ETV Bharat / state

আন্তর্জাতিক চোরাচালানে জড়িত কাস্টম সুপারিনটেনডেন্ট! গ্রেফতার করল বিএসএফ - International Smuggling - INTERNATIONAL SMUGGLING

International Smuggling: চোর চালন রুখতে তৎপর বিএসএফ ৷ ঘুষ নেওয়া অভিযোগে গ্রেফতার সমীর শাঙ্কর নামে এক কাস্টমস অফিসার ৷ ধৃত আধিকারিক জিএসটি বিভাগে কর্মরত ৷ বেআইনিভাবে সুপারি বোঝাই ট্রাককে সুবিধা দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷

International Smuggling
বিএসএফের হাতে গ্রেফতার চোরাচালানকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 9:39 AM IST

Updated : Apr 21, 2024, 10:17 AM IST

কলকাতা, 21 এপ্রিল: আন্তর্জাতিক চোরাচালান চক্রে জড়িত থাকার অভিযোগ উঠল ভারতীয় কাস্টম সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে ৷ শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বিএসএফ ৷ ধৃত আধিকারিক ভারত-বাংলাদেশ চোরাচালানের মাস্টারমাইন্ড বলেও মনে করছেন গোয়েন্দারা । ধৃত কাস্টম সুপারিনটেনডেন্ট সমীর শাঙ্করকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ ৷

চোরাচালানে অভিযোগে গ্রেফতার হওয়া অমল ঢালী, প্রভাকর মণ্ডল, অভিজিৎ ঘোষ ও রাজু-কে জিজ্ঞাসাবাদের পরে এই কাস্টম সুপারিনটেনডেন্টের নাম উঠে আসে ৷ এরপরই শনিবার ডিআরআই এই কাস্টমস সুপারিনটেনডেন্ট সমীর শাঙ্করকে গ্রেফতার করেছে ৷ বিভাগীয় তদন্ত চলছে বলেও জানা গিয়েছে । অভিযুক্ত সমীর শাঙ্কর আগে জিএসটি শাখায় কাজ করতেন ৷ বেআইনিভাবে সুপারি বোঝাই ট্রাক নিরাপদে নিয়ে যাওয়ার সুবিধে করে দিয়েছিলেন বলে অভিযোগ ৷ আর সেই সুবিধার বিনিময়ে 40 লক্ষ টাকা মাসিক ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।

ঘটনার সূত্রপাত চলতি বছরের শুরুতেই ৷ গত 24 জানুয়ারি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, বিএসএফ আধিকারিকরা অভিযান চালায় সুন্দরবন এলাকায় ৷ সেখানেই 70 হাজার কেজি সুপরি বোঝাই দু’টি বাংলাদেশি ট্রলার এবং 27 জন বাংলাদেশীকে আটক করে বিএসএফ ৷ পাচারকারীদেরও গ্রেফতার করা হয় ৷ এরপর চলতি বছরের 28 জানুয়ারি, মোহনা পয়েন্ট (সুন্দরবন এলাকা) থেকে বিএসএফ-এর স্পেশাল অপারেশন পার্টি 2টি বাংলাদেশি ট্রলারের গতিবিধি পর্যবেক্ষণ করে ৷ স্পেশাল অপারেশন পার্টি এই দুই বাংলাদেশি ট্রলারকে আটক করে ৷ দু’টি ট্রলারই নিউ মুর দ্বীপের কাছে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল ৷

অভিযোগ, ভারতীয় চোরাচালানকারীদের হাতে তুলে দেওয়ার জন্য দক্ষিণ 24 পরগনার ঝাড়খালি ফেরি জেটিতে চোরাচালান পণ্যগুলি নামানো হচ্ছিল ৷ গোপনসূত্রে খবর পেয়ে এই দু’টি বাংলাদেশি ট্রলার তল্লাশি শুরু করে ৷ সেই তল্লাশিতে বিএসএফ 1152ব্যাগ সুপারি উদ্ধার করে ৷ ঘটনায় অভিযুক্ত 27 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ৷ ধৃতদের মধ্যে অমল ঢালী, প্রভাকর মণ্ডল, অভিজিৎ ঘোষ ও রাজু নামে চার ভারতীয় চোরাকারবারী ছিল ৷ তাদেরকে জিজ্ঞাসা করে অভিযুক্ত কাস্টমস অফিসারের নাম উঠে আসে ৷ এরপরই তদন্ত শুরু হয় ৷ গ্রেফতার করা হয় কাস্টম সুপারিনটেনডেন্ট সমীর শাঙ্করকে ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা শ্রী একে আর্য, ডিআইজি বলেন, "বিএসএফ চোরাচালান কার্যকলাপের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত এলাকায় আইনের শাসন বজায় রাখার লক্ষ্যে অবিচল ৷ চোরা চালান বন্ধ করতে তৎপর ৷"

আরও পড়ুন:

