হাওড়া, 20 মে: ভোট দিতে পারলেন না মুখ্যমন্ত্রীর ভাই। ভোট না দিয়েই ফিরলেন ভোট কেন্দ্র থেকে ৷ সোমবার হাওড়ায় নিজের ভোট কেন্দ্রে গিয়ে মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দোপাধ্যায় জানতে পারেন, ভোটার তালিকায় তাঁর নাম নেই ৷ আগে কলকাতা থেকে ভোট দিতেন তিনি ৷ কিন্তু 2022 সালে হাওড়া লোকসভা কেন্দ্রে ভোটার তালিকায় তাঁর নাম স্থান্তারিত করেছিলেন বাবুন ৷ কিন্তু এদিন ভোট দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর ভাই দেখেন, ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে ৷ ফলে ভোট না-দিয়েই ফিরতে হয় তাঁকে ৷
সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ হয় রাজ্যের সাতটি কেন্দ্রে ৷ যার মধ্যে ছিল হাওড়া ৷ হাওড়ার ৩৭ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের বাসিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন ভোট দিতে না-পাওয়া হতাশ তিনি ৷ এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে জেলা প্রশাসন মহলে। মুখ্যমন্ত্রীর ভাই হয়েও কেন তিনি ভোট দিতে পারলেন না। এই ঘটনায় অবাক স্বপন বন্দ্যোপাধ্যায় অবশ্য কোনও প্রতিক্রিয়া দেননি ৷
এই ঘটনায় যথেষ্টই অবাক হয়েছেন তিনি। 2022 সালে ভোটার তালিকায় তাঁর নাম উঠলেও কীভাবে তা বাতিল হল, ভেবে পাচ্ছেন না তিনি ৷ এদিন মধ্য হাওড়ায় 37 নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ স্কুলে ভোট দিতে গিয়েছিলেন বাবুন ৷ কিন্তু, পৌঁছে দেখেন ভোটার তালিকায় তাঁর নামের উপরে ডিলিটেড লেখা ৷
যদিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়েই বিষয়টি এড়িয়ে গিয়েছে ৷ বিষয়টি নির্বাচন কমিশনের অধীনে হলেও শাসক দলের কলকাঠি নাড়াতেই এমনটা হয়েছে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রীর ভাই হওয়ার পাশাপাশি রাজ্যের ক্রীড়াজগতের সঙ্গেও যুক্ত তিনি। তাছাড়া হাওড়াতে নানা সমাজসেবামূলক কাজ করে থাকেন বাবুন। কিন্তু, এদিন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে সেখান থেকে ভোট না দিয়েই ফিরে আসতে হয় তাঁকে ৷
প্রসঙ্গত, ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে 42টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফের টিকিট দেওয়া নিয়ে বিরোধিতা করেছিলেন বাবুন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, মুখ্যমন্ত্রী তাঁকে 'ত্যাজ্য ভাই' করার কথা বলেছিলেন। পরে যদিও সব মিটে যায় বলেই সূত্রের দাবি। কিন্তু আজ তাঁর ভোট দিতে না-পারা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর 'খারাপ সম্পর্ক'কে দায়ী করছেন রাজ্য রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই ৷
আরও পড়ুন: