ETV Bharat / state

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, যাত্রীদের নামিয়ে চলছে তল্লাশি - Bomb Scare in Kolkata Airport - BOMB SCARE IN KOLKATA AIRPORT

Bomb Scare in Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ৷ কলকাতা-পুনেগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা রয়েছে বলে খবর এসেছে ৷

Bomb Scare in Dum Dum Airport
কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 2:21 PM IST

Updated : Jun 28, 2024, 3:41 PM IST

কলকাতা, 28 জুন: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ৷ খবর পাওয়া যায়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমা রয়েছে ৷ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলকাতা-পুনেগামী ওই বিমানটির 100 জন যাত্রী নিয়ে উড়ানের কথা ছিল। রানওয়েতে যাওয়ার মুহূর্তে বিমানে বোমা রয়েছে বলে খবর আসে ৷ এই মুহূর্তে বিমানটি দাঁড়িয়ে রয়েছে ৷ যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে ৷ বোম স্কোয়াড ও সিআইএসএফ আধিকারিক তল্লাশি চালাচ্ছে ৷

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক (ইটিভি ভারত)

বিমানবন্দর সূত্রে খবর, বিমানটির বাগডোগরা থেকে কলকাতা, কলকাতা থেকে ভুবনেশ্বর, এবং সেখান থেকে পুনে যাওয়ার ছিল ৷ লাগেজ চেকের সময় যোগেশ ভোঁশলে নামে এক যাত্রী দাবি করেন, তাঁর ব্যাগে বোম রয়েছে ৷ তারপরেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা ৷

যদিও এখনও বিমানে আদৌ বোমা রয়েছে কি না, তা স্পষ্ট নয় ৷ এই দাবির পর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ চিরুনি তল্লাশি চলছে বিমানবন্দরের আনাচে কানাচে ৷ বিমানবন্দর সূত্রের খবর, তল্লাশিতে এখনও পর্যন্ত কিছুই মেলেনি ৷ এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন এয়ারপোর্ট আধিকারিকরা ৷

এর আগে 25 এপ্রিল ও 29 এপ্রিল বোমাতঙ্ক ছড়ায় কলকাতা বিমানবন্দরে ৷ দু’বারই হুমকি মেইল পেয়েছিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ যদিও দু’বারই দেখা গিয়েছে, সেই হুমকি মেইল ভুয়ো ছিল ৷ অন্যদিকে, ঠিক একমাস আগেই নয়াদিল্লিতে শৌচাগারে রাখা চিরকুটে বোমা হামলার হুমকি মেলার পর আতঙ্ক ছড়িয়েছিল ইন্ডিগোর বিমানে ৷

কলকাতা, 28 জুন: কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ৷ খবর পাওয়া যায়, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বোমা রয়েছে ৷ নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কলকাতা-পুনেগামী ওই বিমানটির 100 জন যাত্রী নিয়ে উড়ানের কথা ছিল। রানওয়েতে যাওয়ার মুহূর্তে বিমানে বোমা রয়েছে বলে খবর আসে ৷ এই মুহূর্তে বিমানটি দাঁড়িয়ে রয়েছে ৷ যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে ৷ বোম স্কোয়াড ও সিআইএসএফ আধিকারিক তল্লাশি চালাচ্ছে ৷

কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক (ইটিভি ভারত)

বিমানবন্দর সূত্রে খবর, বিমানটির বাগডোগরা থেকে কলকাতা, কলকাতা থেকে ভুবনেশ্বর, এবং সেখান থেকে পুনে যাওয়ার ছিল ৷ লাগেজ চেকের সময় যোগেশ ভোঁশলে নামে এক যাত্রী দাবি করেন, তাঁর ব্যাগে বোম রয়েছে ৷ তারপরেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা ৷

যদিও এখনও বিমানে আদৌ বোমা রয়েছে কি না, তা স্পষ্ট নয় ৷ এই দাবির পর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ চিরুনি তল্লাশি চলছে বিমানবন্দরের আনাচে কানাচে ৷ বিমানবন্দর সূত্রের খবর, তল্লাশিতে এখনও পর্যন্ত কিছুই মেলেনি ৷ এই মুহূর্তে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন এয়ারপোর্ট আধিকারিকরা ৷

এর আগে 25 এপ্রিল ও 29 এপ্রিল বোমাতঙ্ক ছড়ায় কলকাতা বিমানবন্দরে ৷ দু’বারই হুমকি মেইল পেয়েছিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ যদিও দু’বারই দেখা গিয়েছে, সেই হুমকি মেইল ভুয়ো ছিল ৷ অন্যদিকে, ঠিক একমাস আগেই নয়াদিল্লিতে শৌচাগারে রাখা চিরকুটে বোমা হামলার হুমকি মেলার পর আতঙ্ক ছড়িয়েছিল ইন্ডিগোর বিমানে ৷

Last Updated : Jun 28, 2024, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.