ETV Bharat / state

বিরোধী দলের গন্তব্য জেল, প্রতিহিংসার রাজনীতির অভিযোগে কেন্দ্রকে খোঁচা ব্রাত্যর - BRATYA BASU

বুধবার ধ্বনি ভোটের মাধ্যমেই বিধানসভায় ভবানীপুর বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েছে । প্রতিহিংসার রাজনীতির অভিযোগকে অস্ত্র করে কেন্দ্রকে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ৷

Bratya Basu
বিধানসভায় কেন্দ্রকে তোপ দাগলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2024, 11:14 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: বিধানসভায় ভবানীপুর বিশ্ববিদ্যালয়ের বিল পাশের সময় কেন্দ্রকে খোঁচা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি বলেন, "যেখানেই বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তাদের নেতাদের গন্তব্য হচ্ছে জেল ।"

মঙ্গলবার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয় বিধানসভায় ৷ এরপর বুধবার ছিল তৃতীয় বিল অর্থাৎ ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল 2024 পাশের পালা । এই বিল পাশের মঞ্চ থেকেই বিরোধী বিধায়কদের জবাবী দিতে গিয়ে কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতিকেই আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

প্রসঙ্গত, এ দিন যে বিশ্ববিদ্যালয় বিলটি রাজ্য বিধানসভায় পাশ হল তা নিয়ে মন্ত্রী জানিয়েছেন, তার সদর দফতর থাকছে 70 নম্বর ওয়ার্ডে অর্থাৎ ভবানীপুরে এবং ক্যাম্পাস তৈরি হচ্ছে টালিগঞ্জে । এই বিল নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শংকর ঘোষ থেকে শুরু করে অন্যান্য বিজেপি বিধায়কেরা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । এই ঠিকানা স্পষ্ট করতে গিয়ে বিরোধীদের আক্রমন শানালেন শিক্ষামন্ত্রী ।

রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা যেহেতু নতুন নয়, এ দিন খুব স্বাভাবিকভাবেই আলোচনায় দুর্নীতির প্রসঙ্গ ওঠে । মূলত, এই প্রসঙ্গত শাসককে চাপে ফেলার চেষ্টা করেছিল বিরোধী পক্ষ । যদিও পালটা প্রতিহিংসার তত্ত্ব তুলে, বিরোধীদের জবাব দিয়েছেন ব্রাত্য বসু ।

এ দিন এই প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আপনারা যদি লক্ষ্য করে থাকেন, দু-দুটো মুখ্যমন্ত্রী জেলে গিয়েছেন ভারতবর্ষে । স্বাধীনতার পরে এমন ঘটনা এই প্রথম যে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁদের জেলে যেতে হল । অবশ্যই তাঁরা কেন্দ্রীয় সরকারের দল নয়, তাই তাঁদের জেলে যেতে হচ্ছে ।"

তাঁর সংযোজন, "কর্ণাটকের এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী, তাঁকেও একটা সময় জেলে যেতে হয়েছিল । এমনকি দিল্লির শিক্ষামন্ত্রীকেও জেলে যেতে হয়েছে । কেরলের মুখ্যমন্ত্রী সদর দফতরেও সিবিআই পৌঁছে গিয়েছিল সোনা খুঁজতে । এমন অসংখ্য ঘটনার উদাহরণ দেওয়া যায়, যেখানে বিরোধী দল করার জন্য তাদের জেলে যেতে হচ্ছে ।"

ব্রাত্য বসু আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করার জন্য আমাদেরও কাউকে জেলে যেতে হচ্ছে । 'আবকি বার 200 পার' বলে যারা রাজ্যে এলেন এবং যে বহিরাগত সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চাইলেন এবং পারলেন না । তখন অনেককেই জেলে যেতে হয় । আমি উদাহরণ দিয়ে দেখাতে পারি, যারা ভারতীয় জনতা পার্টি করে না, সেই দলের লোকেদেরই জেলে যেতে হয় ।"

প্রসঙ্গত, এ দিন ধ্বনি ভোটের মাধ্যমেই বিধানসভায় ভবানীপুর বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েছে । বিজেপি বিধায়ক শংকর ঘোষ একাধিক সংশোধনী দেন ৷ তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে তা তুলে নেওয়ার কারণে সংশোধনীগুলো নিয়ে আর নতুন করে আলোচনা হয়নি ।

এ দিন রাজ্য বিধানসভায় জিএসটি নিয়েও একটি সংশোধনী পাশ হয়েছে । মূলত, কেন্দ্রীয় সরকার আগে যে সংশোধনীগুলি সংসদে পাশ করেছে সেগুলি এবার রাজ্য বিধানসভায় পাশ করিয়ে নেওয়া হয়েছে । এই সংশোধনী নিয়ে এসেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । আলোচনার শেষে সেটিও ধ্বনি ভোটে পাশ হয় ।

কলকাতা, 12 ডিসেম্বর: বিধানসভায় ভবানীপুর বিশ্ববিদ্যালয়ের বিল পাশের সময় কেন্দ্রকে খোঁচা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তিনি বলেন, "যেখানেই বিরোধী রাজনৈতিক দল ক্ষমতায় আছে, তাদের নেতাদের গন্তব্য হচ্ছে জেল ।"

মঙ্গলবার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হয় বিধানসভায় ৷ এরপর বুধবার ছিল তৃতীয় বিল অর্থাৎ ভবানীপুর গ্লোবাল ইউনিভার্সিটি বিল 2024 পাশের পালা । এই বিল পাশের মঞ্চ থেকেই বিরোধী বিধায়কদের জবাবী দিতে গিয়ে কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতিকেই আক্রমণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

প্রসঙ্গত, এ দিন যে বিশ্ববিদ্যালয় বিলটি রাজ্য বিধানসভায় পাশ হল তা নিয়ে মন্ত্রী জানিয়েছেন, তার সদর দফতর থাকছে 70 নম্বর ওয়ার্ডে অর্থাৎ ভবানীপুরে এবং ক্যাম্পাস তৈরি হচ্ছে টালিগঞ্জে । এই বিল নিয়ে আলোচনায় বিরোধী বিধায়ক শংকর ঘোষ থেকে শুরু করে অন্যান্য বিজেপি বিধায়কেরা বিশ্ববিদ্যালয়ের ঠিকানা নিয়ে প্রশ্ন তুলেছিলেন । এই ঠিকানা স্পষ্ট করতে গিয়ে বিরোধীদের আক্রমন শানালেন শিক্ষামন্ত্রী ।

রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা যেহেতু নতুন নয়, এ দিন খুব স্বাভাবিকভাবেই আলোচনায় দুর্নীতির প্রসঙ্গ ওঠে । মূলত, এই প্রসঙ্গত শাসককে চাপে ফেলার চেষ্টা করেছিল বিরোধী পক্ষ । যদিও পালটা প্রতিহিংসার তত্ত্ব তুলে, বিরোধীদের জবাব দিয়েছেন ব্রাত্য বসু ।

এ দিন এই প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আপনারা যদি লক্ষ্য করে থাকেন, দু-দুটো মুখ্যমন্ত্রী জেলে গিয়েছেন ভারতবর্ষে । স্বাধীনতার পরে এমন ঘটনা এই প্রথম যে মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁদের জেলে যেতে হল । অবশ্যই তাঁরা কেন্দ্রীয় সরকারের দল নয়, তাই তাঁদের জেলে যেতে হচ্ছে ।"

তাঁর সংযোজন, "কর্ণাটকের এই মুহূর্তে যিনি মুখ্যমন্ত্রী, তাঁকেও একটা সময় জেলে যেতে হয়েছিল । এমনকি দিল্লির শিক্ষামন্ত্রীকেও জেলে যেতে হয়েছে । কেরলের মুখ্যমন্ত্রী সদর দফতরেও সিবিআই পৌঁছে গিয়েছিল সোনা খুঁজতে । এমন অসংখ্য ঘটনার উদাহরণ দেওয়া যায়, যেখানে বিরোধী দল করার জন্য তাদের জেলে যেতে হচ্ছে ।"

ব্রাত্য বসু আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করার জন্য আমাদেরও কাউকে জেলে যেতে হচ্ছে । 'আবকি বার 200 পার' বলে যারা রাজ্যে এলেন এবং যে বহিরাগত সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিতে চাইলেন এবং পারলেন না । তখন অনেককেই জেলে যেতে হয় । আমি উদাহরণ দিয়ে দেখাতে পারি, যারা ভারতীয় জনতা পার্টি করে না, সেই দলের লোকেদেরই জেলে যেতে হয় ।"

প্রসঙ্গত, এ দিন ধ্বনি ভোটের মাধ্যমেই বিধানসভায় ভবানীপুর বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েছে । বিজেপি বিধায়ক শংকর ঘোষ একাধিক সংশোধনী দেন ৷ তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে তা তুলে নেওয়ার কারণে সংশোধনীগুলো নিয়ে আর নতুন করে আলোচনা হয়নি ।

এ দিন রাজ্য বিধানসভায় জিএসটি নিয়েও একটি সংশোধনী পাশ হয়েছে । মূলত, কেন্দ্রীয় সরকার আগে যে সংশোধনীগুলি সংসদে পাশ করেছে সেগুলি এবার রাজ্য বিধানসভায় পাশ করিয়ে নেওয়া হয়েছে । এই সংশোধনী নিয়ে এসেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । আলোচনার শেষে সেটিও ধ্বনি ভোটে পাশ হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.