কলকাতা, 9 অগস্ট: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্মৃতিচারণায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন তিনি ৷ সৌরভ জানান, খেলা-পাগল ছিলেন এবং খেলোয়াড়দের পারফরম্যান্স সম্পর্কে সব সময় নিজেকে আপডেট রাখতেন তিনি ।
শুক্রবার এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুম্বই থেকে আসার পর, সৌরভ সাংবাদিকদের জানান, শুধু সমসাময়িক ক্রিকেটারই নয়, বুদ্ধবাবু পঙ্কজ রায়ের মতো প্রাক্তন ক্রিকেট তারকা, তাঁর অধিনায়কত্ব এবং ব্যাটিং নিয়েও আলোচনা করতেন ৷
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, "বুদ্ধবাবু ক্রিকেট পাগল ছিলেন। তিনি ক্রিকেট ম্যাচের আগে ও পরে আমার সঙ্গে কথা বলতেন এবং আমাদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করতেন । খেলা এবং এর নিয়মকানুন সম্পর্কে তাঁর যথেষ্ট দখল ছিল। ক্রিকেট নিয়ে আমার সঙ্গে বিস্তর আলোচনা হতো । আমি 6 বছর ক্যাপ্টেন ছিলাম । যতবারই কথা হয়েছে, ক্রিকেট নিয়েই কথা হয়েছে। বাংলা ও দেশের ক্রিকেটের ইতিহাস তিনি ভালোভাবে জানতেন । এমন একজনকে আমরা খুব মিস করব ৷"
সৌরভ সাংবাদিকদের জানান, বুদ্ধদেব ভট্টাচার্য চলচ্চিত্র এবং বই নিয়ে আলোচনা করতেও পছন্দ করতেন ৷ স্মৃতিচারণায় সৌরভ জানান, বুদ্ধবাবু 2003 বিশ্বকাপের পর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেখানে ভারত রানার্স আপ হয়েছিল। তিনি বলেন, "যখনই আমরা দেখা করতাম, তিনি আমার স্বাস্থ্য এবং আমার পরিবার কেমন আছে, সে সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কিন্তু, তিনি কখনও কোনও দিনই রাজনীতিতে আসা বা রাজনীতি নিয়ে কথা বলেননি ৷ আমি বরাবরই ওঁকে ভীষণ শ্রদ্ধা করতাম । ওঁনার আত্মার শান্তি কামনা করি ।"