ঘাটাল, 14 এপ্রিল: 2020 সালের 27 ফেব্রুয়ারি তৃণমূল সাংসদ দেব নিজে সেতুর শিলান্যাস করেছিলেন ৷ চার বছর পেরলেও এখনও শুরু হয়নি সেতু নির্মাণের কাজ । ফের শিয়রে লোকসভা নির্বাচন ৷ 25 মে ঘাটালে ভোট । তৃতীয়বারের জন্য ঘাটালের তৃণমূল প্রার্থী হয়েছেন সেই দেব । তবে সেতু না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ ।
ঘাটাল ব্লকের কনকপুর এলাকার সাধারণ মানুষের দাবি, তাঁরা চায় গুরুত্বপূর্ণ এলাকায় কংক্রিটের সেতু হোক । যদিও এই কংক্রিটের সেতু না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা কাঠের সাঁকো দিয়েই প্রতিনিয়ত পারাপার করতে হচ্ছে হাজার হাজার মানুষকে । সেতু নির্মাণ না হওয়ার পিছনে দু'বারের সাংসদ দেবের ব্যর্থতাকেই তুলে ধরে আক্রমণ বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের । পালটা সাফাই দিয়েছে শাসকদলও ৷
ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের কনকপুরে ৷ কেঠিয়া খালের উপর কাঠের সেতু রয়েছে ৷ যার অবস্থা বেহাল ৷ সেই সেতুর পরিবর্তে কংক্রিটের ব্রিজের দাবি এলাকার মানুষের বহু পুরনো । যদিও সেই দাবিকে মান্যতা দিয়ে গত লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেই কনকপুর গ্রামে কংক্রিটের সেতু তৈরি করার উদ্যোগ নেন সাংসদ ৷ তাই দেব তাঁর সাংসদ তহবিল থেকে 45 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন । কিন্তু বছরের পর বছর কেটে গেল সেই সেতুর কাজ আজ পর্যন্ত চালু হল না । যার জন্য ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ । এলাকার মানুষ চাইছেন দ্রুত সেতু নির্মাণ হোক ।
এই এলাকার সেতুটি খুবই দরকার ৷ ঘাটাল-সহ দাসপুর 1 ও দাসপুর 2 নম্বর ব্লকের যোগাযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা এটি । এলাকার রাস্তা ভালো থাকলেও কাঠের সেতু হওয়ার কারণে সেইভাবে যাতায়াত করতে পারে না পণ্যবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী গাড়ি । তাই এলাকার মানুষজন কংক্রিটের সেতুর দাবি তুলেছিল । এলাকাবাসী শিখা পণ্ডিত ও অশোক মহাপাত্র বলেন, "গত লোকসভা নির্বাচনের পর সেতু নির্মাণের শিলান্যাস হয়েছিল ৷ কিন্তু কাজ শুরু হয়নি ৷ সেতু ভেঙে পরে গিয়ে দুর্ঘটনা ঘটছে ৷ আবারও একটা ভোট এসেছে ৷ শুধু প্রতিশ্রুতি দিয়ে যাবে ৷ কাজ কিছু হবে না ৷"
হিরণ চট্টোপাধ্যায় বলেন, "কনকপুরে সেতু না করতে পারলে দেব ভোটেই দাঁড়াবে না বলেছিলেন ৷ কিন্তু সেতু না হলেও সেই তো ভোটে দাঁড়িয়ে পড়লেন ৷ ওই এলাকায় গিয়ে সাংসদ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন ৷ তখনই সেতু নির্মাণ নিয়ে পিসিকে জিজ্ঞেস করুন, নইলে মানস ভুঁইয়াকে জিজ্ঞেস করতে বলেছেন ৷" ঘাটাল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ মাজির দাবি, "বরাদ্দ টাকার থেকে বেশি লাগবে সেতু করতে ৷ সাংসদ তহবিলে তখন টাকা ছিল না বলে সেতু হয়নি ৷ আগামিদিনে সেতু হবে ৷"
আরও পড়ুন: