ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর আশ্বাসেও মেলেনি স্বস্তি! আধার কার্ড বাতিলে আতঙ্কিত গ্রামবাসীরা

Aadhaar Card deactivation: পূর্ব বর্ধমানের জামালপুরের আবুজহাটি, আঝাপুর, জৌগ্রাম এলাকায় প্রায় 60 জনের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসেছে ৷ এছাড়াও বীরভূম, নদিয়া, দুই 24 পরগনা এমনকি উত্তরবঙ্গেও একাধিক আধার কার্ড বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 10:04 AM IST

জামালপুর, 20 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর আশ্বাসেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের ৷ পোস্ট অফিসের কর্মীদের দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন ৷ বুঝতে পারছেন না আধার কার্ড বাতিল হয়ে গেলে কী করবেন । এমনকী আধার বাতিল হলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে গ্যাস ও মোবাইল ফোনের সংযোগের কী হবে সেই ব্যাপারেও কিছু জানেন না ৷ জানা গিয়েছে, জামালপুর ব্লক প্রশাসনের তরফে পোস্ট অফিস সঙ্গে যোগাযাগ করা হয়েছিল ৷ প্রশাসনের তরফে আধার বাতিল সংক্রান্ত কতজনের নামে এই চিঠি পাঠানো হয়েছে সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে ।

আধার কার্ড বাতিল করা হলেও সরকারি পরিষেবা বন্ধ না হওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার সিউড়ির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন আধার কার্ড থাকুক কিংবা বাতিল করা হোক রাজ্যের পরিষেবা কোনওভাবেই বন্ধ হবে না ।

ঘটনা প্রসঙ্গে এক গ্রামবাসী বিপুন বিশ্বাস বলেন, "10-12 বছর ধরে এলাকায় আছি । ভোটার ও আধার কার্ড করেছি । হঠাৎ দেখলাম পোস্ট অফিস থেকে চিঠি পাঠানো হয়েছে । তাতে আধার কার্ড বাতিল সংক্রান্ত কিছু লেখা আছে । আবুজহাটি গ্রাম প্রধানকে জানিয়েছি । জানি না কী হবে ।"
তাঁর কথার রেশ টেনে আরও এক গ্রামবাসী সজল ব্যাপারী জানান, পোস্ট অফিস থেকে তাঁর বাড়িতে চিঠি এসেছে । আতঙ্কে সেই চিঠি খোলা হয়নি । পরে জানা গিয়েছে, আধার কার্ড বাতিল সংক্রান্ত কাগজপত্র । তাঁর কথায়, "আমার তো ভোটার কার্ডও আছে । ভোটও দিয়েছি । তাহলে আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন । আমাদের গ্রামে প্রায় 50 জনের কাছে এই চিঠি এসেছে । কিন্তু আমরা এই কার্ডকে বৈধ বলেই মনে করছি । এর সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব ।"

আরও এক গ্রামবাসী পুতুল সরকার বলেন, " চিঠি এসেছে যে আধার কার্ড বাতিল করা হয়েছে আমাদের । তাহলে তো আমরা অবৈধ ভোটারে পরিণত হব । আমাদের রেশন এমনিতেই বন্ধ হয়ে গিয়েছে । এবার আধার কার্ড বাতিল হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি কিছু ব্যবস্থা গ্রহণের জন্য ।"

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, UIDAI যে 28-এ ধারার কথা উল্লেখ করা আছে সেই ধারা অনুযায়ী কেউ যদি বিদেশি হয় কিংবা ভিসার শর্ত পালন করা না হলে আধার কার্ড বাতিল হতে পারে । এক্ষেত্রে কী কারণে বাতিল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । এখনও পর্যন্ত আধার কার্ড সংক্রান্ত কোনও কিছু বিষয় নিয়ে স্পষ্ট করে কোনও নির্দেশিকা আসেনি । তাই এই বিষয়ে কোনও বার্তা এখনই দেওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন:

  1. 'প্রযুক্তিগত ত্রুটির কারণেই বাতিল আধার কার্ড', হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে দাবি শান্তনুর
  2. আধার কার্ড বাতিলের কারণে হয়নি পরীক্ষার ফর্ম ফিলাপ, অন্ধকারে কলেজ পড়ুয়ার ভবিষ্যৎ
  3. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

