কলকাতা, 1 মে: বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করল বিএসএফ, যার বাজারমূল্য কোটির কাছাকাছি ৷ এই সীমান্ত পাচারে 'কোড ল্যাঙ্গুয়েজ'-এ মাধ্যমে সোনা পাচারের চেষ্টা চলছিল ৷ বিএসএফের কাছে এই ঘটনা একপ্রকার নতুন বলা যায় ৷ 30 এপ্রিল, মঙ্গলবার নদিয়ার 84 নম্বর ব্যাটালিয়নের সীমান্তের নাটনা চৌকির বিএসএফ জওয়ানরা এই সোনা চোরাচালান রুখে দেয় ৷ বিভিন্ন আকারের 8টি সোনার টুকরো সমেত এক চোরাকারবারিকে আটক করেছে বিএসএফ ৷ এই সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল ৷ বাজেয়াপ্ত সোনার টুকরাগুলির ওজন 1 হাজার 161.9 গ্রাম ৷ এর আনুমানিক বাজার মূল্য 84 লক্ষ 70 হাজার 130 টাকা ৷
বিএসএফ সূত্রে খবর, কর্তব্যরত অবস্থায় জওয়ানরা এক সন্দেহভাজন ভারতীয় নাগরিককে সীমান্ত সংলগ্ন রাস্তায় আসতে দেখেন ৷ তৎক্ষণাৎ সন্দেহভাজন ব্যক্তিকে থামানো হয় ৷ ওই ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে বিভিন্ন আকারের 8টি সোনার টুকরো উদ্ধার করা হয় ৷ ওই ব্যক্তিকে আটক করে সোনা বাজেয়াপ্ত করা হয় ৷ ধৃতের নাম ফিদেল এসকে। সে নদিয়ার নবীনগর গ্রামের বাসিন্দা ৷
জিজ্ঞাসাবাদের সময় ফিদেল এসকে বিএসএফকে জানায়, চাষের কাজের জন্য সে কাঁটাতার এলাকায় প্রবেশ করে ৷ একজন বাংলাদেশি সহযোগীর সঙ্গে দেখা করতে গিয়েছিল ফিদেল ৷ তার থেকে সোনা নিয়ে নবীনগর গ্রামের দিকে হাঁটা শুরু করে সে ৷ এমন সময় বিএসএফ তাকে হাতেনাতে পাকড়াও করে ৷ এই সোনা কলকাতার দমদম রেলওয়ে স্টেশনে নিয়ে যেতে বলা হয়েছিল ৷ সেখানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে এই সোনা হস্তান্তরের কথা ছিল ৷
শর্ত ছিল একটাই, ফিদেল যাকে সোনা দেবে, সেই ব্যক্তিকে একটি কোড বলতে হবে, সঙ্গে থাকতে হবে রয়্যাল এনফিল্ড বাইক ৷ সেই কোডটি হল, '786-92/দ্য রয়্যাল বেঙ্গল টাইগার' ৷ কিন্তু, দমদমে পৌঁছনর আগে সীমান্তেই ফিদেলকে ধরে ফেলে বিএসএফ ৷ এই বাজেয়াপ্ত সোনার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নদিয়া চাপড়া কাস্টমস স্টেশনে হস্তান্তর করা হয়েছে ৷
আরও পড়ুন: