কলকাতা, 21 এপ্রিল: আবাসনের 26 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা 19 বছরের চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ছাত্রীর ৷ রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার কসবায় ৷ ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে কসবা থানার পুলিশ ৷ কীভাবে এই ঘটনা ঘটল, তা খুঁজে বের তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিকরা ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম তমন্না হিরাওয়াত, বয়স 19 বছর ৷ বাবা দীপক হিয়াওয়াত বিদেশে থাকেন ৷ কসবার নস্করহাট রোডের 38 তলা অভিজাত আবাসন 'মেঘমণি অ্যাপার্টমেন্ট'-এর বাসিন্দা তমন্না । পিকনিক গার্ডেনের এই বহুতলের 26 তলায় ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, রবিবার ভোর পৌনে চারটে নাগাদ ওই বহুতলেরই 26 তলার নিজের ফ্ল্যাট থেকেই ঝাঁপ দেন তমন্না ৷ পুলিশ জানিয়েছে, ঘটনার পর তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ ৷ তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন ছিল তমন্নার ৷ তার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি ৷ সম্প্রতি পরীক্ষায় বসেছিলেন তমন্না। কিন্তু প্রস্তুতি পরীক্ষা ভালো না হওয়ায় যথেষ্ট ভেঙে পড়েন তিনি ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তমন্না। তবে শুধু পরীক্ষার ফলাফলের জেরে মানসিক অবসাদের কারণে এই ঘটনা ঘটেছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন: