ETV Bharat / state

সীমান্তে কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকল 2 হাতি, ফেরানোর চেষ্টায় বিএসএফ

Elephants enters Bangladesh: সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে গেল দুটি হাতি ৷ সেগুলিকে ফেরানোর চেষ্টায় বাংলাদেশ প্রশাসনের সঙ্গে কথা বলছে বিএসএফ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 1:15 PM IST

Updated : Feb 20, 2024, 4:35 PM IST

সীমান্তে কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকল 2 হাতি

জলপাইগুড়ি, 20 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় ঢুকে গেল হাতি । আজ সকালে ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের রাজগঞ্জ এলাকায় । বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে দুটি হাতি বাংলাদেশে ঢুকে গিয়েছে বলে খবর ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, একটি বড় হাতি ও একটি ছোট হাতি বাংলাদেশে ঢুকেছে ৷ যতদূর জানা যাচ্ছে যে, এই মুহূর্তে হাতি দুটো বাংলাদেশের তেঁতুলিয়া করিমগঞ্জ এলাকায় রয়েছে । যা ভারতের ফাঁসিদেওয়ার আশপাশে । হাতি দুটিকে ফেরানোর জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বিএসএফ ৷

বাংলাবান্দা সীমান্তের পাশ দিয়ে ওপার বাংলায় ঢুকে পড়েছে হাতি দুটি । বিএসএফ-এর রাধাবাড়ি পোস্ট সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকে গিয়েছে হাতি দুটো । যদিও কোনও বিএসএফ জওয়ানের ক্ষতি হয়নি । জানা গিয়েছে, সীমান্ত রক্ষী বাহিনীর ভারত-বাংলাদেশ সীমান্তের নোয়গ্রাম পোস্ট ভেঙে বাংলাদেশে দুটো হাতি ঢুকে পড়েছে । ভারতের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে ।

স্বেচ্ছাসেবী সংগঠন স্ন্যাপের এক্সিকিউটিভ ডিরেক্টর কৌস্তুভ চৌধুরী বলেন, "সকালে হাতি দুটো বাংলাদেশে ঢুকে গিয়েছে । আমরা বাংলাদেশের সঙ্গে কথা বলে হাতি দুটিকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি । বিএসএফ, বনবিভাগ থেকে শুরু করে সবাই বাংলাদেশের সঙ্গে এ ব্যাপারে কথা বলছে । কীভাবে হাতি দুটিকে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে ।"

উল্লেখ্য, 2007-2008 সালেও গরুমারা জাতীয় উদ্যান থেকে একটি হাতি বাংলাদেশে ঢুকে পড়েছিল । মেখলিগঞ্জ দিয়ে সেটি বাংলাদেশের নিলফামারিতে ঢুকে যায় । সে সময় হাতিটি বাংলাদেশে ঢুকে ব্যাপক ক্ষতি করে । এরপর বাংলাদেশের পুলিশ গুলি করে হাতিটিকে মেরে ফেলে । 2010 সালেও বৈকুন্ঠপুর জঙ্গলে দুটো হাতি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ক্ষতি করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে ।

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশার মাঝে লোকালয়ে হাতির হানা আলিপুরদুয়ারে, দেখুন ভিডিয়ো
  2. স্কুলে ঢুকে মিড-ডে মিলের খাবার খেয়ে ভাঙচুর, হাতির আতঙ্কে মাঠে ক্লাস পড়ুয়াদের
  3. মায়ের কোলে নিশ্চিন্তের ঘুম, আন্নামালাই আনামালাই টাইগার রিজার্ভ ফরেস্টে উদ্ধার হাতি ও শাবক

সীমান্তে কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকল 2 হাতি

জলপাইগুড়ি, 20 ফেব্রুয়ারি: ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় ঢুকে গেল হাতি । আজ সকালে ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের রাজগঞ্জ এলাকায় । বৈকুন্ঠপুরের জঙ্গল থেকে দুটি হাতি বাংলাদেশে ঢুকে গিয়েছে বলে খবর ।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, একটি বড় হাতি ও একটি ছোট হাতি বাংলাদেশে ঢুকেছে ৷ যতদূর জানা যাচ্ছে যে, এই মুহূর্তে হাতি দুটো বাংলাদেশের তেঁতুলিয়া করিমগঞ্জ এলাকায় রয়েছে । যা ভারতের ফাঁসিদেওয়ার আশপাশে । হাতি দুটিকে ফেরানোর জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে বিএসএফ ৷

বাংলাবান্দা সীমান্তের পাশ দিয়ে ওপার বাংলায় ঢুকে পড়েছে হাতি দুটি । বিএসএফ-এর রাধাবাড়ি পোস্ট সূত্রে খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের গেট ভেঙে বাংলাদেশে ঢুকে গিয়েছে হাতি দুটো । যদিও কোনও বিএসএফ জওয়ানের ক্ষতি হয়নি । জানা গিয়েছে, সীমান্ত রক্ষী বাহিনীর ভারত-বাংলাদেশ সীমান্তের নোয়গ্রাম পোস্ট ভেঙে বাংলাদেশে দুটো হাতি ঢুকে পড়েছে । ভারতের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে ।

স্বেচ্ছাসেবী সংগঠন স্ন্যাপের এক্সিকিউটিভ ডিরেক্টর কৌস্তুভ চৌধুরী বলেন, "সকালে হাতি দুটো বাংলাদেশে ঢুকে গিয়েছে । আমরা বাংলাদেশের সঙ্গে কথা বলে হাতি দুটিকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি । বিএসএফ, বনবিভাগ থেকে শুরু করে সবাই বাংলাদেশের সঙ্গে এ ব্যাপারে কথা বলছে । কীভাবে হাতি দুটিকে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে ।"

উল্লেখ্য, 2007-2008 সালেও গরুমারা জাতীয় উদ্যান থেকে একটি হাতি বাংলাদেশে ঢুকে পড়েছিল । মেখলিগঞ্জ দিয়ে সেটি বাংলাদেশের নিলফামারিতে ঢুকে যায় । সে সময় হাতিটি বাংলাদেশে ঢুকে ব্যাপক ক্ষতি করে । এরপর বাংলাদেশের পুলিশ গুলি করে হাতিটিকে মেরে ফেলে । 2010 সালেও বৈকুন্ঠপুর জঙ্গলে দুটো হাতি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার ক্ষতি করে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে ।

আরও পড়ুন:

  1. ঘন কুয়াশার মাঝে লোকালয়ে হাতির হানা আলিপুরদুয়ারে, দেখুন ভিডিয়ো
  2. স্কুলে ঢুকে মিড-ডে মিলের খাবার খেয়ে ভাঙচুর, হাতির আতঙ্কে মাঠে ক্লাস পড়ুয়াদের
  3. মায়ের কোলে নিশ্চিন্তের ঘুম, আন্নামালাই আনামালাই টাইগার রিজার্ভ ফরেস্টে উদ্ধার হাতি ও শাবক
Last Updated : Feb 20, 2024, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.