বারুইপুর, 25 জুন: প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ । ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায় । পুলিশ সূত্রে খবর, মৃতার সঙ্গে ফেসবুকে আলাপ হয় অজয় মণ্ডল নামে এক যুবকের ৷ অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে । মৃতার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা । অভিযুক্তের বাড়ির কাছে মৃতার মামাবাড়ি । জানা গিয়েছে, শুক্রবার রাত 8টা নাগাদ মৃতাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় । প্রেমিকের ফোনে কিছু না ভেবেই চলে যান ওই তরুণী ৷ পরিবারের অভিযোগ, এরপর থেকে আর কোনও খোঁজ পাওয়া যায়নি তাদের মেয়ের ৷
পরিবার সূত্রে খবর, গত 1 জুন দিদিমার সঙ্গে মামাবাড়ি আসে তরুণী । সেই থেকে মামাবাড়িতেই ছিল সে । শুক্রবার রাত 8টার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ এমনকী, ফোন করা হলে রাত 11টার পর থেকে সেটিও বন্ধ বলে ৷ গত 2 দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয়ে তরুণীর দেহ ভাসতে দেখা যায়।
পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা এসে দেহ উদ্ধার করে নিয়ে যান । এই ঘটনায় বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার । সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । ইতিমধ্যেই প্রেমিক অজয় মণ্ডল এবং তার বন্ধু দেবাশীষ লস্করকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ সেখানে উভয়কে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছ ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অজয় এলাকার দাগী অপরাধী হিসেবেই পরিচিত । এছাড়াও, এলাকার মহিলাদের প্রতি কটুক্তি করত বলে অভিযোগ ।
মঙ্গলবার মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তবে এখনও মৃতার ফোন খুঁজে পাওয়া যায়নি । ঘটনা প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার এসডিপিও অতীশ বিশ্বাস বলেছেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর একটি পুকুর থেকে মৃতার দেহ উদ্ধার করা হয় ৷ পরিবারের তরফে এখনও পর্যন্ত ধর্ষণের বিষয়ে কোনও অভিযোগ করা হয়নি ৷ তাই আমরা শুধু খুনের তদন্ত করছি ৷"