ETV Bharat / state

মুখে গামছা বেঁধে অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি, কুলটিতে খুন সুদ ব্যবসায়ী - Shootout at Kulti - SHOOTOUT AT KULTI

Businessman Shot Dead: সকালবেলা কুলটিতে এক অফিসে চলল এলোপাথাড়ি গুলি ৷ খুন এক সুদ ব্যবসায়ীকে ৷ ঘটনার তদন্তে পুলিশ ৷ আতঙ্ক এলাকায় ৷

Etv Bharat
কুলটিতে এলোপাথাড়ি গুলি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 1:33 PM IST

কুলটি, 15 এপ্রিল: দিনেদুপুরে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন এক ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায় ৷ পেশায় মৃত ব্যক্তি সুদ ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে ৷ মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর চৌহান (51) ৷

কুলটি থানার পুলিশ সূত্রে খবর, চিনাকুড়িতে বসবাসকারী ওই ব্যবসায়ীর অফিস ছিল বাড়ির কাছেই ৷ অফিসে ঢুকেই গুলি করা হয় উমাশঙ্কর চৌহানকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী কারনে এই খুন, ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সোমবার দুপুরে অফিসে বসেছিলেন উমাশঙ্কর চৌহান। তার সঙ্গে অফিসের আরও এক সঙ্গী ছিল রাজকুমার।

উমাশঙ্কর চৌহানের ওই সঙ্গী তথা প্রত্যক্ষদর্শী রাজকুমার জানান, এক ব্যক্তি একাই মুখে গামছা বেঁধে এসেছিলেন। তিনি জানান পেমেন্ট করতে এসেছেন। জনৈক রাহুল পাসওয়ানের বকেয়া টাকা নাকি তিনি মেটাতে এসেছেন। উমাশঙ্কর তখন ওই ব্যক্তিকে জানান তিনি কোনও রাহুল পাসওয়ানকে চেনেন না। এরপর ওই ব্যক্তি নিজের ফোন বের করে কিছুটা দূরে গিয়ে ফোন করতেও শুরু করেন কাউকে। ফোন রেখে পুনরায় ফিরে আসেন এবং উমাশঙ্কর চৌহানের অফিসের কাঁচের দরজার বাইরে থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

গুলির আঘাতে কাঁচের দরজা ভেঙে যায় এবং বেশ কয়েকটি গুলি উমাশঙ্করের শরীরে লাগে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয়রাই প্রথমে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে আসে কুলটি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান টাকা পয়সার লেনদেনের কারণেই এই খুন। তবে আসল কারণ তদন্তের পরেই জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর ৷ পাশাপাশি অফিসে লাগানো সিসিটিভি দেখে আততায়ীরকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন:

1. পরিচয় গোপন রাখতে ট্রেনের বদলে বাসই ভরসা জঙ্গিদের, এনআইএ-র নজরে বেসরকারি পরিবহণ সংস্থা

2. টানা বৃষ্টিতে ধস উত্তরবঙ্গে, নববর্ষের শুরুতেই কলকাতা প্রায় 40 ডিগ্রি

3. রাজ্যে গজিয়ে উঠেছে আল হিন্দ মডিউলের স্লিপার সেল! ধন্দে গোয়েন্দারা

কুলটি, 15 এপ্রিল: দিনেদুপুরে এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন এক ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায় ৷ পেশায় মৃত ব্যক্তি সুদ ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে ৷ মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর চৌহান (51) ৷

কুলটি থানার পুলিশ সূত্রে খবর, চিনাকুড়িতে বসবাসকারী ওই ব্যবসায়ীর অফিস ছিল বাড়ির কাছেই ৷ অফিসে ঢুকেই গুলি করা হয় উমাশঙ্কর চৌহানকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী কারনে এই খুন, ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সোমবার দুপুরে অফিসে বসেছিলেন উমাশঙ্কর চৌহান। তার সঙ্গে অফিসের আরও এক সঙ্গী ছিল রাজকুমার।

উমাশঙ্কর চৌহানের ওই সঙ্গী তথা প্রত্যক্ষদর্শী রাজকুমার জানান, এক ব্যক্তি একাই মুখে গামছা বেঁধে এসেছিলেন। তিনি জানান পেমেন্ট করতে এসেছেন। জনৈক রাহুল পাসওয়ানের বকেয়া টাকা নাকি তিনি মেটাতে এসেছেন। উমাশঙ্কর তখন ওই ব্যক্তিকে জানান তিনি কোনও রাহুল পাসওয়ানকে চেনেন না। এরপর ওই ব্যক্তি নিজের ফোন বের করে কিছুটা দূরে গিয়ে ফোন করতেও শুরু করেন কাউকে। ফোন রেখে পুনরায় ফিরে আসেন এবং উমাশঙ্কর চৌহানের অফিসের কাঁচের দরজার বাইরে থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

গুলির আঘাতে কাঁচের দরজা ভেঙে যায় এবং বেশ কয়েকটি গুলি উমাশঙ্করের শরীরে লাগে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয়রাই প্রথমে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে আসে কুলটি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান টাকা পয়সার লেনদেনের কারণেই এই খুন। তবে আসল কারণ তদন্তের পরেই জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর ৷ পাশাপাশি অফিসে লাগানো সিসিটিভি দেখে আততায়ীরকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।

আরও পড়ুন:

1. পরিচয় গোপন রাখতে ট্রেনের বদলে বাসই ভরসা জঙ্গিদের, এনআইএ-র নজরে বেসরকারি পরিবহণ সংস্থা

2. টানা বৃষ্টিতে ধস উত্তরবঙ্গে, নববর্ষের শুরুতেই কলকাতা প্রায় 40 ডিগ্রি

3. রাজ্যে গজিয়ে উঠেছে আল হিন্দ মডিউলের স্লিপার সেল! ধন্দে গোয়েন্দারা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.