ETV Bharat / state

নির্বাচনের আগে সীমান্তে কড়াকড়ি, 1 কোটির সোনার বিস্কুট-সহ পাকড়াও বাংলাদেশি - Gold Smuggler Arrested

Gold Smuggler Arrested: লোকসভা নির্বাচন ঘিরে সীমান্তে আঁটোসাটো নিরাপত্তা ব্যবস্থা ৷ বিএসএফের তৎপরতায় উদ্ধার সোনার বিস্কুট ৷ ইতিমধ্যেই এক বাংলাদেশি পাচারকারীরকে গ্রেফতার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া সোনার মূল্য প্রায় 1কোটি 6 লক্ষ 66 হাজার টাকা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 6:15 PM IST

কলকাতা, 8 এপ্রিল: সোনার বিস্কুট-সহ এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ ৷ ধৃতের নাম মহম্মদ রাসেল মিয়াঁ। সীমান্তে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য 1 কোটি 6 লক্ষ 65 হাজার 904 টাকা ৷ উত্তর 24 পরগনার বনগাঁ আইসিপি পেট্রাপোল সীমান্ত থেকে ওই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷

নির্বাচনের মুখে চোরা চালানকারীদের রমরমা আটকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ তার মধ্যেই রবিবার বিএসএফের হাতে ধরা পড়ে বাংলাদেশি পাচারকারী ৷ বিএসএফ সূত্রে খবর, 7এপ্রিল বিএসএফ কর্মীরা একজন বাংলাদেশি যাত্রীকে আটক করে ৷ তাঁকে তল্লাশি করার সময়, মেটাল ডিটেক্টরে তাঁর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি লক্ষ্য করেন তাঁরা । এরপরই সন্দেহ হয় ৷ জওয়ানরা তাঁকে শৌচালয়ে নিয়ে গিয়ে তল্লাশি করেন । সেই সময় দু’টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় । যেগুলির ওজন 233.32 গ্রাম ৷ ধৃতের নাম মহম্মদ রাসেল মিয়াঁ । বাংলাদেশের ঢাকা বিভাগের শরিয়াতপুর জেলার ফেদুলা বেপারী কান্দি গ্রামের বাসিন্দা । বাংলাদশ থেকে ভারতে পাচার করার সময়ে সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়ে সেই পাচারকারী ৷

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মহম্মদ রাসেল মিয়াঁ জানিয়েছে, গত 6 এপ্রিল যশোর বাসস্ট্যান্ডে এক বাংলাদেশি তার সঙ্গে দেখা করে । তাকে 2টি সোনার বিস্কুট ভারতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় । জানায়, কলকাতার নিউমার্কেটে এই সোনা সফলভাবে ডেলিভারি করতে পারলে 4 হাজার বাংলাদেশি টাকা দেওয়া হবে । বাংলাদেশ ইমিগ্রেশন ক্লিয়ার করার পর সে বিএসএফ চেকিং পয়েন্টে পৌঁছয় । কিন্তু, সেখানেই দু’টি সোনার বিস্কুট-সহ সে ধরা পড়ে । বাজেয়াপ্ত হওয়া সোনা পেট্রাপোল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে ।

এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে । তাদের মাধ্যমেই চোরাচালান করে ৷" তিনি আরও জানান, কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয় ৷ তারা দরিদ্র মানুষকে টার্গেট করে, তাদের মাধ্যমে চোরা চালান করে ।

তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন, যে তাঁরা যদি সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পান তবে তাঁরা বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419 -এ এই তথ্য দিতে পারেন । এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর 9903472227 চালু করা করেছে । হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে চোরাচালানের খবর পাওয়া যাবে ৷

আরও পড়ুন:

  1. ভোটের মুখে কোটি টাকার মূল্যের সোনার বিস্কুট উদ্ধার, ধৃত 2 মহিলা
  2. গাড়ির ড্যাশবোর্ড থেকে 7 কোটির সোনা উদ্ধার, গ্রেফতার ভিন রাজ্যের 2

