ETV Bharat / state

সরস্বতী পুজোতেও থিমের বাহার, বৌদ্ধ মন্দিরের আদলে গড়ে উঠছে মণ্ডপ - Saraswati puja

Saraswati Puja 2024: শিক্ষা নিয়ে চারদিকের অরাজকতা চলছে ৷ সে কথা মাথায় রেখে শান্তির বার্তা দিতে বৌদ্ধ মন্দিরের আদলে গড়ে উঠছে বেহালা কিশোর সংঘের সরস্বতী পুজোর মণ্ডপ ৷ এবারে তাদের পুজোর ট্যাগলাইন 'চার হাতের চমৎকার' ৷

Saraswati Puja
সরস্বতী পুজো
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 2:12 PM IST

বৌদ্ধ মন্দিরের আদলে গড়ে উঠছে সরস্বতী পুজোর মণ্ডপ

বেহালা, 7 ফেব্রুয়ারি: সরস্বতী পুজো এলেই মনে পড়ে আগের দিন রাত থেকে থার্মোকল, বেতের বেড়া জোগাড় করে পাড়ায় পাড়ায় ছেলেমেয়েদের প্যান্ডেল বাঁধা, ঠাকুর আনার হিড়িক । আর প্যান্ডেলের চারধারে পাড়ার ছেলেমেয়েদের আঁকা টানিয়ে প্রদর্শনী । আগের দিন রাতেই ঠাকুর, দশকর্মার বাজার, ফলফলাদির বাজার সেরে ফেলা । কেন না রাত পোহালেই পুজোর তোড়জোড় । এখন সেই চিত্রটা খানিকটা হলেও বদলেছে । দুর্গাপুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া । কোথাও থিম না হলেও প্যান্ডেলে থাকছে রকমারি । বেহালা কিশোর সংঘে প্রতি বছরই কোনও না কোনও নতুন ঢঙে সেজে ওঠে । এ বছরেও অন্যথা হবে না তার । এবার তাদের নতুন ভাবনা 'বৌদ্ধ মন্দির' ।

উদ্যোক্তা সমীরণ দাসের কাছ থেকে জানা গিয়েছে, নির্দিষ্ট কোনও প্যাগোডার অনুকরণে নয়, শিল্পীর একেবারে নিজস্ব ভাবনায় গড়ে উঠছে বেহালা কিশোর সংঘের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের সরস্বতী পুজোর মণ্ডপ । তিনি বলেন, "সিকিম, ভুটানে বা পৃথিবীর যে কোনও প্রান্তে গেলে আমরা বহু প্যাগোডা দেখি । সেগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি হয় । সেগুলিকে এক জায়গায় এনেই আমাদের এবারের পুজো মণ্ডপ । জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ । প্রতিমা তৈরির কাজ শেষ ।"

Saraswati Puja
চলছে মণ্ডপসজ্জার কাজ

শিল্পী বিপ্লব রক্ষিত বলেন, "শিক্ষা নিয়ে চারদিকে যে অরাজকতা চলছে সেখানে একটা শান্তির দরকার ৷ আর গৌতম বুদ্ধ হলেন শান্তির প্রতিমূর্তি । তাই বৌদ্ধ মন্দিরের আদলে এবারের থিম । কোনও বৌদ্ধ মন্দিরে ঢুকলে আমরা সোনালি রঙের বুদ্ধমূর্তি দেখি । তাই সোনালি রঙের দেবী স্থাপন করছি এবার । মেন গেটে থাকবে ড্রাগন । রাতে ড্রাগনের মুখ থেকে বেরোবে আগুন । সবটাই আলোর খেলায় । আলোয় ঝলমল করবে আমাদের এবারের পুজো মণ্ডপ ।"

Saraswati Puja
প্রতিমাসজ্জাতে ব্যস্ত শিল্পী

বেহালা কিশোর সংঘের পুজো মণ্ডপ তৈরির শেষ সময়ের প্রস্তুতি চলছে । তাদের এবারের পুজোর ট্যাগলাইন 'চার হাতের চমৎকার'। চারজন শিল্পীর সমন্বয়ে বাণী বন্দনার ভাবনা পূর্ণতা লাভ করতে চলেছে এবার । এই চার শিল্পীরা হলেন প্রতিমা শিল্পী বিপ্লব রক্ষিত, মণ্ডপ শিল্পী তরুণ দাস, আলোক সজ্জায় শেখ আসলাম হোসেন (মন্টু) এবং আবহ সঙ্গীতে সৈকত দেব । আগামী 13 ফেব্রুয়ারি পুজোর উদ্বোধন হবে বৌদ্ধ মঠের পুরোহিতদের হাত ধরে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

আরও পড়ুন:

  1. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  2. তত্ত্বের আড়ালে হারায় মন, সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়ে ছাত্রছাত্রী নিবাস
  3. পুরোহিতের আসতে দেরি, কলকাতার এই স্কুলে শিক্ষিকারাই করলেন বাণী বন্দনা

বৌদ্ধ মন্দিরের আদলে গড়ে উঠছে সরস্বতী পুজোর মণ্ডপ

বেহালা, 7 ফেব্রুয়ারি: সরস্বতী পুজো এলেই মনে পড়ে আগের দিন রাত থেকে থার্মোকল, বেতের বেড়া জোগাড় করে পাড়ায় পাড়ায় ছেলেমেয়েদের প্যান্ডেল বাঁধা, ঠাকুর আনার হিড়িক । আর প্যান্ডেলের চারধারে পাড়ার ছেলেমেয়েদের আঁকা টানিয়ে প্রদর্শনী । আগের দিন রাতেই ঠাকুর, দশকর্মার বাজার, ফলফলাদির বাজার সেরে ফেলা । কেন না রাত পোহালেই পুজোর তোড়জোড় । এখন সেই চিত্রটা খানিকটা হলেও বদলেছে । দুর্গাপুজোর পাশাপাশি সরস্বতী পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া । কোথাও থিম না হলেও প্যান্ডেলে থাকছে রকমারি । বেহালা কিশোর সংঘে প্রতি বছরই কোনও না কোনও নতুন ঢঙে সেজে ওঠে । এ বছরেও অন্যথা হবে না তার । এবার তাদের নতুন ভাবনা 'বৌদ্ধ মন্দির' ।

উদ্যোক্তা সমীরণ দাসের কাছ থেকে জানা গিয়েছে, নির্দিষ্ট কোনও প্যাগোডার অনুকরণে নয়, শিল্পীর একেবারে নিজস্ব ভাবনায় গড়ে উঠছে বেহালা কিশোর সংঘের প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের সরস্বতী পুজোর মণ্ডপ । তিনি বলেন, "সিকিম, ভুটানে বা পৃথিবীর যে কোনও প্রান্তে গেলে আমরা বহু প্যাগোডা দেখি । সেগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা ছবি তৈরি হয় । সেগুলিকে এক জায়গায় এনেই আমাদের এবারের পুজো মণ্ডপ । জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ । প্রতিমা তৈরির কাজ শেষ ।"

Saraswati Puja
চলছে মণ্ডপসজ্জার কাজ

শিল্পী বিপ্লব রক্ষিত বলেন, "শিক্ষা নিয়ে চারদিকে যে অরাজকতা চলছে সেখানে একটা শান্তির দরকার ৷ আর গৌতম বুদ্ধ হলেন শান্তির প্রতিমূর্তি । তাই বৌদ্ধ মন্দিরের আদলে এবারের থিম । কোনও বৌদ্ধ মন্দিরে ঢুকলে আমরা সোনালি রঙের বুদ্ধমূর্তি দেখি । তাই সোনালি রঙের দেবী স্থাপন করছি এবার । মেন গেটে থাকবে ড্রাগন । রাতে ড্রাগনের মুখ থেকে বেরোবে আগুন । সবটাই আলোর খেলায় । আলোয় ঝলমল করবে আমাদের এবারের পুজো মণ্ডপ ।"

Saraswati Puja
প্রতিমাসজ্জাতে ব্যস্ত শিল্পী

বেহালা কিশোর সংঘের পুজো মণ্ডপ তৈরির শেষ সময়ের প্রস্তুতি চলছে । তাদের এবারের পুজোর ট্যাগলাইন 'চার হাতের চমৎকার'। চারজন শিল্পীর সমন্বয়ে বাণী বন্দনার ভাবনা পূর্ণতা লাভ করতে চলেছে এবার । এই চার শিল্পীরা হলেন প্রতিমা শিল্পী বিপ্লব রক্ষিত, মণ্ডপ শিল্পী তরুণ দাস, আলোক সজ্জায় শেখ আসলাম হোসেন (মন্টু) এবং আবহ সঙ্গীতে সৈকত দেব । আগামী 13 ফেব্রুয়ারি পুজোর উদ্বোধন হবে বৌদ্ধ মঠের পুরোহিতদের হাত ধরে বলে জানিয়েছেন উদ্যোক্তারা ।

আরও পড়ুন:

  1. সরস্বতী পুজোর দিনে বইপুজো করার রীতি কেন ? জানুন বিশেষজ্ঞের মতামত
  2. তত্ত্বের আড়ালে হারায় মন, সম্প্রীতির বন্ধনে বাঁধা পড়ে ছাত্রছাত্রী নিবাস
  3. পুরোহিতের আসতে দেরি, কলকাতার এই স্কুলে শিক্ষিকারাই করলেন বাণী বন্দনা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.