ETV Bharat / state

44 লক্ষের সোনা-সহ রিকশা চালককে আটক করল বিএসএফ - Bangladesh

Gold Seized: কয়েক লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার করল বিএসএফ ৷ এক ই-রিকশা চালকের কাছ থেকে এই বিপুল পরিমাণ সোনা পেয়েছে বিএসএফ ৷ ওই চালককে গ্রেফতার করা হয়েছে ৷

ETV BHarat
ভারতে সোনা পাচারের চেষ্টা বানচাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 9:24 AM IST

কলকাতা, 31 জানুয়ারি: 44 লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হল টোটো চালকের কাছ থেকে ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার তারালি গ্রামের ৷ এখানে এক টোটো চালকের থেকে বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল 686 গ্রাম ওজনের 6টি সোনার বার ৷ সোনা সমেত একজন চোরাকারবারীকে গ্রেফতারর করেছে বিএসএফ ৷ বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের আনুমানিক মূল্য 44 লক্ষ 32 হাজার 451 টাকা ৷

বিএসএফ সূত্রের খবর, তাদের কাছে খবর ছিল সীমান্ত চৌকি তারালিতে সোনার বিস্কুট পাচারের চেষ্টা হতে পারে ৷ এরপর বিএসএফ জওয়ানরা হাকিমপুর চেকপয়েন্টে তরিকুল ইসলাম গাজী নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে ৷ যিনি বাংলাদেশের দিকে তারালি গ্রাম থেকে ই-রিকশা চালিয়ে হাকিমপুর চেকপয়েন্ট হয়ে তেঁতুলিয়া অর্থাৎ ভারতের দিকে যাচ্ছিল ৷ বিএসএফ ওই ই-রিকশায় অনুসন্ধান চালায় ৷ ই-রিকশা থেকে বাদামি রঙের টেপ দিয়ে মোড়ানো 6টি সোনার বিস্কুট পাওয়া যায় ৷ সঙ্গে সঙ্গে, চোরাকারবারীকে গ্রেফতার করা হয় এবং সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে বিএসএফ ৷

জানা গিয়েছে, পাচারকারীর পরিচয় তরিকুল ইসলাম গাজী ৷ সে তারালি মাঝেরপাড়ার বাসিন্দা ৷ জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলাম গাজী জানিয়েছে, সে ভারতীয় ৷ ই-রিকশা চালিয়ে তার সংসার চলে ৷ বালাদেশের সাতক্ষীরা জেলার বেলডাঙার সোনাই নদীর কাছে এক ব্য়ক্তির কাছ থেকে ওই সোনা পেয়েছে সে ৷ এরপর ই-রিকশায় প্যাকেটটি লুকিয়ে হাকিমপুর চেকপয়েন্টের দিকে চলে যায় ৷ চেকপয়েন্ট পার হওয়ার পর ওই ই-রিকশা চালক তেঁতুলিয়ার এক অজ্ঞাত ব্যক্তির কাছে 6টি সোনার বিস্কুটে একটি প্যাকেট হস্তান্তর করার কথা ছিল ৷ এই কাজের জন্য সে 450 টাকা পেত ৷ কিন্তু পথে, বিএসএফ কর্মীরা তার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিএসএফের তৎপরতায় পাচারের আগে উদ্ধার হল 44টি মোষ
  2. বানচাল 5 কোটির সোনার বিস্কুটের পাচার, গ্রেফতার 5
  3. পাচার যোগে গ্রেফতার সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি, উদ্ধার বিরল মৃগনাভি-কাঠবিড়ালির চামড়া

কলকাতা, 31 জানুয়ারি: 44 লক্ষ টাকা মূল্যের সোনা উদ্ধার হল টোটো চালকের কাছ থেকে ৷ ঘটনাটি উত্তর 24 পরগনার স্বরূপনগর থানা এলাকার তারালি গ্রামের ৷ এখানে এক টোটো চালকের থেকে বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল 686 গ্রাম ওজনের 6টি সোনার বার ৷ সোনা সমেত একজন চোরাকারবারীকে গ্রেফতারর করেছে বিএসএফ ৷ বাজেয়াপ্ত করা সোনার বিস্কুটের আনুমানিক মূল্য 44 লক্ষ 32 হাজার 451 টাকা ৷

বিএসএফ সূত্রের খবর, তাদের কাছে খবর ছিল সীমান্ত চৌকি তারালিতে সোনার বিস্কুট পাচারের চেষ্টা হতে পারে ৷ এরপর বিএসএফ জওয়ানরা হাকিমপুর চেকপয়েন্টে তরিকুল ইসলাম গাজী নামের এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে ৷ যিনি বাংলাদেশের দিকে তারালি গ্রাম থেকে ই-রিকশা চালিয়ে হাকিমপুর চেকপয়েন্ট হয়ে তেঁতুলিয়া অর্থাৎ ভারতের দিকে যাচ্ছিল ৷ বিএসএফ ওই ই-রিকশায় অনুসন্ধান চালায় ৷ ই-রিকশা থেকে বাদামি রঙের টেপ দিয়ে মোড়ানো 6টি সোনার বিস্কুট পাওয়া যায় ৷ সঙ্গে সঙ্গে, চোরাকারবারীকে গ্রেফতার করা হয় এবং সোনার বিস্কুটগুলি বাজেয়াপ্ত করে বিএসএফ ৷

জানা গিয়েছে, পাচারকারীর পরিচয় তরিকুল ইসলাম গাজী ৷ সে তারালি মাঝেরপাড়ার বাসিন্দা ৷ জিজ্ঞাসাবাদে তরিকুল ইসলাম গাজী জানিয়েছে, সে ভারতীয় ৷ ই-রিকশা চালিয়ে তার সংসার চলে ৷ বালাদেশের সাতক্ষীরা জেলার বেলডাঙার সোনাই নদীর কাছে এক ব্য়ক্তির কাছ থেকে ওই সোনা পেয়েছে সে ৷ এরপর ই-রিকশায় প্যাকেটটি লুকিয়ে হাকিমপুর চেকপয়েন্টের দিকে চলে যায় ৷ চেকপয়েন্ট পার হওয়ার পর ওই ই-রিকশা চালক তেঁতুলিয়ার এক অজ্ঞাত ব্যক্তির কাছে 6টি সোনার বিস্কুটে একটি প্যাকেট হস্তান্তর করার কথা ছিল ৷ এই কাজের জন্য সে 450 টাকা পেত ৷ কিন্তু পথে, বিএসএফ কর্মীরা তার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিএসএফের তৎপরতায় পাচারের আগে উদ্ধার হল 44টি মোষ
  2. বানচাল 5 কোটির সোনার বিস্কুটের পাচার, গ্রেফতার 5
  3. পাচার যোগে গ্রেফতার সিকিম পুলিশের প্রাক্তন ডিএসপি, উদ্ধার বিরল মৃগনাভি-কাঠবিড়ালির চামড়া

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.