ETV Bharat / state

মানবিক বিএসএফ ! মৃত বাবাকে জিরো লাইনে শেষবার দেখার সুযোগ পেলেন মেয়ে - BSF Humanitarian Approach

BSF Humanitarian Approach: বাবার মৃত্যু হয়েছে। তাঁকে শেষবারের মতো দেখতে চেয়েছিলেন মেয়ে। তিনি বাংলাদেশের নাগরিক। সেই সুযোগ করে দিল বিএসএফ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে মৃত বাবাকে শেষবার দেখলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 12:10 PM IST

Updated : Apr 28, 2024, 12:38 PM IST

কলকাতা, 28 এপ্রিল: বাংলাদেশি মেয়েকে তাঁর মৃত বাবাকে দেখার শেষ সুযোগ করে দিল বিএসএফ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে মৃত বাবাকে শেষবারের মতো দেখলেন তাঁর মেয়ে ৷ নদিয়ার পুট্টিখালি সীমান্তের ঘটনা এটি ৷ আর এই ঘটনা ভারত ও বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে আন্তরিকতার আরও এক নজির স্থাপন করেছে ৷

বিএসএফের তরফে জানানো হয়েছে, নদিয়ার সীমান্তবর্তী গ্রাম নালুপুরের বাসিন্দা লিপি বিবি পুট্টিখালি বিএসএফের 4 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারের কাছে যান ৷ তিনি আধাসেনার ওই আধিকারিককে জানান, নালুপুর গ্রামের বাসিন্দা মাহাবুল মণ্ডল গতকাল রাতে মারা গিয়েছেন ৷ তাঁর মেয়ে এবং আত্মীয়রা বাংলাদেশের মেদিনীপুর গ্রামে থাকেন ৷ তাঁরা মাহাবুল মণ্ডলকে শেষবারের মতো দেখতে চান ৷ তাই তিনি বিএসএফকে অনুরোধ করেন যাতে, মেয়ে এবং আত্মীয়দের মাহাবুল মণ্ডলকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে ৷

তাঁদের অনুরোধ শোনার পর, কোম্পানি কমান্ডার মানবিকতার খাতিরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিএসএফের অনুরোধে বিজিবিও মানবিক দিক বিবেচনা করে সম্মতি দেয় ৷ এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে নাগরিক মাহাবুল মণ্ডলের মেয়ে এবং তাঁর আত্মীয়দের আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে নিয়ে যায় ৷ সেখানেই মাহাবুল মণ্ডলকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয় ৷

এনিয়ে বিএসএফ জনসংযোগ আধিকারিক, ডিআইজি, দক্ষিণবঙ্গ সীমান্ত এ কে আর্য বলেন, "সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ৷ বিএসএফ জওয়ানরা চোখের পলক না ফেলে দিনরাত সীমান্তে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেন ৷ তবে, এটাই শুধু তাঁদের একমাত্র কাজ নয় ৷ সীমান্তের বাসিন্দাদের মানবিক ও সামাজিক কল্যাণের কথাও চিন্তা করেন তাঁরা ৷ বিএসএফ সর্বদা অসৎ উদ্দেশ্যের লোকজনের বিরুদ্ধে ৷ তবে, বিএসএফ মানবতা ও মূল্যবোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

আরও পড়ুন:

  1. মানবিক বিএসএফ! জিরো লাইনে মৃত ভারতীয় মাকে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে
  2. বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ, ভোটদান থেকে বিরত প্রায় শতাধিক

কলকাতা, 28 এপ্রিল: বাংলাদেশি মেয়েকে তাঁর মৃত বাবাকে দেখার শেষ সুযোগ করে দিল বিএসএফ ৷ ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে মৃত বাবাকে শেষবারের মতো দেখলেন তাঁর মেয়ে ৷ নদিয়ার পুট্টিখালি সীমান্তের ঘটনা এটি ৷ আর এই ঘটনা ভারত ও বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে আন্তরিকতার আরও এক নজির স্থাপন করেছে ৷

বিএসএফের তরফে জানানো হয়েছে, নদিয়ার সীমান্তবর্তী গ্রাম নালুপুরের বাসিন্দা লিপি বিবি পুট্টিখালি বিএসএফের 4 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারের কাছে যান ৷ তিনি আধাসেনার ওই আধিকারিককে জানান, নালুপুর গ্রামের বাসিন্দা মাহাবুল মণ্ডল গতকাল রাতে মারা গিয়েছেন ৷ তাঁর মেয়ে এবং আত্মীয়রা বাংলাদেশের মেদিনীপুর গ্রামে থাকেন ৷ তাঁরা মাহাবুল মণ্ডলকে শেষবারের মতো দেখতে চান ৷ তাই তিনি বিএসএফকে অনুরোধ করেন যাতে, মেয়ে এবং আত্মীয়দের মাহাবুল মণ্ডলকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে ৷

তাঁদের অনুরোধ শোনার পর, কোম্পানি কমান্ডার মানবিকতার খাতিরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিএসএফের অনুরোধে বিজিবিও মানবিক দিক বিবেচনা করে সম্মতি দেয় ৷ এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে নাগরিক মাহাবুল মণ্ডলের মেয়ে এবং তাঁর আত্মীয়দের আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে নিয়ে যায় ৷ সেখানেই মাহাবুল মণ্ডলকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয় ৷

এনিয়ে বিএসএফ জনসংযোগ আধিকারিক, ডিআইজি, দক্ষিণবঙ্গ সীমান্ত এ কে আর্য বলেন, "সামাজিক ও মানবিক মূল্যবোধের প্রতি বাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ ৷ বিএসএফ জওয়ানরা চোখের পলক না ফেলে দিনরাত সীমান্তে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করেন ৷ তবে, এটাই শুধু তাঁদের একমাত্র কাজ নয় ৷ সীমান্তের বাসিন্দাদের মানবিক ও সামাজিক কল্যাণের কথাও চিন্তা করেন তাঁরা ৷ বিএসএফ সর্বদা অসৎ উদ্দেশ্যের লোকজনের বিরুদ্ধে ৷ তবে, বিএসএফ মানবতা ও মূল্যবোধ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ৷"

আরও পড়ুন:

  1. মানবিক বিএসএফ! জিরো লাইনে মৃত ভারতীয় মাকে দেখার সুযোগ পেল বাংলাদেশি মেয়ে
  2. বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভোটাধিকার প্রয়োগে বাধার অভিযোগ, ভোটদান থেকে বিরত প্রায় শতাধিক
Last Updated : Apr 28, 2024, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.