  1. জেলায় জেলায় তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা, আরও বাড়বে তাপমাত্রা
  2. প্রকৃতির রোষে জ্বলছে জীবন! নবগ্রহের প্রভাবে কাদের কপাল পুড়বে, জানুন রাশিফলে
  3. বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা! মৃত 9

কলকাতা, 21 এপ্রিল: আন্তর্জাতিক চোরাচালান চক্রে জড়িত থাকার অভিযোগ উঠল ভারতীয় কাস্টম সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে ৷ শনিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে বিএসএফ ৷ ধৃত আধিকারিক ভারত-বাংলাদেশ চোরাচালানের মাস্টারমাইন্ড বলেও মনে করছেন গোয়েন্দারা । ধৃত কাস্টম সুপারিনটেনডেন্ট সমীর শাঙ্করকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসএফ ৷

চোরাচালানে অভিযোগে গ্রেফতার হওয়া অমল ঢালী, প্রভাকর মণ্ডল, অভিজিৎ ঘোষ ও রাজু-কে জিজ্ঞাসাবাদের পরে এই কাস্টম সুপারিনটেনডেন্টের নাম উঠে আসে ৷ এরপরই শনিবার ডিআরআই এই কাস্টমস সুপারিনটেনডেন্ট সমীর শাঙ্করকে গ্রেফতার করেছে ৷ বিভাগীয় তদন্ত চলছে বলেও জানা গিয়েছে । অভিযুক্ত সমীর শাঙ্কর আগে জিএসটি শাখায় কাজ করতেন ৷ বেআইনিভাবে সুপারি বোঝাই ট্রাক নিরাপদে নিয়ে যাওয়ার সুবিধে করে দিয়েছিলেন বলে অভিযোগ ৷ আর সেই সুবিধার বিনিময়ে 40 লক্ষ টাকা মাসিক ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ।

ঘটনার সূত্রপাত চলতি বছরের শুরুতেই ৷ গত 24 জানুয়ারি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, বিএসএফ আধিকারিকরা অভিযান চালায় সুন্দরবন এলাকায় ৷ সেখানেই 70 হাজার কেজি সুপরি বোঝাই দু’টি বাংলাদেশি ট্রলার এবং 27 জন বাংলাদেশীকে আটক করে বিএসএফ ৷ পাচারকারীদেরও গ্রেফতার করা হয় ৷ এরপর চলতি বছরের 28 জানুয়ারি, মোহনা পয়েন্ট (সুন্দরবন এলাকা) থেকে বিএসএফ-এর স্পেশাল অপারেশন পার্টি 2টি বাংলাদেশি ট্রলারের গতিবিধি পর্যবেক্ষণ করে ৷ স্পেশাল অপারেশন পার্টি এই দুই বাংলাদেশি ট্রলারকে আটক করে ৷ দু’টি ট্রলারই নিউ মুর দ্বীপের কাছে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছিল ৷

অভিযোগ, ভারতীয় চোরাচালানকারীদের হাতে তুলে দেওয়ার জন্য দক্ষিণ 24 পরগনার ঝাড়খালি ফেরি জেটিতে চোরাচালান পণ্যগুলি নামানো হচ্ছিল ৷ গোপনসূত্রে খবর পেয়ে এই দু’টি বাংলাদেশি ট্রলার তল্লাশি শুরু করে ৷ সেই তল্লাশিতে বিএসএফ 1152ব্যাগ সুপারি উদ্ধার করে ৷ ঘটনায় অভিযুক্ত 27 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ৷ ধৃতদের মধ্যে অমল ঢালী, প্রভাকর মণ্ডল, অভিজিৎ ঘোষ ও রাজু নামে চার ভারতীয় চোরাকারবারী ছিল ৷ তাদেরকে জিজ্ঞাসা করে অভিযুক্ত কাস্টমস অফিসারের নাম উঠে আসে ৷ এরপরই তদন্ত শুরু হয় ৷ গ্রেফতার করা হয় কাস্টম সুপারিনটেনডেন্ট সমীর শাঙ্করকে ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা শ্রী একে আর্য, ডিআইজি বলেন, "বিএসএফ চোরাচালান কার্যকলাপের বিরুদ্ধে লড়াই এবং সীমান্ত এলাকায় আইনের শাসন বজায় রাখার লক্ষ্যে অবিচল ৷ চোরা চালান বন্ধ করতে তৎপর ৷"

আরও পড়ুন:

  1. জেলায় জেলায় তাপপ্রবাহের লাল-কমলা সতর্কতা, আরও বাড়বে তাপমাত্রা
  2. প্রকৃতির রোষে জ্বলছে জীবন! নবগ্রহের প্রভাবে কাদের কপাল পুড়বে, জানুন রাশিফলে
  3. বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথদুর্ঘটনা! মৃত 9
Last Updated : Apr 21, 2024, 10:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.