ETV Bharat / state

মিড-ডে মিলের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গুরুতর জখম শিশু

Boy Falling into Mid-day Meal Hot Khichdi Pan: খেলতে খেলতে গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গেল এক পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানার একটি আইসিডিএস সেন্টারে ৷ গুরুতর জখম অবস্থায় বাচ্চাটি কে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 2:19 PM IST

খেলতে খেলতে গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে আহত শিশু

কাকদ্বীপ, 1 মার্চ: মিড-ডে মিলের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গেল 5 বছরের এক শিশু ৷ শুক্রবার সকালের ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ পরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুনির বাগডাঙার আইসিডিএস সেন্টারে ৷ জানা গিয়েছে, খেলতে খেলতে গরম কড়াইয়ের কাছে চলে যায় বাচ্চাটি ৷ তখনই অন্য বাচ্চাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে রান্নার কড়াইয়ে পড়ে যায় সে ৷

স্কুলের তরফে জানানো হয়েছে, আজ সকালে রান্নার পর বাচ্চাদের মিড-ডে মিলের খাবার বিতরণের প্রস্তুতি চলছিল ৷ সেই সময় রান্নার কড়াইতে গরম খিচুড়ি রাখা ছিল ৷ সেই সময় বাচ্চারা অন্য জায়গায় খেলছিল ৷ রান্নার পর আইসিডিএস কর্মী বাচ্চাদের জন্য জল আনতে বাইরে যান ৷ সেই সময়ই কয়েকজন বাচ্চা খেলতে খেলতে রান্নার জায়গায় চলে আসে ৷ আর নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে 5 বছরের এক বাচ্চা গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে যায় ৷

সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেয় সে ৷ সেই চিৎকার শুনে রান্নার জায়গায় যান আইসিডিএস কর্মী এবং শিক্ষিকারা ৷ দ্রুত তাকে কড়াই থেকে তুলে স্থানীয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের সাহায্যে ৷ সেখানেই বাচ্চাটি বর্তমানে ভরতি রয়েছে ৷ তার আগেই অবশ্য বাচ্চাটির অভিভাবকরা হাসপাতালে পৌঁছে যান ৷

বাচ্চাটির মা আসমিনা বিবি বলেন, "পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল ৷ দিদিমণি বাচ্চাদের ছড়া পড়ানোর জন্য বাইরে নিয়ে এসেছিলেন ৷ রান্নার লোক খিচুড়ি রান্না করে, কলে জল আনতে গিয়েছিলেন ৷ সেই সময় বাচ্চা খেলা করতে করতে রান্না করা গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে যায় ৷" তবে প্রশ্ন উঠছে যে শিক্ষিকা বাচ্চাদের পড়াচ্ছিলেন, তিনি সেই সময় কোথায় ছিলেন ? এ নিয়ে এখনও এসডিও বা বিডিও স্তরে কোনও অভিযোগ জমা পড়েনি ৷ কোনও তদন্তের নির্দেশও সরকারি তরফে দেওয়া হয়নি বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামজীবনপুরে 11টি ওয়ার্ডের 13টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল পরিকাঠামোর অভিযোগ
  2. শিক্ষা উৎসবের জন্য ক্লাস বন্ধের নির্দেশ এসআইয়ের, মিড ডে মিল থেকে বঞ্চিত হাজারও পড়ুয়া
  3. মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর ! গ্রামেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করলেন বিডিও

খেলতে খেলতে গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে আহত শিশু

কাকদ্বীপ, 1 মার্চ: মিড-ডে মিলের গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে গেল 5 বছরের এক শিশু ৷ শুক্রবার সকালের ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ পরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুনির বাগডাঙার আইসিডিএস সেন্টারে ৷ জানা গিয়েছে, খেলতে খেলতে গরম কড়াইয়ের কাছে চলে যায় বাচ্চাটি ৷ তখনই অন্য বাচ্চাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে রান্নার কড়াইয়ে পড়ে যায় সে ৷

স্কুলের তরফে জানানো হয়েছে, আজ সকালে রান্নার পর বাচ্চাদের মিড-ডে মিলের খাবার বিতরণের প্রস্তুতি চলছিল ৷ সেই সময় রান্নার কড়াইতে গরম খিচুড়ি রাখা ছিল ৷ সেই সময় বাচ্চারা অন্য জায়গায় খেলছিল ৷ রান্নার পর আইসিডিএস কর্মী বাচ্চাদের জন্য জল আনতে বাইরে যান ৷ সেই সময়ই কয়েকজন বাচ্চা খেলতে খেলতে রান্নার জায়গায় চলে আসে ৷ আর নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে 5 বছরের এক বাচ্চা গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে যায় ৷

সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেয় সে ৷ সেই চিৎকার শুনে রান্নার জায়গায় যান আইসিডিএস কর্মী এবং শিক্ষিকারা ৷ দ্রুত তাকে কড়াই থেকে তুলে স্থানীয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের সাহায্যে ৷ সেখানেই বাচ্চাটি বর্তমানে ভরতি রয়েছে ৷ তার আগেই অবশ্য বাচ্চাটির অভিভাবকরা হাসপাতালে পৌঁছে যান ৷

বাচ্চাটির মা আসমিনা বিবি বলেন, "পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল ৷ দিদিমণি বাচ্চাদের ছড়া পড়ানোর জন্য বাইরে নিয়ে এসেছিলেন ৷ রান্নার লোক খিচুড়ি রান্না করে, কলে জল আনতে গিয়েছিলেন ৷ সেই সময় বাচ্চা খেলা করতে করতে রান্না করা গরম খিচুড়ির কড়াইয়ে পড়ে যায় ৷" তবে প্রশ্ন উঠছে যে শিক্ষিকা বাচ্চাদের পড়াচ্ছিলেন, তিনি সেই সময় কোথায় ছিলেন ? এ নিয়ে এখনও এসডিও বা বিডিও স্তরে কোনও অভিযোগ জমা পড়েনি ৷ কোনও তদন্তের নির্দেশও সরকারি তরফে দেওয়া হয়নি বলে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. রামজীবনপুরে 11টি ওয়ার্ডের 13টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেহাল পরিকাঠামোর অভিযোগ
  2. শিক্ষা উৎসবের জন্য ক্লাস বন্ধের নির্দেশ এসআইয়ের, মিড ডে মিল থেকে বঞ্চিত হাজারও পড়ুয়া
  3. মিড-ডে মিলের খিচুড়িতে ইঁদুর ! গ্রামেই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করলেন বিডিও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.