ETV Bharat / state

মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টা, দেখুন সিসিটিভি ফুটেজ - Attempt to Rob at Asansol

Attempt to Rob: বাড়ির সামনের গলিতে ব্যবসায়ীকে মাথায় পিস্তল ধরল দুষ্কৃতীরা ৷ উপস্থিত বুদ্ধি ও সাহসের জেরে ছিনতাইকারীদের হাত থেকে বাঁচলেন ব্যবসায়ী ৷ গোটা ঘটনাটি ধরা পড়ল সিসিটিভিতে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 1:12 PM IST

Attempt to Rob at Asansol
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

আসানসোল, 27 অগস্ট: ব্যবসায়ীর বাইক থামিয়ে মাথায় পিস্তল ধরে ছিনতাইয়ের চেষ্টা । কিন্তু ব্যবসায়ীর সাহসের কাছে পরাস্ত হয়ে শেষে পালাল ছিনতাইকারীরা । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার সুমথপল্লী এলাকায় ।

ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টার সিসিটিভি ফুটেজ (ইটিভি ভারত)

এখানকার বাসিন্দা দীপঙ্কর চট্টোপাধ্যায় রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন । তখন তাঁর বাড়ির সামনেই এমন ঘটনা ঘটে । দীপঙ্কর রুখে দাঁড়ানোয় পালিয়ে যায় দুই দুষ্কৃতী । পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ এদিকে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । বারবার এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীদের ৷

জানা গিয়েছে, ব্যবসায়ী দীপঙ্কর চট্টোপাধ্যায়ের বার্নপুরের সুভাষপল্লীতে একটি দোকান রয়েছে । সোমবার রাতে সেই দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন । নিজের বাড়ির কাছের গলির মুখে আসতেই একটি বাইকে সওয়ার দুই যুবক তাঁকে থামায় । দীপঙ্কর চট্টোপাধ্যায় প্রথমে ভেবেছিলেন তারা হয়তো কারও বাড়ির সন্ধান করছে । তিনি থামতেই বাইকের পিছন থেকে নেমে কালো গেঞ্জি পরা একটি ছেলে তাঁর মাথায় পিস্তল ধরে ৷ তারপর সে হিন্দিতে যা আছে তাড়াতাড়ি বের করে দিতে বলে । দীপঙ্কর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার জেরে ওই যুবকের কলার টেনে ধরেন । এরপর শুরু হয় টানা হ্যাঁচড়া ।

তিনি চিৎকার করতে থাকেন ৷ আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বেরিয়ে আসেন বাড়ি থেকে । আর তা দেখেই ওই যুবকরা পগারপাড় । শেষ পর্যন্ত ওই দুষ্কৃতীকে ধরা সম্ভব হয়নি ৷ আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন দীপঙ্কর চট্টোপাধ্যায় ।

স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, এলাকায় এর আগেও বেশ কয়েকবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । মহিলাদের সোনার চেন টেনে ছিঁড়ে নেওয়া থেকে শুরু করে নানান ছিনতাইয়ের ঘটনা লেগেই থাকে । তারপর থেকে পুলিশের টহলও বাড়ানো হয়েছে । কিন্তু দুষ্কৃতীরা যে ভয় পায়নি, এই ঘটনা তা আরও একবার প্রমাণ করে দিয়ে গেল । সিসিটিভিতে গোটা ঘটনার ছবি উঠেছে । আসানসোল দক্ষিণ থানার পুলিশ সিসিটিভির ফুটেজ নিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজে লেগেছে । যদিও পুলিশের দাবি, খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে ।

আসানসোল, 27 অগস্ট: ব্যবসায়ীর বাইক থামিয়ে মাথায় পিস্তল ধরে ছিনতাইয়ের চেষ্টা । কিন্তু ব্যবসায়ীর সাহসের কাছে পরাস্ত হয়ে শেষে পালাল ছিনতাইকারীরা । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার সুমথপল্লী এলাকায় ।

ব্যবসায়ীর থেকে ছিনতাইয়ের চেষ্টার সিসিটিভি ফুটেজ (ইটিভি ভারত)

এখানকার বাসিন্দা দীপঙ্কর চট্টোপাধ্যায় রাতে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন । তখন তাঁর বাড়ির সামনেই এমন ঘটনা ঘটে । দীপঙ্কর রুখে দাঁড়ানোয় পালিয়ে যায় দুই দুষ্কৃতী । পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় ৷ এদিকে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । বারবার এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীদের ৷

জানা গিয়েছে, ব্যবসায়ী দীপঙ্কর চট্টোপাধ্যায়ের বার্নপুরের সুভাষপল্লীতে একটি দোকান রয়েছে । সোমবার রাতে সেই দোকান বন্ধ করে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন । নিজের বাড়ির কাছের গলির মুখে আসতেই একটি বাইকে সওয়ার দুই যুবক তাঁকে থামায় । দীপঙ্কর চট্টোপাধ্যায় প্রথমে ভেবেছিলেন তারা হয়তো কারও বাড়ির সন্ধান করছে । তিনি থামতেই বাইকের পিছন থেকে নেমে কালো গেঞ্জি পরা একটি ছেলে তাঁর মাথায় পিস্তল ধরে ৷ তারপর সে হিন্দিতে যা আছে তাড়াতাড়ি বের করে দিতে বলে । দীপঙ্কর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার জেরে ওই যুবকের কলার টেনে ধরেন । এরপর শুরু হয় টানা হ্যাঁচড়া ।

তিনি চিৎকার করতে থাকেন ৷ আওয়াজ পেয়ে প্রতিবেশীরা বেরিয়ে আসেন বাড়ি থেকে । আর তা দেখেই ওই যুবকরা পগারপাড় । শেষ পর্যন্ত ওই দুষ্কৃতীকে ধরা সম্ভব হয়নি ৷ আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন দীপঙ্কর চট্টোপাধ্যায় ।

স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, এলাকায় এর আগেও বেশ কয়েকবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । মহিলাদের সোনার চেন টেনে ছিঁড়ে নেওয়া থেকে শুরু করে নানান ছিনতাইয়ের ঘটনা লেগেই থাকে । তারপর থেকে পুলিশের টহলও বাড়ানো হয়েছে । কিন্তু দুষ্কৃতীরা যে ভয় পায়নি, এই ঘটনা তা আরও একবার প্রমাণ করে দিয়ে গেল । সিসিটিভিতে গোটা ঘটনার ছবি উঠেছে । আসানসোল দক্ষিণ থানার পুলিশ সিসিটিভির ফুটেজ নিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজে লেগেছে । যদিও পুলিশের দাবি, খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.