কলকাতা, 27 জুলাই: খাস কলকাতায় ব্যবসায়ীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুন ৷ অভিযোগ তিন দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায়। জানা গিয়েছে ওই ঠিকাদারের নাম আরিফ খান ৷ তিনি আনন্দপুর থানা এলাকার বাসিন্দা। এখনও অধরা দুষ্কৃতীরা ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতা থেকেই হামলা চালানো হয়েছে ৷
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির নাম আরিফ খান ৷ তিনি একজন ঠিকাদার। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে আরিফ খানের কাছে খুনের হুমকি আসছিল। মূলত ব্যবসায়িক শত্রুতা জেরেই এই ঘটনা বলে পুলিশের অনুমান। প্রত্য়ক্ষদর্শীদের সঙ্গে কথা বলেই পুলিশ জানতে পারে, তিন দুষ্কৃতী এসে আরিফ খানকে রাস্তায় ফেলে মারতে থাকে। সেই সময়েই এক দুষ্কৃতী একটি ধারালো অস্ত্র বার করে ঠিকাদার আরিফ খানকে কোপাতে থাকে। এলাকার বাসিন্দারা চলে এলে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। বাসিন্দাদের অভিযোগ, তারা একাধিকবার আনন্দপুর থানায় জানায় । কিন্তু কোনও পুলিশকর্মী ঘটনাস্থলে না-আসায় প্রায় দেড় ঘণ্টা পর রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷
দীর্ঘক্ষণ কেটে গেলেও পুলিস না আসায়, এলাকার বাসিন্দারাই আরিফকে পার্ক সার্কাসের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দেরিতে পুলিশ আসায় এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে আসে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। দেহে একাধিক জায়গায় কোপ রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ ৷ কী কারণে এই খুন তা খতিয়ে দেখতে মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করেনি পুলিশ।