ETV Bharat / state

বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য ! গ্রেফতার ভারতীয় দালাল, বাজেয়াপ্ত 5 কেজি রুপো - BSF arrests Indian

BSF arrests Indian: বাংলাদেশিদের অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হল এক ভারতীয় দালালকে ৷ বিএসএফ সীমান্ত থেকে 5 কেজি রুপোও বাজেয়াপ্ত করেছে ৷

ETV BHARAT
বাজেয়াপ্ত 5 কেজি রুপো (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 8:01 PM IST

কলকাতা, 1 অগস্ট: বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য ও বিএসএফের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হল উত্তর 24 পরগনার এক বাসিন্দাকে । বৃহস্পতিবার ওই জেলারই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় সুমন দাস (নাম পরিবর্তিত)-কে ৷ তার কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে 68তম ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি রনঘাটের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় । দুষ্কৃতীদের হামলা উপেক্ষা করে আত্মরক্ষার্থে পালটা গুলি চালিয়ে সমস্ত অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে । জওয়ানরা এই অনুপ্রবেশকারীদের সাহায্যকারী ভারতীয় দালালকে গ্রেফতার করেছেন ।

সূত্রের খবর, কাঁটাতারহীন নদী তীরবর্তী সীমান্ত এলাকা দিয়ে 20-25 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করছে বলে গোপন সূত্রে খবর পায় বিএসএফ । অনুপ্রবেশকারীরা নদী-তীরবর্তী এলাকা থেকে ধারালো অস্ত্র নিয়ে ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে আসছিল । জওয়ানরা তাদের পথ আটকায় এবং অনুপ্রবেশকারীদের পিছু হঠতে বলেন ৷ তবে তা সত্ত্বেও জোর করে ভারতীয় সীমান্তে প্রবেশ করে জওয়ানদের ভয় দেখাতে শুরু করে অনুপ্রবেশকারীরা । এরপর তাদের রুখতে ও আত্মরক্ষার্থে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় বিএসএফ ।

গুলিবর্ষণে ভয় পেয়ে গিয়ে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে ফিরে যায় । এরপর এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয় । সেই সময় ভারতের দিকে নদীর পাশে ঝোপের মধ্যে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান জওয়ানরা । ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে বিএসএফ ৷ ধৃত ব্যক্তি উত্তর 24 পরগনার বাসিন্দা । জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, ওই অনুপ্রবেশকারীদের ভারতে নিয়ে আসতে সে সেখানে গিয়েছিল ৷ এর পর সন্দেহভাজন ব্যক্তিকে বিওপি রনঘাটে নিয়ে যাওয়া হয় ।

এদিকে, বিএসএফ-এর গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে জানা যায়, বসিরহাট ঘোজাডাঙ্গা পানিতর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে বিদ্যাধরীর জলে দড়ি ধরে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে যেতে দেখে জওয়ানরা তার দিকে ছুটে গেলে, সে দড়ি ছেড়ে পালিয়ে যায় । এর পর কিউআরটি-র সঙ্গে জওয়ানরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপ থেকে পলাতক ব্যক্তিকে আটক করে । পরে দড়িতে বাঁধা একটি ভারী ব্যাগ পাওয়া যায় । সেটি খুললে তার থেকে টেপ দিয়ে শক্তভাবে বাঁধা রুপোর অলঙ্কার পাওয়া যায় । এরপর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিকে বাজেয়াপ্ত রুপোর গয়না-সহ সীমান্ত চৌকি পানিতরে নিয়ে আসা হয় ।

কলকাতা, 1 অগস্ট: বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশে সাহায্য ও বিএসএফের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হল উত্তর 24 পরগনার এক বাসিন্দাকে । বৃহস্পতিবার ওই জেলারই ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় সুমন দাস (নাম পরিবর্তিত)-কে ৷ তার কাছ থেকে বেশকিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে 68তম ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি রনঘাটের জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় । দুষ্কৃতীদের হামলা উপেক্ষা করে আত্মরক্ষার্থে পালটা গুলি চালিয়ে সমস্ত অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে । জওয়ানরা এই অনুপ্রবেশকারীদের সাহায্যকারী ভারতীয় দালালকে গ্রেফতার করেছেন ।

সূত্রের খবর, কাঁটাতারহীন নদী তীরবর্তী সীমান্ত এলাকা দিয়ে 20-25 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করছে বলে গোপন সূত্রে খবর পায় বিএসএফ । অনুপ্রবেশকারীরা নদী-তীরবর্তী এলাকা থেকে ধারালো অস্ত্র নিয়ে ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে আসছিল । জওয়ানরা তাদের পথ আটকায় এবং অনুপ্রবেশকারীদের পিছু হঠতে বলেন ৷ তবে তা সত্ত্বেও জোর করে ভারতীয় সীমান্তে প্রবেশ করে জওয়ানদের ভয় দেখাতে শুরু করে অনুপ্রবেশকারীরা । এরপর তাদের রুখতে ও আত্মরক্ষার্থে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় বিএসএফ ।

গুলিবর্ষণে ভয় পেয়ে গিয়ে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে ফিরে যায় । এরপর এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয় । সেই সময় ভারতের দিকে নদীর পাশে ঝোপের মধ্যে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে দেখতে পান জওয়ানরা । ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলে বিএসএফ ৷ ধৃত ব্যক্তি উত্তর 24 পরগনার বাসিন্দা । জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, ওই অনুপ্রবেশকারীদের ভারতে নিয়ে আসতে সে সেখানে গিয়েছিল ৷ এর পর সন্দেহভাজন ব্যক্তিকে বিওপি রনঘাটে নিয়ে যাওয়া হয় ।

এদিকে, বিএসএফ-এর গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে জানা যায়, বসিরহাট ঘোজাডাঙ্গা পানিতর এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তিকে বিদ্যাধরীর জলে দড়ি ধরে ভারতের দিক থেকে বাংলাদেশের দিকে যেতে দেখে জওয়ানরা তার দিকে ছুটে গেলে, সে দড়ি ছেড়ে পালিয়ে যায় । এর পর কিউআরটি-র সঙ্গে জওয়ানরা আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপ থেকে পলাতক ব্যক্তিকে আটক করে । পরে দড়িতে বাঁধা একটি ভারী ব্যাগ পাওয়া যায় । সেটি খুললে তার থেকে টেপ দিয়ে শক্তভাবে বাঁধা রুপোর অলঙ্কার পাওয়া যায় । এরপর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিকে বাজেয়াপ্ত রুপোর গয়না-সহ সীমান্ত চৌকি পানিতরে নিয়ে আসা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.