ETV Bharat / state

আচার্য বোসকে 21 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের 'সুপ্রিম' নির্দেশ, টুইট ব্রাত্যর - Bratya Basu on SC order

Bratya Basu on SC order: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসকে 21টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এ কথা জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ৷

ETV BHARAT
ব্রাত্য বসু (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 7:22 PM IST

কলকাতা, 14 মে: এ বার 21টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । তার সঙ্গে আচার্যকে কমপ্লায়েন্স রিপোর্টও জমা দিতে হবে শুক্রবারের মধ্যে । এ কথা জানিয়ে মঙ্গলবার টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লেখেন, "মাননীয় সুপ্রিম কোর্ট আজ আচার্যকে নির্দেশ দিয়েছে যে, আদালতের নির্দেশ মতো রাজ্যের সাহায্যপ্রাপ্ত 21টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে । তার সঙ্গে কমপ্লায়েন্স রিপোর্টও শুক্রবার দাখিল করতে হবে । আসলে আচার্যের আইনজীবী এই আদেশে 21 জন উপাচার্য নিয়োগের রেকর্ড না-রাখার জন্য অনুরোধ করেছিলেন ৷ তবে সেই প্রক্রিয়াটি স্থগিত করার সমস্ত প্রচেষ্টা আজ সুপ্রিম কোর্ট ব্যর্থ করে দিয়েছে ।"

শিক্ষাকে কেন্দ্র করে রাজ্য ও রাজ্যপাল সংঘাত তুঙ্গে । বেশকিছু বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য সিভি আনন্দ বোস । যেখানে সম্মতি ছিল না রাজ্য সরকারের । একাধিকবার তারা সেই নিয়ে সরব হন । এই নিয়ে আলোচনার প্রস্তাবও দেওয়া হয় রাজ্য সরকারের তরফে । তবে আচার্যের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ । তখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে উপাচার্য নিয়োগ করেন আচার্য । গতকাল তিনটি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেন তিনি । রাজ্য সরকারের তালিকা মেনেই এই নিয়োগ করেন তিনি ।

এরপর আজ এই মামলার ফের শুনানি হয় সুপ্রিম কোর্টে । সেখানেই শীর্ষ আদালত আচার্যকে রাজ্যের তালিকা মেনেই 21টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে টুইটে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

আরও পড়ুন:

  1. ডেকেও দেখা করলেন না আচার্য, শিক্ষাবিদদের 'অপমান' নিয়ে সরব ব্রাত্য
  2. রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ বোসের; পালটা দিলেন ব্রাত্য
  3. ব্রাত্য-সংঘাত আবহে বোসকে সংবিধানের পাঠ পড়াল নবান্ন, রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের

কলকাতা, 14 মে: এ বার 21টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । তার সঙ্গে আচার্যকে কমপ্লায়েন্স রিপোর্টও জমা দিতে হবে শুক্রবারের মধ্যে । এ কথা জানিয়ে মঙ্গলবার টুইট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ।

মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লেখেন, "মাননীয় সুপ্রিম কোর্ট আজ আচার্যকে নির্দেশ দিয়েছে যে, আদালতের নির্দেশ মতো রাজ্যের সাহায্যপ্রাপ্ত 21টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে । তার সঙ্গে কমপ্লায়েন্স রিপোর্টও শুক্রবার দাখিল করতে হবে । আসলে আচার্যের আইনজীবী এই আদেশে 21 জন উপাচার্য নিয়োগের রেকর্ড না-রাখার জন্য অনুরোধ করেছিলেন ৷ তবে সেই প্রক্রিয়াটি স্থগিত করার সমস্ত প্রচেষ্টা আজ সুপ্রিম কোর্ট ব্যর্থ করে দিয়েছে ।"

শিক্ষাকে কেন্দ্র করে রাজ্য ও রাজ্যপাল সংঘাত তুঙ্গে । বেশকিছু বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন আচার্য সিভি আনন্দ বোস । যেখানে সম্মতি ছিল না রাজ্য সরকারের । একাধিকবার তারা সেই নিয়ে সরব হন । এই নিয়ে আলোচনার প্রস্তাবও দেওয়া হয় রাজ্য সরকারের তরফে । তবে আচার্যের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ । তখনই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার । সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারের দেওয়া তালিকা থেকে উপাচার্য নিয়োগ করেন আচার্য । গতকাল তিনটি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেন তিনি । রাজ্য সরকারের তালিকা মেনেই এই নিয়োগ করেন তিনি ।

এরপর আজ এই মামলার ফের শুনানি হয় সুপ্রিম কোর্টে । সেখানেই শীর্ষ আদালত আচার্যকে রাজ্যের তালিকা মেনেই 21টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ দিয়েছেন বলে টুইটে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷

আরও পড়ুন:

  1. ডেকেও দেখা করলেন না আচার্য, শিক্ষাবিদদের 'অপমান' নিয়ে সরব ব্রাত্য
  2. রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ বোসের; পালটা দিলেন ব্রাত্য
  3. ব্রাত্য-সংঘাত আবহে বোসকে সংবিধানের পাঠ পড়াল নবান্ন, রাজ্যপালকে কড়া চিঠি রাজ্যের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.