ETV Bharat / state

ভোটের মরশুমে সীমান্তে টাকা-সোনা-মাদকের রমরমা কারবার, কড়া নজরদারি বিএসএফের - BSF surveillance - BSF SURVEILLANCE

BSF: রাজ্যজুড়ে লোকসভা নির্বাচনের মরশুম ৷ তাতেও সীমান্তে রমরমিয়ে চলছে অবৈধ কারবার ৷ সেই কারণে সীমান্ত এলাকাগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ ৷

BSF , বিএসএফ
ভোটের আবহে কড়া নজরদারি বিএসএফের
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 8:59 AM IST

কলকাতা, 1 মে: লোকসভা ভোটের মরশুমে সীমান্তে কড়া নজর বিএসএফের । ভারত-বাংলাদেশ বরাবর দক্ষিণবঙ্গ সীমান্তের একাধিক জায়গায় পরিদর্শন করছেন স্বয়ং বর্ডার সিকিউরিটি ফোর্সের ইস্টার্ন কমান্ড এডিজি রবি গান্ধি । সঙ্গে থাকছেন বিএসএফের অন্যান্য পদস্থ আধিকারিকরা । গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি বিজিবি-র সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করছেন তাঁরা ।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের মধ্যেও সীমান্তে টাকা-সোনা-মাদকের রমরমা কারবার চলছে । গত কয়েকদিনে বেশ কয়েকটি ঘটনায় কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বিএসএফ । যেখানে ডলার, দিনার ও ইউরো-সহ হেরোইন, সোনা, রূপো পাওয়া গিয়েছে ভুরি ভুরি । আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশি-ভারতীয় পাচারকারীদের ।

সূত্রের দাবি, বছর পাচারের ঘটনা ঘটে । সীমান্ত লাগোয়া গরিব মানুষকে 'ক্যারিয়ার' হিসাবে ব্যবহার করা হয় । কিন্তু, লোকসভা নির্বাচনের সময় এই ধরনের ঘটনা তাৎপর্যপূর্ণ । কারণ, সীমান্ত লাগোয়া লোকসভা আসনগুলোতে এই টাকা-মাদককে ব্যবহারের অভিযোগ ওঠে । ফলে, স্বাভাবিকভাবেই নির্বাচনের সময় নজরদারি বাড়াতে হয় । তাই, সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শন করেন এডিজি । এই সফরের উদ্দেশ্য ছিল অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন এবং আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করা । দু'দিনের সফরে, গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন ।

এই সফর সম্পর্কে বলতে গিয়ে এডিজি রবি গান্ধি দেশের সীমান্ত রক্ষায় বিএসএফ-এর অটল প্রতিশ্রুতির ওপর জোর দেন । তিনি বিএসএফ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন । সীমান্তে নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে অবিরাম সতর্কতা ও সমন্বয়ের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন ।

আরও পড়ুন :

  1. বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ, ভোটদান থেকে বিরত প্রায় শতাধিক
  2. কাঁটাতারের ওপারে চারটি বুথ, ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা
  3. অসম-বাংলা সীমানা থেকে উদ্ধার সাড়ে 23 লক্ষ টাকার জাল নোট, ধৃত 3

কলকাতা, 1 মে: লোকসভা ভোটের মরশুমে সীমান্তে কড়া নজর বিএসএফের । ভারত-বাংলাদেশ বরাবর দক্ষিণবঙ্গ সীমান্তের একাধিক জায়গায় পরিদর্শন করছেন স্বয়ং বর্ডার সিকিউরিটি ফোর্সের ইস্টার্ন কমান্ড এডিজি রবি গান্ধি । সঙ্গে থাকছেন বিএসএফের অন্যান্য পদস্থ আধিকারিকরা । গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি বিজিবি-র সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক করছেন তাঁরা ।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের মধ্যেও সীমান্তে টাকা-সোনা-মাদকের রমরমা কারবার চলছে । গত কয়েকদিনে বেশ কয়েকটি ঘটনায় কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করেছে বিএসএফ । যেখানে ডলার, দিনার ও ইউরো-সহ হেরোইন, সোনা, রূপো পাওয়া গিয়েছে ভুরি ভুরি । আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশি-ভারতীয় পাচারকারীদের ।

সূত্রের দাবি, বছর পাচারের ঘটনা ঘটে । সীমান্ত লাগোয়া গরিব মানুষকে 'ক্যারিয়ার' হিসাবে ব্যবহার করা হয় । কিন্তু, লোকসভা নির্বাচনের সময় এই ধরনের ঘটনা তাৎপর্যপূর্ণ । কারণ, সীমান্ত লাগোয়া লোকসভা আসনগুলোতে এই টাকা-মাদককে ব্যবহারের অভিযোগ ওঠে । ফলে, স্বাভাবিকভাবেই নির্বাচনের সময় নজরদারি বাড়াতে হয় । তাই, সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে পরিদর্শন করেন এডিজি । এই সফরের উদ্দেশ্য ছিল অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন এবং আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করা । দু'দিনের সফরে, গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন ।

এই সফর সম্পর্কে বলতে গিয়ে এডিজি রবি গান্ধি দেশের সীমান্ত রক্ষায় বিএসএফ-এর অটল প্রতিশ্রুতির ওপর জোর দেন । তিনি বিএসএফ সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন । সীমান্তে নিরাপত্তা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক প্রতিপক্ষের সঙ্গে অবিরাম সতর্কতা ও সমন্বয়ের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন ।

আরও পড়ুন :

  1. বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ, ভোটদান থেকে বিরত প্রায় শতাধিক
  2. কাঁটাতারের ওপারে চারটি বুথ, ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা
  3. অসম-বাংলা সীমানা থেকে উদ্ধার সাড়ে 23 লক্ষ টাকার জাল নোট, ধৃত 3
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.