কলকাতা, 8 এপ্রিল: সোনার বিস্কুট-সহ এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ ৷ ধৃতের নাম মহম্মদ রাসেল মিয়াঁ। সীমান্তে উদ্ধার হওয়া সোনার বিস্কুটের মূল্য 1 কোটি 6 লক্ষ 65 হাজার 904 টাকা ৷ উত্তর 24 পরগনার বনগাঁ আইসিপি পেট্রাপোল সীমান্ত থেকে ওই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে ৷

নির্বাচনের মুখে চোরা চালানকারীদের রমরমা আটকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ তার মধ্যেই রবিবার বিএসএফের হাতে ধরা পড়ে বাংলাদেশি পাচারকারী ৷ বিএসএফ সূত্রে খবর, 7এপ্রিল বিএসএফ কর্মীরা একজন বাংলাদেশি যাত্রীকে আটক করে ৷ তাঁকে তল্লাশি করার সময়, মেটাল ডিটেক্টরে তাঁর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি লক্ষ্য করেন তাঁরা । এরপরই সন্দেহ হয় ৷ জওয়ানরা তাঁকে শৌচালয়ে নিয়ে গিয়ে তল্লাশি করেন । সেই সময় দু’টি সোনার বিস্কুট উদ্ধার করা হয় । যেগুলির ওজন 233.32 গ্রাম ৷ ধৃতের নাম মহম্মদ রাসেল মিয়াঁ । বাংলাদেশের ঢাকা বিভাগের শরিয়াতপুর জেলার ফেদুলা বেপারী কান্দি গ্রামের বাসিন্দা । বাংলাদশ থেকে ভারতে পাচার করার সময়ে সীমান্ত রক্ষীদের হাতে ধরা পড়ে সেই পাচারকারী ৷

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মহম্মদ রাসেল মিয়াঁ জানিয়েছে, গত 6 এপ্রিল যশোর বাসস্ট্যান্ডে এক বাংলাদেশি তার সঙ্গে দেখা করে । তাকে 2টি সোনার বিস্কুট ভারতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় । জানায়, কলকাতার নিউমার্কেটে এই সোনা সফলভাবে ডেলিভারি করতে পারলে 4 হাজার বাংলাদেশি টাকা দেওয়া হবে । বাংলাদেশ ইমিগ্রেশন ক্লিয়ার করার পর সে বিএসএফ চেকিং পয়েন্টে পৌঁছয় । কিন্তু, সেখানেই দু’টি সোনার বিস্কুট-সহ সে ধরা পড়ে । বাজেয়াপ্ত হওয়া সোনা পেট্রাপোল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে ।

এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, "কুখ্যাত চোরাকারবারিরা দরিদ্র ও নিরীহ মানুষকে সামান্য অর্থের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলে । তাদের মাধ্যমেই চোরাচালান করে ৷" তিনি আরও জানান, কুখ্যাত পাচারকারী চক্র সরাসরি চোরাচালানের মতো অপরাধে জড়িত নয় ৷ তারা দরিদ্র মানুষকে টার্গেট করে, তাদের মাধ্যমে চোরা চালান করে ।

তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেছেন, যে তাঁরা যদি সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পান তবে তাঁরা বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বর 14419 -এ এই তথ্য দিতে পারেন । এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্ত আরও একটি নম্বর 9903472227 চালু করা করেছে । হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে চোরাচালানের খবর পাওয়া যাবে ৷

আরও পড়ুন:

  1. ভোটের মুখে কোটি টাকার মূল্যের সোনার বিস্কুট উদ্ধার, ধৃত 2 মহিলা
  2. গাড়ির ড্যাশবোর্ড থেকে 7 কোটির সোনা উদ্ধার, গ্রেফতার ভিন রাজ্যের 2
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.