জলপাইগুড়ি, কোচবিহার 7 ডিসেম্বর: বিএসএফের গুলিতে বাংলাদেশি পাচারকারীর নিহত হওয়ার ঘটনা ঘটেছিল ৷ এবার সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রবার বুলেটে গুরুতর আহত এক বাংলাদেশি । আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি ৷ তাঁর নাম হেলাল হোসেন ৷
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ লালমনিহাট জেলার বাসিন্দা ওই পাচারকারী । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় ।
কোচবিহার জেলা পুলিশের এক আধিকারিক জানান, ঘন কুয়াশার সাহায্য নিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত মদনাকুড়া এলাকায় গরুপাচারের চেষ্টা করে একদল পাচারকারী । সেই সময় বিএসএফ 90 ব্যাটেলিয়নের কর্তব্যরত জওয়ানরা তাদের বাধা দেয় ৷ পাচারকারীরা বিএসএফের উপর চড়াও হওয়ার চেষ্টা করে । সেই সময় বিএসএফ আত্মরক্ষার্থে রাবার বুলেট চালায় । সেই রাবার বুলেটের আঘাতেই গুরুতর আহত হয় হেলাল হোসেন ৷
শুক্রবার গুলিতে বাংলাদেশি পাচারকারীর নিহত ও ভারতীয় জওয়ান জখম হওয়ার ঘটনার পর সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ । চোরাচালান রুখতে বিজিবিকেও কড়া হওয়ার বার্তা দেওয়া হয়েছে ৷
শুক্রবার ভোর রাতে জলপাইগুড়ি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে সিংপাড়া এলাকায় চোরাচালানকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ বাঁধে । বিএসএফ জওয়ান আত্মরক্ষার তাগিদে গুলি চালান । ঘটনাস্থলে মৃত্যু হয় বাংলাদেশের এক পাচারকারীর । মৃত বাংলাদেশের নাগরিকের নাম আনোয়ার হক (35) । মৃতের বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার দশ মাইলে ।
অভিযোগ, ঘন কুয়াশাকে আশ্রয় করে জলপাইগুড়ি জেলার সীমান্তের কাঁটাতারহীন সিপাই পাড়া এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে গরুপাচার করছিলেন কুখ্যাত দুষ্কৃতীরা ৷ সেই সময় বিএসএফ জওয়ান বাধা দেন । বিএসএফের শিলিগুড়ি সেক্টরের 93 নম্বর ব্যাটেলিয়ানের চ্যালন্য বিওপির জওয়ানকে ঘিরে ধরে পাচারকারীরা । এরপর জওয়ানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন তাঁরা । এরপরেই বিএসএফ জওয়ান আত্মরক্ষার তাগিদে গুলি করতে বাধ্য হন । বর্ডার পিলার 751 এলাকায় ঘটনাটি ঘটে । ঘটনায় মৃত্যু হয় এক বাংলাদেশের পাচারকারীর ৷ জখম হন বিএসএফ জওয়ান ৷
ভারত-বাংলাদেশ সীমান্তে জওয়ানের উপর আক্রমণের পরে আরও সতর্ক হয় বিএসএফ । বিএসএফ- বিজিবি'র মধ্যে বৈঠক হয় ৷ এরপরেই ভারত-বাংলাদেশ সীমান্তে নীলফামারির 56 নম্বর বিজিবিকে আরও কড়া হওয়ার পরামর্শ দেয় বিএসএফ । ভারতের সীমান্তেও নিরাপত্তা জোরদার করা হল । জওয়ানদেরকে সহযোগিতা করার জন্য সচেতেনতা শিবির শুরু করল বিএসএফ । বিশেষত ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে । বিএসএফের জওয়ানদের আরও সংখ্যা বাড়ানো হয়েছে ।
শুধু তাই নয়, ভোটের কারণে যে সকল জওয়ানরা বাইরে ডিউটিতে গিয়েছিলেন তাঁরাও ফিরে এসেছেন । তাঁদেরকেও বর্ডারে ডিউটিতে লাগানো হয়েছে । ভারত-বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীরা যাতে কোনও এরকম অসামাজিক কাজে যুক্ত না হয়, বিএসএফকে সহযোগিতা করেন, সেই বিষয়ে গ্রামবাসীদের নিয়ে বাইক ও সাইকেল র্যালি আয়োজন করা হয় । মানিকগঞ্জ, চাউলহাটি, ভোলাপাড়া এলাকায় হয় এই র্যালি ।