ETV Bharat / state

সীমান্তে বিশেষ অভিযানে আটক 11 বাংলাদেশি, উদ্ধার গরু-ফেনসিডিল - BSF Nabs Bangladeshis - BSF NABS BANGLADESHIS

BSF Nabs Bangladeshis: বাংলাদেশ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বিএসএফ ৷ গত 24 ঘণ্টায় আটক করা হয়েছে 11 জন বাংলাদেশিকে ৷ দুই পাচারকারীর থেকে মিলেছে গরু ও ফেনসিডিল ৷ রবিবার একথা জানিয়েছে বিএসএফের একটি সূত্র ৷

ETV BHARAT
11 বাংলাদেশি-সহ আটক গরু-ফেনসিডিল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 5:21 PM IST

কলকাতা, 11 অগস্ট: ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড গত 24 ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশিকে আটক করেছে । আবার দুই ভারতীয় পাচারকারীর থেকে উদ্ধার করা হয়েছে গরু, ফেনসিডিল । বাংলাদেশি-সহ ধৃতদের সংশ্লিষ্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । গরু ও অন্যান্য সামগ্রীও হস্তান্তর করা হয়েছে । রবিবার বিএসএফ সূত্রে এই খবর মিলেছে ৷

ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড আন্তর্জাতিক সীমানা বরাবর বিশেষ অভিযান চালাচ্ছে । যার ফলাফল হাতেনাতে পাচ্ছেন বিএসএফ কর্মী আধিকারিকরা । সূত্রের দাবি, গত 24 ঘণ্টায় বিশেষ অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে । তাঁদের মধ্যে 2 জনকে বাংলা, 2 জনকে ত্রিপুরা এবং 7 জনকে মেঘালয়ের বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়েছে । তাঁদের প্রত্যেককেই ওই নির্দিষ্ট থানা এলাকার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে । গোটা বিষয়টি দক্ষিণবঙ্গ বিএসএফের হেডকোয়ার্টারের জনসংযোগ দফতর থেকে নিশ্চিত করা হয়েছে ।

সূত্রের আরও দাবি, সীমান্ত নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও জোরদার করার জন্য নানারকম বিষয়ে বিশদ আলোচনা চলছে । কারণ 15 অগস্ট স্বাধীনতা দিবস আসন্ন । বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে । বিএসএফ পারস্পরিক সমস্যাগুলিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের জন্য বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে আসছে । একইভাবে, সীমান্ত এলাকায় কঠোরতা বাড়াতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা কর্তৃপক্ষ এবং পুলিশ, কাস্টমস ইত্যাদি সহযোগী এজেন্সিগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে ।

ETV BHARAT
উদ্ধার ফেন্সিডিল (নিজস্ব চিত্র)

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক আধিকারিক জানান, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমা প্রহরীরা অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন । পূর্ণ নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে সীমান্তে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছেন তাঁরা ।

কলকাতা, 11 অগস্ট: ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড গত 24 ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে 11 জন বাংলাদেশিকে আটক করেছে । আবার দুই ভারতীয় পাচারকারীর থেকে উদ্ধার করা হয়েছে গরু, ফেনসিডিল । বাংলাদেশি-সহ ধৃতদের সংশ্লিষ্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । গরু ও অন্যান্য সামগ্রীও হস্তান্তর করা হয়েছে । রবিবার বিএসএফ সূত্রে এই খবর মিলেছে ৷

ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফের ইস্টার্ন কমান্ড আন্তর্জাতিক সীমানা বরাবর বিশেষ অভিযান চালাচ্ছে । যার ফলাফল হাতেনাতে পাচ্ছেন বিএসএফ কর্মী আধিকারিকরা । সূত্রের দাবি, গত 24 ঘণ্টায় বিশেষ অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে । তাঁদের মধ্যে 2 জনকে বাংলা, 2 জনকে ত্রিপুরা এবং 7 জনকে মেঘালয়ের বাংলাদেশ সীমান্ত থেকে আটক করা হয়েছে । তাঁদের প্রত্যেককেই ওই নির্দিষ্ট থানা এলাকার পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে । গোটা বিষয়টি দক্ষিণবঙ্গ বিএসএফের হেডকোয়ার্টারের জনসংযোগ দফতর থেকে নিশ্চিত করা হয়েছে ।

সূত্রের আরও দাবি, সীমান্ত নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও জোরদার করার জন্য নানারকম বিষয়ে বিশদ আলোচনা চলছে । কারণ 15 অগস্ট স্বাধীনতা দিবস আসন্ন । বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে । বিএসএফ পারস্পরিক সমস্যাগুলিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের জন্য বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে আসছে । একইভাবে, সীমান্ত এলাকায় কঠোরতা বাড়াতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জেলা কর্তৃপক্ষ এবং পুলিশ, কাস্টমস ইত্যাদি সহযোগী এজেন্সিগুলির সঙ্গে আলোচনা করা হচ্ছে ।

ETV BHARAT
উদ্ধার ফেন্সিডিল (নিজস্ব চিত্র)

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক আধিকারিক জানান, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সীমা প্রহরীরা অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন । পূর্ণ নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে সীমান্তে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.