচ সঙ্গীকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে বৃহস্পতিবার জামিন মঞ্জুর করে আদালত। অজিত সর্দার, গীতা বড়, সুদেব দে (মানিক), সুখপ্রকাশ মণ্ডল এবং উৎপল মাইতির জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ থেকে জামিন পেয়েছেন রেখার ওই পাঁচ সঙ্গী।জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, সন্দেশখালি এলাকায় ঢুকতে পারবে না এই পাঁচজন। শুধুমাত্র 1 জুন ভোট দিতে যেতে পারবেন। 12 জুন হাইকোর্টের নিয়মিত বেঞ্চে মামলার পরবর্তী শুনানি হবে।

আবেদনকারীদের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার আদালতে বলেন, "সন্দেশখালি কাণ্ডের বিভিন্ন মামলায় ফাঁসানো হয়েছে রেখা এবং তাঁর সঙ্গীদের। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে । তাঁদের প্রতিদিন নতুন মামলা দেওয়া হচ্ছে। আর খাতায় কলমে 'শোন অ্যারেস্ট' দেখিয়ে হেফাজতের দিন বাড়াচ্ছে পুলিশ। সেই সমস্ত মামলায় সবার জামিনের আবেদন জানানো হয় । ইচ্ছাকৃতভাবে ভোটের আগে রেখার নির্বাচনী সঙ্গীদের গ্রেফতার করা হয়ছে।"

এর পালটা রাজ্যের আইনজীবী বলেন, "মামলার অভিযোগে নাম রয়েছে একাধিক ব্যক্তির। অনেকে গ্রেফতার হয়েছেন । আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি । আমাদের কোনও বিশেষ উদ্দেশ্য নেই। তবে কয়েকটি অভিযোগ খুব গুরুত্বপূর্ণ ৷ পুলিশের একটি স্বতঃপ্রণোদিত মামলা আছে। এসপি অফিসের সামনে ধরনায় অশান্তির ঘটনায় রেখা পাত্র-সহ একাধিক জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ।"

এই মামলাগুলির মধ্যে একটি মামলার ক্ষেত্রে বিচারপতি সেনগুপ্ত রেখা পাত্রকে রক্ষাকবচ দিয়েছিলেন। সেই কারণে এখনই রেখা পাত্রকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা যায়নি বলে দাবি সরকারি আইনজীবীর ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ দু'পক্ষের বক্তব্য শোনার পর শর্তসাপেক্ষে সবার জামিন মঞ্জুর করেছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.