জামালপুর, 20 ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রীর আশ্বাসেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের ৷ পোস্ট অফিসের কর্মীদের দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন ৷ বুঝতে পারছেন না আধার কার্ড বাতিল হয়ে গেলে কী করবেন । এমনকী আধার বাতিল হলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে গ্যাস ও মোবাইল ফোনের সংযোগের কী হবে সেই ব্যাপারেও কিছু জানেন না ৷ জানা গিয়েছে, জামালপুর ব্লক প্রশাসনের তরফে পোস্ট অফিস সঙ্গে যোগাযাগ করা হয়েছিল ৷ প্রশাসনের তরফে আধার বাতিল সংক্রান্ত কতজনের নামে এই চিঠি পাঠানো হয়েছে সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে ।

আধার কার্ড বাতিল করা হলেও সরকারি পরিষেবা বন্ধ না হওয়ার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার সিউড়ির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন আধার কার্ড থাকুক কিংবা বাতিল করা হোক রাজ্যের পরিষেবা কোনওভাবেই বন্ধ হবে না ।

ঘটনা প্রসঙ্গে এক গ্রামবাসী বিপুন বিশ্বাস বলেন, "10-12 বছর ধরে এলাকায় আছি । ভোটার ও আধার কার্ড করেছি । হঠাৎ দেখলাম পোস্ট অফিস থেকে চিঠি পাঠানো হয়েছে । তাতে আধার কার্ড বাতিল সংক্রান্ত কিছু লেখা আছে । আবুজহাটি গ্রাম প্রধানকে জানিয়েছি । জানি না কী হবে ।"
তাঁর কথার রেশ টেনে আরও এক গ্রামবাসী সজল ব্যাপারী জানান, পোস্ট অফিস থেকে তাঁর বাড়িতে চিঠি এসেছে । আতঙ্কে সেই চিঠি খোলা হয়নি । পরে জানা গিয়েছে, আধার কার্ড বাতিল সংক্রান্ত কাগজপত্র । তাঁর কথায়, "আমার তো ভোটার কার্ডও আছে । ভোটও দিয়েছি । তাহলে আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন । আমাদের গ্রামে প্রায় 50 জনের কাছে এই চিঠি এসেছে । কিন্তু আমরা এই কার্ডকে বৈধ বলেই মনে করছি । এর সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব ।"

আরও এক গ্রামবাসী পুতুল সরকার বলেন, " চিঠি এসেছে যে আধার কার্ড বাতিল করা হয়েছে আমাদের । তাহলে তো আমরা অবৈধ ভোটারে পরিণত হব । আমাদের রেশন এমনিতেই বন্ধ হয়ে গিয়েছে । এবার আধার কার্ড বাতিল হলে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে । মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি কিছু ব্যবস্থা গ্রহণের জন্য ।"

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, UIDAI যে 28-এ ধারার কথা উল্লেখ করা আছে সেই ধারা অনুযায়ী কেউ যদি বিদেশি হয় কিংবা ভিসার শর্ত পালন করা না হলে আধার কার্ড বাতিল হতে পারে । এক্ষেত্রে কী কারণে বাতিল হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । এখনও পর্যন্ত আধার কার্ড সংক্রান্ত কোনও কিছু বিষয় নিয়ে স্পষ্ট করে কোনও নির্দেশিকা আসেনি । তাই এই বিষয়ে কোনও বার্তা এখনই দেওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন:

  1. 'প্রযুক্তিগত ত্রুটির কারণেই বাতিল আধার কার্ড', হোয়াটস অ্যাপ নম্বর দিয়ে দাবি শান্তনুর
  2. আধার কার্ড বাতিলের কারণে হয়নি পরীক্ষার ফর্ম ফিলাপ, অন্ধকারে কলেজ পড়ুয়ার ভবিষ্যৎ
  3. আধার বাতিল কেন্দ্রীয় চক্রান্ত, প্রয়োজনে আলাদা কার্ড দেওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.