ETV Bharat / state

বিডিওর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মুখ্যমন্ত্রীকে চিঠি ব্যবসায়ীর - corruption allegation against BDO - CORRUPTION ALLEGATION AGAINST BDO

Corruption allegation against BDO: আলিপুরদুয়ার 2 নং ব্লকের বিডিও-র বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ জানালেন স্থানীয় এক ব্যবসায়ী ৷ আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলাশাসকের দফতরে গিয়ে আজ তিনি অভিযোগ জানান বিডিও নিমা শেরিং শেরপার বিরুদ্ধে ৷ এবিষয়ে মুখ্যমন্ত্রীকেও ইমেল পাঠিয়েছেন তিনি ৷

ETV BHARAT
বিডিওর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 6:54 PM IST

Updated : Jun 28, 2024, 7:16 PM IST

আলিপুরদুয়ার, 28 জুন: আলিপুরদুয়ার 2 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল । স্থানীয় এক ব্যবসায়ী জেলাশাসকের মাধ্যমে অভিযোগপত্র পাঠালেন মুখ্যমন্ত্রীকেও ।

বিডিওর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ (নিজস্ব ভিডিয়ো)

শুক্রবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেন যশোডাঙ্গা এলাকার এক ব্যবসায়ী । জানা গিয়েছে, নির্বাচনের টাকায় সরকারি শৌচালয় ও পানীয় জলের কল-সহ একাধিক কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে বিডিও-র বিরুদ্ধে । এদিন আলিপুরদুয়ারের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের দফতরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে অভিযোগপত্র জমা দেন ওই ব্যবসায়ী ।

জানা গিয়েছে, জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দুর্নীতির বিষয়ে অবগত করার জন্য এদিন অভিযোগ করা হয় । একদিকে যখন দুর্নীতি ও জবরদখল নিয়ে সরব গোটা রাজ্য, সেই সময় আলিপুরদুয়ারে সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তা নিয়ে জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷

অভিযোগকারী ব্যবসায়ী মলয় দেবনাথ জানান, "আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও নিমা শেরিং শেরপার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি জেলাশাসকের কাছে । আমি কপি দিয়েছি পুলিশ সুপারকে ৷ মুখ্যমন্ত্রীকে ইমেল করে পাঠিয়েছি । নির্বাচনের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । গত লোকসভা নির্বাচনের প্রচুর টাকা এসেছিল আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকে, সেখানে দেখা যাচ্ছে টয়লেট তৈরি করার একটি অর্ডার ছিল ৷ বলা হয়েছিল 43টি নতুন টয়লেট হবে । কিন্তু কোনও টয়লেট নতুন হয়নি । টয়লেট হয়েছে, তবে সেটা প্লাস্টিকের । তাঁর নিজের পছন্দ মতো ঠিকাদারকে দিয়ে তিনি এই সমস্ত কাজগুলো করিয়েছেন । টিউবওয়েল বসিয়েছেন ৷ ইতিমধ্যেই পনেরো লক্ষ টাকা অলরেডি পেমেন্ট হয়ে গিয়েছে টয়লেটের জন্য কিন্তু আমার চোখে পড়েনি কোনও নতুন টয়লেট । বিভিন্ন দিক দিয়ে তিনি একের পর এক দুর্নীতি করে যাচ্ছেন । তাই আজ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম । মুখ্যমন্ত্রীকেও ইমেলে বিষয়টি জানালাম । এর পরবর্তীতে আমি উচ্চ আদালতে যাচ্ছি তাঁর বিরুদ্ধে । আমি চাইছি বিভাগীয় তদন্ত হোক । বিভাগীয় তদন্ত হলেই সবকিছু উঠে আসবে ।"

এদিকে আলিপুরদুয়ারের 2 নং ব্লকের বিডিও নিমা শেরিং শেরপা জানান, "এই অভিযোগ ভিত্তিহীন । অভিযোগ কী করেছে আমার জানা নেই ।"

আলিপুরদুয়ার, 28 জুন: আলিপুরদুয়ার 2 নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল । স্থানীয় এক ব্যবসায়ী জেলাশাসকের মাধ্যমে অভিযোগপত্র পাঠালেন মুখ্যমন্ত্রীকেও ।

বিডিওর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ (নিজস্ব ভিডিয়ো)

শুক্রবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেন যশোডাঙ্গা এলাকার এক ব্যবসায়ী । জানা গিয়েছে, নির্বাচনের টাকায় সরকারি শৌচালয় ও পানীয় জলের কল-সহ একাধিক কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে বিডিও-র বিরুদ্ধে । এদিন আলিপুরদুয়ারের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের দফতরে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে অভিযোগপত্র জমা দেন ওই ব্যবসায়ী ।

জানা গিয়েছে, জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দুর্নীতির বিষয়ে অবগত করার জন্য এদিন অভিযোগ করা হয় । একদিকে যখন দুর্নীতি ও জবরদখল নিয়ে সরব গোটা রাজ্য, সেই সময় আলিপুরদুয়ারে সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তা নিয়ে জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷

অভিযোগকারী ব্যবসায়ী মলয় দেবনাথ জানান, "আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের বিডিও নিমা শেরিং শেরপার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি জেলাশাসকের কাছে । আমি কপি দিয়েছি পুলিশ সুপারকে ৷ মুখ্যমন্ত্রীকে ইমেল করে পাঠিয়েছি । নির্বাচনের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । গত লোকসভা নির্বাচনের প্রচুর টাকা এসেছিল আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকে, সেখানে দেখা যাচ্ছে টয়লেট তৈরি করার একটি অর্ডার ছিল ৷ বলা হয়েছিল 43টি নতুন টয়লেট হবে । কিন্তু কোনও টয়লেট নতুন হয়নি । টয়লেট হয়েছে, তবে সেটা প্লাস্টিকের । তাঁর নিজের পছন্দ মতো ঠিকাদারকে দিয়ে তিনি এই সমস্ত কাজগুলো করিয়েছেন । টিউবওয়েল বসিয়েছেন ৷ ইতিমধ্যেই পনেরো লক্ষ টাকা অলরেডি পেমেন্ট হয়ে গিয়েছে টয়লেটের জন্য কিন্তু আমার চোখে পড়েনি কোনও নতুন টয়লেট । বিভিন্ন দিক দিয়ে তিনি একের পর এক দুর্নীতি করে যাচ্ছেন । তাই আজ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম । মুখ্যমন্ত্রীকেও ইমেলে বিষয়টি জানালাম । এর পরবর্তীতে আমি উচ্চ আদালতে যাচ্ছি তাঁর বিরুদ্ধে । আমি চাইছি বিভাগীয় তদন্ত হোক । বিভাগীয় তদন্ত হলেই সবকিছু উঠে আসবে ।"

এদিকে আলিপুরদুয়ারের 2 নং ব্লকের বিডিও নিমা শেরিং শেরপা জানান, "এই অভিযোগ ভিত্তিহীন । অভিযোগ কী করেছে আমার জানা নেই ।"

Last Updated : Jun 28, 2024, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.